NFL Recruitment 2024: চাকরিপ্রার্থীদের জন্য দুর্দান্ত সুখবর। ন্যাশনাল ফার্টিলাইজার্স লিমিটেড (NFL) সম্প্রতি নন এক্সিকিউটিভ পদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে তারা ৩৩৬ টি শূন্যপদে নিয়োগের কথা উল্লেখ করেছে।
ভারতবর্ষের বিভিন্ন স্থানে অবস্থিত NFL-এর বিভিন্ন শাখায় এই পদগুলোতে নিয়োগ করা হবে। আগ্রহী চাকরিপ্রার্থীরা ভারতীয় নাগরিক হয়ে থাকলে ছেলে-মেয়ে উভয় প্রার্থী এখানে আবেদন করতে পারবে।
আজকের প্রতিবেদনে এই নিয়োগ সম্পর্কিত বিস্তারিত তথ্য যেমন- পদের নাম, মোট শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, বেতন, বয়স, আবেদন পদ্ধতি, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদি বিষয় তুলে ধরা হল।
নিয়োগকারী সংস্থা | ন্যাশনাল ফার্টিলাইজার্স লিমিটেড (NFL) |
পদের নাম | নন এক্সিকিউটিভ |
শূন্যপদ | ৩৩৬ টি |
মাসিক বেতন | ২৩,০০০ – ৫৬,৫০০ টাকা |
আবেদন শেষ | ০৮/১১/২০২৪ |
আবেদন পদ্ধতি | অনলাইন |
অফিশিয়াল পোর্টাল | nfl.co.in |
NFL Recruitment 2024: পদ এবং শূন্যপদের বিবরণ
এখানে নন এক্সিকিউটিভ পদের মধ্যে অনেকগুলি পোস্ট রয়েছে এবং প্রত্যেকটি পোষ্টের মধ্যে আলাদা আলাদা শূন্যপদ রয়েছে। মোট শূন্যপদের সংখ্যা ৩৩৬টি।
নিচে পোস্ট অনুযায়ী শূন্যপদ গুলি বিস্তারিত আলোচনা করা হলো
পদের নাম | শূন্যপদ |
জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট গ্রেড-I (প্রোডাকশন) | ১০৮ |
জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট গ্রেড-II (মেকানিক্যাল) | ৬ |
জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট গ্রেড-II (ইন্সট্রুমেন্টেশন) | ৩৩ |
জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট গ্রেড-II (ইলেকট্রিক্যাল) | ১৪ |
জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট গ্রেড-II (কেমিক্যাল ল্যাব) | ১০ |
স্টোর অ্যাসিস্ট্যান্ট | ১৯ |
লোকো অ্যাটেন্ডেন্ট গ্রেড-II | ৫ |
নার্স | ১০ |
ফার্মাসিস্ট | ১০ |
ল্যাব টেকনিশিয়ান | ৪ |
এক্স-রে টেকনিশিয়ান | ২ |
অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট | ১০ |
অ্যাটেন্ডেন্ট গ্রেড-I (মেকানিক্যাল – ফিটার) | ৪০ |
অ্যাটেন্ডেন্ট গ্রেড-I (মেকানিক্যাল – ওয়েল্ডার) | ৩ |
অ্যাটেন্ডেন্ট গ্রেড-I (মেকানিক্যাল – অটো ইলেকট্রিশিয়ান) | ২ |
অ্যাটেন্ডেন্ট গ্রেড-I (মেকানিক্যাল – ডিজেল মেকানিক) | ২ |
অ্যাটেন্ডেন্ট গ্রেড-I (ইলেকট্রিক্যাল) | ৩৩ |
লোকো অ্যাটেন্ডেন্ট গ্রেড-III | ৪ |
ওটি টেকনিশিয়ান | ৩ |
NFL Recruitment 2024: শিক্ষাগত যোগ্যতা
এখানে প্রত্যেকটি পদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। নিচে সেগুলি আলোচনা করা হল-
- জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট গ্রেড-II (প্রোডাকশন)- পদার্থবিজ্ঞান, রসায়ন এবং গণিত সহ B.Sc অথবা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ ৩ বছর ডিপ্লোমা।
- জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট গ্রেড-II (মেকানিক্যাল)- ৩ বছর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা।
- জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট গ্রেড-II (ইন্সট্রুমেন্টেশন)- ইন্সট্রুমেন্ট বা সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছর ডিপ্লোমা।
- জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট গ্রেড-II (ইলেকট্রিক্যাল)- ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং-এ তিন বছরের ডিপ্লোমা।
- জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট গ্রেড-II (মেকানিক্যাল – ড্রাফটসম্যান)- মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ তিন বছরের ডিপ্লোমা + AutoCAD
- স্টোর অ্যাসিস্ট্যান্ট- যে কোন বিভাগে স্নাতক ডিগ্রি।
NFL Recruitment 2024: বয়স সীমা
এই পদগুলিতে আবেদন করার জন্য আগ্রহী চাকরিপ্রার্থীর বয়স হতে হবে সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবে।
- OBC- ৩ বছর
- SC/ST- ৫ বছর
- PwBD- ১০ বছর
NFL Recruitment 2024: বেতন কাঠামো
এই পদগুলিতে চাকরি পেলে সরকারি নিয়ম অনুযায়ী প্রার্থীরা মাসে ২৩,০০০ – ৫৬,৫০০ টাকা বেতন পাবেন।
NFL Recruitment 2024: নির্বাচন প্রক্রিয়া
এই পদগুলিতে তিনটি ধাপে নিয়োগ করা হবে। সেই ধাপগুলি হল-
- লিখিত পরীক্ষা- প্রার্থীদের প্রথমে একটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে,
- ডকুমেন্ট ভেরিফিকেশন- লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন করার জন্য ডাকা হবে,
- মেডিকেল পরীক্ষা- চূড়ান্ত নির্বাচন মেডিকেল পরীক্ষার মাধ্যমেই সম্পন্ন হবে।
NFL Recruitment 2024: আবেদন প্রক্রিয়া
NFL-এর এই পদগুলিতে আবেদন করতে হলে আগ্রহী এবং যোগ্য প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য নিম্নলিখিত ধাপগুলো অনুসরণ করুন-
- সর্বপ্রথম অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে “Recruitment” সেকশনে ক্লিক করুন,
- এরপর আবেদন ফরমটি নিজের সমস্ত ব্যক্তিগত তথ্য এবং শিক্ষাগত যোগ্যতার তথ্য দিয়ে পূরণ করুন,
- এরপর প্রয়োজনীয় ডকুমেন্টগুলো স্ক্যান করে আপলোড করুন,
- এরপর আবেদন ফি প্রদান করে সাবমিট করুন।
NFL Recruitment 2024: আবেদন ফি
এই পদগুলোতে আবেদন করার জন্য ২০০ টাকা করে আবেদন ফি ধার্য করা হয়েছে। এই ফি ফেরতযোগ্য না।
NFL Recruitment 2024: গুরুত্বপূর্ণ তারিখ
অনলাইন আবেদন শুরুর তারিখ: ৯ই অক্টোবর, ২০২৪
আবেদনের শেষ তারিখ: ৮ই নভেম্বর, ২০২৪
লিখিত পরীক্ষার তারিখ: পরে ঘোষণা করা হবে
NFL Recruitment 2024: গুরুত্বপূর্ণ লিঙ্ক
আবেদন করুন- Apply Now
অফিশিয়াল ওয়েবসাইট- Click Here
অফিশিয়াল নোটিশ- Download Now