বছরের শুরুতেই আবার পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তর (WB Health Department) থেকে প্রচুর সংখ্যক শূন্যপদে স্বাস্থ্য কর্মী নিয়োগের অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ হলো। কাউন্সিলর, নার্স, ল্যাব টেকনিশিয়ান, মেডিকেল অফিসার, সহ আরও বিভিন্ন পদে নিয়োগ করা হবে।
পশ্চিমবঙ্গের অন্তর্গত সমস্ত জেলা থেকেই ছেলে এবং মেয়ে সকলেই এখানে আবেদন করতে পারবে। প্রথমেই জানিয়ে রাখা ভালো এখানে প্রতিটি পদের ক্ষেত্রে নির্দিষ্ট পদ অনুযায়ী লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা।
চলুন তাহলে আর বেশি দেরি না করে একনজরে দেখে নেই আবেদন কিভাবে করতে হবে, নিয়োগ কিভাবে হবে, শিক্ষাগত যোগ্যতা কত দরকার, কি কি পদে নিয়োগ করা হবে, বয়স কত লাগবে ইত্যাদি সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য।
NHM WB Health Dakshin Dinajpur Recruitment
নোটিশ নম্বরঃ DHFWS/49
নোটিশ প্রকাশের তারিখঃ 06.01.2023
আবেদনের মাধ্যমঃ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
রাজ্যে NHM এর অধীনে নিয়োগের বিস্তারিত তথ্য (WB NHM Recruitment Details)
(1) পদের নামঃ কাউন্সিলর (Counselor)
বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে 20,000 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সোশ্যাল ওয়ার্ক বা সোসিওলজি বা সাইকোলজি বিষয়ে গ্রাজুয়েশন পাশ করে থাকতে হবে।
বয়সসীমাঃ আবেদনকারী প্রার্থীদের বয়স 01.01.2023 তারিখ অনুযায়ী 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
মোট শূন্যপদঃ 1 টি।
(2) পদের নামঃ ব্লক ডাটা ম্যানেজার (Block Data Manager)
বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে 22,000 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে গ্রাজুয়েশন পাশ করে থাকতে হবে এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনে কমপক্ষে 1 বছরের ডিপ্লোমা কোর্স পাশ করে থাকতে হবে।
বয়সসীমাঃ আবেদনকারী প্রার্থীদের বয়স 01.01.2023 তারিখ অনুযায়ী 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
মোট শূন্যপদঃ 2 টি।
(3) পদের নামঃ ব্লক পাবলিক হেলথ ম্যানেজার (Block Public Health Manager)
বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে 35,000 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে লাইফ সাইন্স B.Sc ডিগ্রী পাশ করে থাকতে হবে। এছাড়াও MS Office এর জ্ঞান থাকতে হবে।
বয়সসীমাঃ আবেদনকারী প্রার্থীদের বয়স 01.01.2023 তারিখ অনুযায়ী 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
মোট শূন্যপদঃ 2 টি।
(4) পদের নামঃ ল্যাবরেটরি টেকনিশিয়ান (Laboratory Technician)
বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে 22,000 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ফিজিক্স কেমিস্ট্রি ও বায়োলজি বা ম্যাথমেটিক্স বিষয় নিয়ে উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং এর সঙ্গে DLT কোর্স পাশ করে থাকতে হবে।
বয়সসীমাঃ আবেদনকারী প্রার্থীদের বয়স 01.01.2023 তারিখ অনুযায়ী 19 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
মোট শূন্যপদঃ 5 টি।
(5) পদের নামঃ স্টাফ নার্স (Staff Nurse)
বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে 25,000 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে GNM কোর্স পাশ করে থাকতে হবে এবং INC দ্বারা রেজিস্ট্রিকৃত থাকতে হবে।
বয়সসীমাঃ আবেদনকারী প্রার্থীদের বয়স 01.01.2023 তারিখ অনুযায়ী 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
মোট শূন্যপদঃ 11 টি।
আরো চাকরি: যুব পেশাদার পদে চাকরি
(6) পদের নামঃ কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট (Community Health Assistant)
বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে 13,000 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ANM বা GNM কোর্স পাশ করে থাকতে হবে এবং WBNC দ্বারা রেজিস্ট্রিকৃত থাকতে হবে।
বয়সসীমাঃ আবেদনকারী প্রার্থীদের বয়স 01.01.2023 তারিখ অনুযায়ী 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
মোট শূন্যপদঃ 21 টি।
(7) পদের নামঃ ব্লক এপিডোমোলজিস্ট (Block Epidemiologis)
বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে 35,000 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে লাইফ সাইন্স বা এপিডোমায়োলজি বিষয়ে মাস্টার্স পাশ করে থাকতে হবে। এছাড়াও BAMS/BHMS/BUMS পাশ করে থাকলেও আবেদন করা যাবে।
বয়সসীমাঃ আবেদনকারী প্রার্থীদের বয়স 01.01.2023 তারিখ অনুযায়ী 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
মোট শূন্যপদঃ 2 টি।
আরো চাকরি: মিশন নির্মল বাংলা প্রকল্পে চাকরি
(8) পদের নামঃ মেডিকেল অফিসার (Medical Officer)
বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে 60,000 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে MBBS পাশ করে থাকতে হবে এবং INC দ্বারা রেজিস্ট্রিকৃত থাকতে হবে।
বয়সসীমাঃ আবেদনকারী প্রার্থীদের বয়স 01.01.2023 তারিখ অনুযায়ী 63 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
মোট শূন্যপদঃ 8 টি।
(9) পদের নামঃ স্পেশালিস্ট (Specialist)
বেতনঃ এই পদের জন্য সপ্তাহে 3 দিন কাজের ভিত্তিতে প্রতিদিনে 3000 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে MBBS পাশ করে থাকতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে পোস্ট গ্রেজুয়েশন বা DNB বা ডিপ্লোমা। প্রার্থীদের অবশ্যই WBNC দ্বারা রেজিস্ট্রিকৃত থাকতে হবে।
বয়সসীমাঃ আবেদনকারী প্রার্থীদের বয়স 01.01.2023 তারিখ অনুযায়ী 62 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
মোট শূন্যপদঃ
- Medicine – 2 টি।
- Pediatrics – 2 টি।
- G & O – 2 টি।
- Ophthalmologist – 2 টি।
আরো চাকরি: মাধ্যমিক পাশে দমকল কনস্টেবল পদে চাকরি
নিয়োগ পদ্ধতি
এখানে আবেদনকারী প্রার্থীদের নির্দিষ্ট পদের ক্ষেত্রে নির্দিষ্ট লিখিত পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি
স্বাস্থ্য দপ্তর থেকে প্রকাশিত উপরের সমস্ত পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। সকলেই নিজের স্মার্টফোন বা কম্পিউটারের মাধ্যমে নিজে থেকে আবেদন করে নিতে পারবেন। কিভাবে আবেদন করবেন তা নিচে বিস্তারিত আলোচনা করা হলো
- প্রথমে নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইট www.dakshindinajpurhealth.org এ প্রবেশ করতে হবে।
- অফিসিয়াল ওয়েবসাইটে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে সমস্ত তথ্য দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ করতে হবে।
- এরপরে নির্দিষ্ট আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করলে আবেদনপত্রটি সামনে চলে আসবে।
- এইবারে আপনি যেই পদের জন্য আবেদন করছেন সেই পদ অনুযায়ী সমস্ত তথ্য দিয়ে আবেদনপত্রটি ভালোভাবে পূরণ করুন।
- তারপরে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে।
- সবশেষে আবেদন ফি হিসেবে 100 টাকা বা 50 টাকা দিয়ে আবেদন প্রক্রিয়া শেষ করতে হবে।
আবেদন ফি
এখানে জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে 100 টাকা এবং সংরক্ষিত শ্রেণীর প্রার্থী অর্থাৎ SC/ST/OBC প্রার্থীদের ক্ষেত্রে 50 টাকা ধার্য করা হয়েছে।
আরো চাকরি: সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট পদে চাকরি
গুরুত্বপূর্ণ তারিখ
নোটিশ প্রকাশ | 06.01.2023 |
আবেদন শুরু | 18.01.2023 |
আবেদন শেষ | 01.02.2023 |
গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি (Important Links)
✅ কাজকর্ম WhatsApp গ্রুপ- Join Now
✅ অফিসিয়াল ওয়েবসাইট- Click Here
✅ অফিসিয়াল নোটিস- Download
✅ আবেদন করার লিংক- Click Here
✅ ডেইলি চাকরির আপডেট- Click Here