NIA তে ডাটা এন্ট্রি অপারেটর পদে চাকরি, 29 হাজার 200 টাকা করে মাসিক বেতন

NIA Data Entry Operator Recruitment 2023

কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (NIA) তে ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ করা হবে। এখানে ডেপুটেশনের ভিত্তিতে নিয়োগ করা হবে প্রার্থীদের। নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয়ে বিশদভাবে এই পোস্টটিতে আলোচনা করা হয়েছে, আরও জানতে এটি শেষ অবধি পড়ুন।

নোটিশ নং- E-78/001/Dep-DEO/NIA/2023/9/07

নোটিশ প্রকাশের তারিখ- 07/07/2023

নিয়োগের বিস্তারিত তথ্য

যে পদে নিয়োগ হবে

ডাটা এন্ট্রি অপারেটর / Data Entry Operator

শূন্যপদ

34 টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা

বর্তমানে সরকারি কর্মচারী এবং ইনফরমেশন টেকনোলজিতে ‘ও’ অথবা ‘এ’ সার্টিফিকেট থাকলেই এখানে আবেদন করা যাবে।

বয়সসীমা

সর্বোচ্চ 56 বছরের মধ্যে যাদের বয়স, তাঁরা এখানে আবেদন করতে পারবেন।

বেতনক্রম

নির্বাচিত প্রার্থীদের এখানে মাসিক 29,200-92,300 টাকা করে বেতন দেওয়া হবে।

নিয়োগ পদ্ধতি

ডেপুটেশনের ভিত্তিতে এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে।

নিয়োগ স্থান

দেশের সর্বত্রই পোস্টিং দেওয়া হতে পারে প্রার্থীদের।

আবেদন পদ্ধতি

অফলাইনে আবেদন করতে হবে। এর জন্য www.nia.gov.in/recruitment-notice.htm ওয়েবসাইটে গিয়ে বায়োডেটা ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট আউট বের করে নিতে হবে। তারপর নিজেদের তথ্য দিয়ে ফর্মটি ফিলাপ করতে হবে। এরপরে ফর্মটির সাথে প্রয়োজনীয় নথি সংযুক্ত করে ফর্মটিকে নীচের ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।

আবেদন পাঠাবার ঠিকানা

SP (Adm), NIA HQ, Opposite CCO Complex, Lodhi Road,
SHANKAR BRATA RAIMEDHILIPS Superintendent of Police National Investigation Agency
Ministry of Home Affairs
Govt. of India, New Delhi
New Delhi-110003

আবেদনের তারিখ

22 অগাস্ট, 2023 এখানে আবেদন করার শেষ দিন।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

✅ আবেদন করার ফর্ম: Download

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

Previous articleWBP জেল পুলিশ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল! মাসিক বেতন, আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানুন | WBP Warder Recruitment 2023
Next articleSTPI তে গ্রুপ-A, গ্রুপ-B এবং গ্রুপ-C পদে চাকরি! 11 সেপ্টেম্বর তারিখ অবধি আবেদন চলবে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here