কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সিতে (NIA) অনেক রকম শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। এখানে ডেপুটেশনের ভিত্তিতে ছেলে-মেয়ে উভয়কে নিয়োগ করা হবে। নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয়ে বিশদভাবে এই পোস্টটিতে আলোচনা করা হয়েছে, আরও জানতে এটি শেষ অবধি পড়ুন।
নিয়োগের বিস্তারিত তথ্য
নোটিশ নং- E-79/001/Depu-Scientific/NIA/2023/ 325
নোটিশ প্রকাশের তারিখ- 01/08/2023
যে পদে নিয়োগ হবে
1. Technical Forensic Psychologist
শূন্যপদ- 3 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- বর্তমানে সরকারি কর্মচারী এবং ক্লিনিকাল সাইকোলজি নিয়ে মাস্টার্স থাকলেই এখানে আবেদন করা যাবে।
বেতন- নির্বাচিত প্রার্থীদের এখানে মাসিক 56,100–1,77,500 টাকা করে বেতন দেওয়া হবে।
2. Finger Print Expert
শূন্যপদ- 2 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- বর্তমানে সরকারি কর্মচারী এবং ফরেন্সিক সায়েন্স নিয়ে মাস্টার্স থাকলেই এখানে আবেদন করা যাবে।
বেতন- নির্বাচিত প্রার্থীদের এখানে মাসিক 56,100–1,77,500 টাকা করে বেতন দেওয়া হবে।
3. Explosive Exert
শূন্যপদ- 2 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- বর্তমানে সরকারি কর্মচারী এবং ফরেন্সিক সায়েন্স নিয়ে মাস্টার্স থাকলেই এখানে আবেদন করা যাবে।
বেতন- নির্বাচিত প্রার্থীদের এখানে মাসিক 56,100 – 1,77,500 টাকা করে বেতন দেওয়া হবে।
4. Cyber Forensic Examiner
শূন্যপদ- 10 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- বর্তমানে সরকারি কর্মচারী এবং কম্পিউটার সায়েন্স / ইনফরমেশন টেকনোলজি নিয়ে মাস্টার্স থাকলেই এখানে আবেদন করা যাবে।
বেতনক্রম- নির্বাচিত প্রার্থীদের এখানে মাসিক 56,100 – 1,77,500 টাকা করে বেতন দেওয়া হবে।
5. Biology Expert
শূন্যপদ- 1 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- বর্তমানে সরকারি কর্মচারী এবং বায়োলজি/মাইক্রোবায়োলজি/জুওলজি/ বটানি নিয়ে মাস্টার্স থাকলেই এখানে আবেদন করা যাবে।
বেতনক্রম- নির্বাচিত প্রার্থীদের এখানে মাসিক Rs. 56,100–1,77,500 টাকা করে বেতন দেওয়া হবে।
6. Crime Scene Assistant
শূন্যপদ- 5 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- বর্তমানে সরকারি কর্মচারী এবং বায়োটেকনোলজি/ ফিজিক্স / কেমিস্ট্রি / ফরেন্সিক সায়েন্স নিয়ে মাস্টার্স থাকলেই এখানে আবেদন করা যাবে।
বেতন- নির্বাচিত প্রার্থীদের এখানে মাসিক 44,900-1,42,400 টাকা করে বেতন দেওয়া হবে।
7. Photographer
শূন্যপদ- 1 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- বর্তমানে সরকারি কর্মচারী এবং ফটোগ্রাফিতে ডিপ্লোমা করা থাকলেই এখানে আবেদন করা যাবে।
বেতন- নির্বাচিত প্রার্থীদের এখানে মাসিক 35,400-1,12,400 টাকা করে বেতন দেওয়া হবে।
বয়সসীমা
প্রতিটি পদের জন্য সর্বোচ্চ 56 বছর বয়স পর্যন্ত প্রার্থীরা আবেদন যোগ্য।
নিয়োগ পদ্ধতি
ডেপুটেশনের ভিত্তিতে এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে।
নিয়োগ স্থান
পদ অনুসারে যেসব জায়গায় পোস্টিং দেওয়া হতে পারে প্রার্থীদের, তা নীচের লিঙ্ক থেকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে জেনে নিন।
আবেদন পদ্ধতি
অফলাইনে আবেদন করতে হবে। এর জন্য www.nia.gov.in/recruitment-notice.htm ওয়েবসাইটে গিয়ে বায়োডেটা ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট আউট বের করে নিতে হবে। তারপর নিজেদের তথ্য দিয়ে ফর্মটি ফিলাপ করতে হবে। এরপরে ফর্মটির সাথে প্রয়োজনীয় নথি সংযুক্ত করে ফর্মটিকে নীচের ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।
আবেদন পাঠাবার ঠিকানা
SP (Adm), NIA HQ, Opposite CGO Complex, Lodhi Road, New Delhi-110003
আবেদনের সময়সীমা
15 সেপ্টেম্বর, 2023 এখানে আবেদন করার শেষ দিন।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ আবেদন করার ফর্ম: Download
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 আরো চাকরির আপডেট 👇👇
👉 রাজ্যে আয়ুশ সমিতিতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি
👉 রাজ্যে মুখ্যমন্ত্রীর ঘোষনা অনুযায়ী স্বাস্থ্য দপ্তরে নিয়োগ শুরু
👉 ভারত পেট্রোলিয়াম কর্পোরেশনে অ্যাপ্রেন্টিস পদে চাকরি
👉 ইন্টারভিউয়ের মাধ্যমে রেল বিকাশ নিগমে চাকরির বিজ্ঞপ্তি
👉 সেন্ট্রাল ওয়্যারহাউসিং কর্পোরেশনে বিভিন্ন পদে কর্মী নিয়োগ
👉 হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশনে চাকরির বিজ্ঞপ্তি