ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের অন্তর্গত NICED বা ন্যাশনাল ইনস্টিটিউট অফ কলেরা অ্যান্ড এন্ট্রিক ডিজিজ এর তরফ থেকে বিভিন্ন পদে স্থায়ী কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। গ্রুপ-C MTS, DEO সহ বিভিন্ন পদে নিয়োগ করা হবে।
ভালো বিষয় হলো এখানে আবেদনকারী প্রার্থীদের সরাসরি ইন্টারভিউ ও ডকুমেন্ট ভেরিফিকেশনে মাধ্যমে নিয়োগ করা হবে।
আপনি যদি এখানে আবেদন করতে ইচ্ছুক হন তাহলে নিচের প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখে নিন। আবেদন সংক্রান্ত যাবতীয় বিষয় অর্থাৎ পদের নাম, বেতন, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, শূন্যপদের সংখ্যা, আবেদন পদ্ধতি সহ সমস্ত তথ্য নিজের প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
NICED Group-C DEO, MTS Recruitment
অফিসিয়াল নোটিশ নম্বর: NICED/PC/01/MRHRU/2022-23/1133
নোটিশ প্রকাশের তারিখ: 13.01.2023
আবেদনের মাধ্যম: অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য
(1) পদের নামঃ ডাটা এন্ট্রি অপারেটর (Data Entry Operator- DEO)
বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে 20,000 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে। এর সঙ্গে যথেষ্ট কম্পিউটার কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমাঃ আবেদনকারী প্রার্থীর বয়স 30 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
মোট শূন্যপদঃ 1 টি।
(2) পদের নামঃ মাল্টি টাস্কিং স্টাফ (Multi Tasking Staff- MTS)
বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে 18,000 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করে থাকতে হবে।
বয়সসীমাঃ আবেদনকারী প্রার্থীর বয়স 25 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
মোট শূন্যপদঃ 1 টি।
(3) পদের নামঃ সাইন্টিস্ট C মেডিক্যাল (Scientists C Medical)
বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে 67,000 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে MBBS পাশ করে থাকতে হবে। এর সঙ্গে পোস্ট গ্রাজুয়েশন সহ 1 থেকে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমাঃ আবেদনকারী প্রার্থীর বয়স 45 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
মোট শূন্যপদঃ 1 টি।
(4) পদের নামঃ সাইন্টিস্ট C নন মেডিক্যাল (Scientists C Non Medical)
বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে 67,000 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাইক্রোবায়োলজি বা বায়োকেমিস্ট্রি বা বায়োটেকনোলজি বা লাইফ লাইন্স বিষয়ে গ্রাজুয়েশন পাশ করে থাকতে হবে। এর সঙ্গে পোস্ট গ্রাজুয়েশন সহ যথেষ্ট অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমাঃ আবেদনকারী প্রার্থীর বয়স 45 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
মোট শূন্যপদঃ 1 টি।
(5) পদের নামঃ টেকনিক্যাল অ্যাসিন্ট্যান্ট স্ট্যাটিসটিসিয়ান (Technical Assistant Statistician)
বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে 35,000 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্ট্যাটিক্সটিক্স বা বায়োস্ট্যাটিক্সটিক্স বা ম্যাথেমেটিক্স বিষয়ে গ্রাজুয়েশন পাশ করে থাকতে হবে। এর সঙ্গে পোস্ট গ্রাজুয়েশন পাশ করে থাকতে হবে এবং যথেষ্ট কাজের এক্সপেরিয়েন্স থাকতে হবে।
বয়সসীমাঃ আবেদনকারী প্রার্থীর বয়স 33 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
মোট শূন্যপদঃ 1 টি।
(6) পদের নামঃ টেকনিক্যাল অ্যাসিন্ট্যান্ট রিসার্চ (Technical Assistant Research)
বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে 20,000 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাইক্রো বায়োলজি বা বায়োকেমিস্ট্রি বা বায়োটেকনোলজি বা অন্যান্য লাইফ সাইন্স বিষয়ে গ্রাজুয়েশন পাশ করে থাকতে হবে। এর সঙ্গে মাস্টার্স ডিগ্রী সহ ওয়ার্ক এক্সপেরিয়েন্স থাকতে হবে।
বয়সসীমাঃ আবেদনকারী প্রার্থীর বয়স 30 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
মোট শূন্যপদঃ 1 টি।
(7) পদের নামঃ অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপোস (Assistant Multipurpose)
বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে 31,000 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যেকোনো শাখায় গ্রাজুয়েশন পাশ করে থাকতে হবে। এর সঙ্গে ফাইনান্স ও একাউন্টস জাতীয় কাজে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমাঃ আবেদনকারী প্রার্থীর বয়স 30 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
মোট শূন্যপদঃ 1 টি।
(8) পদের নামঃ টেকনিশিয়ান সি ল্যাবরেটরি টেকনিশিয়ান (Technician C Laboratory Technician)
বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে 20,000 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে। এর সঙ্গে মেডিকেল ল্যাব টেকনোলজি বিষয়ে ডিপ্লোমা পাশ করে থাকতে হবে।
বয়সসীমাঃ আবেদনকারী প্রার্থীর বয়স 30 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
মোট শূন্যপদঃ 1 টি।
নিয়োগ প্রক্রিয়া
ভার্চুয়াল (অনলাইন) এবং ফিজিক্যাল মোডের ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। অফিসিয়াল নোটিশ থেকে কোন পদে কোন মোডে ইন্টারভিউ হবে তা দেখে নিন।
আবেদন পদ্ধতি
এখানে সমস্ত ইচ্ছুক চাকরি প্রার্থীরা অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। স্পিড পোস্ট বা রেজিস্ট্রার পোস্ট বা নিজে হাতে গিয়ে আবেদনপত্র জমা করতে হবে। ঠিক কিভাবে আবেদন করতে হবে তা নিচে থেকে জেনে নিন।
(1) প্রথমে নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল বিজ্ঞপ্তিটি নিজের মোবাইলে বা কম্পিউটারে ডাউনলোড করতে হবে।
(2) অফিসিয়াল বিজ্ঞপ্তির 5 নম্বর পেজে দেওয়া আবেদনপত্রটিকে একটি A4 সাইজের পেপারে প্রিন্ট আউট করতে হবে।
(3) এরপরে নির্দিষ্ট পদ অনুযায়ী সমস্ত তথ্য দিয়ে আবেদনপত্রটিকে ভালোভাবে পূরণ করতে হবে।
(4) আবেদপত্রপূরণ করে নেবার পর শিক্ষাগত যোগ্যতা সহ সমস্ত প্রয়োজনীয় নথিপত্রগুলি জেরক্স করতে হবে এবং তার ওপর সই করে আবেদনপত্রের সঙ্গে যুক্ত করতে হবে।
(5) সবশেষে আবেদন পত্র এবং প্রয়োজনীয় নথিপত্র নিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে নিচের দেওয়া ঠিকানায় পাঠাতে হবে।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা
To The Director, ICMR-National Institute Of Cholera and Enteric Disease, P-33,C.I.T. Road, Scheme – XM, Beliaghata, Kolkata – 700010.
গুরুত্বপূর্ণ তারিখ
নোটিশ প্রকাশ | 13.01.2023 |
আবেদন শুরু | 13.01.2023 |
আবেদন শেষ | 02.02.2023 |
গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি (Important Links)
✅ কাজকর্ম WhatsApp গ্রুপ- Join Now
✅ অফিসিয়াল ওয়েবসাইট- Click Here
✅ অফিসিয়াল নোটিশ- Download
✅ ডেইলি চাকরির আপডেট- Click Here
🔥 আরো চাকরির আপডেট 👇👇
🎯 NLC-তে প্রচুর শূন্যপদে নিয়োগ
🎯 রাজ্যের বিভিন্ন পোস্ট অফিসে চাকরি
🎯 রাজ্যের দুর্গাপুর প্রজেক্টে চাকরি