ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি (NIELIT) হল একটি স্বায়ত্তশাসিত সায়েন্টিফিক সোসাইটি। এটি মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি (MeitY), সরকারের অধীনস্থ একটি সংস্থা। এখানে গ্রুপ সি, গ্রুপ বি পদে কর্মী নিয়োগ করা হবে। আবেদন প্রক্রিয়া, শূন্যপদ, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদির বিষয়ে এই প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
নোটিশ নং- A-12/4/2023-Administrator
নিয়োগের বিস্তারিত তথ্য
সব পদে নিয়োগ হবে
(1) Scientist C
শূন্যপদ- এখানে 1 টি শূন্যপদ রয়েছে।
(2) Scientist B
শূন্যপদ- এখানে 12 টি শূন্যপদ রয়েছে।
(3) ওয়ার্কশপ সুপারিন্টেনডেন্ট / Workshop Superintendent
শূন্যপদ- এখানে 2 টি শূন্যপদ রয়েছে।
(4) অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর / Assistant Director
শূন্যপদ- এখানে 1 টি শূন্যপদ রয়েছে।
(5) ডেপুটি ম্যানেজার / Deputy Manager
শূন্যপদ- এখানে 1 টি শূন্যপদ রয়েছে।
(6) প্রাইভেট সেক্রেটারি / Private Secretary
শূন্যপদ- এখানে 1 টি শূন্যপদ রয়েছে।
(7) সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট / Sr. Technical Assistant
শূন্যপদ- এখানে 7 টি শূন্যপদ রয়েছে।
(8) সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট / Sr. Technical Assistant (স্টোর)
শূন্যপদ- এখানে 2 টি শূন্যপদ রয়েছে।
(9) সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট / Sr. Technical Assistant (সিভিল)
শূন্যপদ- এখানে 2 টি শূন্যপদ রয়েছে।
(10) পার্সোনাল অ্যাসিস্টেন্ট / Personnel Assistant
শূন্যপদ- এখানে 1 টি শূন্যপদ রয়েছে।
(11) জুনিয়র অ্যাসিস্টেন্ট / Junior Assistant
শূন্যপদ- এখানে 5 টি শূন্যপদ রয়েছে।
(12) সিনিয়র অ্যাসিস্ট্যান্ট / Sr. Assistant
শূন্যপদ- এখানে 4 টি শূন্যপদ রয়েছে।
(13) সিনিয়র অ্যাসিস্ট্যান্ট / Sr. Assistant (অ্যাকাউন্টস)
শূন্যপদ- এখানে 1 টি শূন্যপদ রয়েছে।
(14) ড্রাইভার / Driver
শূন্যপদ- এখানে 1 টি শূন্যপদ রয়েছে।
(15) ইলেকট্রিশিয়ান / Electrician
শূন্যপদ- এখানে 1 টি শূন্যপদ রয়েছে।
(16) লাইব্রেরী অ্যাসিস্টেন্ট / Library Assistant
শূন্যপদ- এখানে 1 টি শূন্যপদ রয়েছে।
(17) মাল্টি টাস্কিং স্টাফ / Multi Tasking Staff
শূন্যপদ- এখানে 13 টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা
এখানে মোট 17 ধরনের পোস্ট আছে। প্রতিটি পদের জন্য আলাদা আলাদা যোগ্যতা চাওয়া হয়েছে। কোনো নির্দিষ্ট পদে আবেদন করার জন্য সেই পদের জন্য যে যোগ্যতা চাওয়া সম্পর্কে বিস্তারিত জানতে হলে নীচের লিঙ্কটি ক্লিক করে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করুন।
বয়সসীমা
প্রতিটি পদের জন্য বিভিন্ন বয়সসীমা রাখা হয়েছে। এর মধ্যে সর্বনিম্ন 18 বছর বয়স থেকে সর্বোচ্চ 35 বছর বয়সের মধ্যে যে সব যোগ্য প্রার্থী আছেন, তারা বয়স অনুসারে নির্দিষ্ট পদে আবেদন যোগ্য। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সে ছাড় দেওয়া হবে সরকারি নিয়মে।
বেতনক্রম
এখানে প্রতিটি পদ অনুয়ায়ী আলাদা পে স্কেল রয়েছে। সর্বনিম্ন পে লেভেল 1 থেকে সর্বোচ্চ পে লেভেল 10 পর্যন্ত পদ অনুসারে মাসিক বেতন দেওয়া হবে।
নিয়োগ পদ্ধতি
লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি
অনলাইনে আবেদন করার জন্য প্রার্থীদের https://www.nielit.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেদের রেজিস্টার করে তারপর নিজেদের তথ্য দিয়ে ফর্মটি ফিলাপ করতে হবে। এরপরে আবেদন মূল্য জমা দিয়ে ফর্মটি সাবমিট করতে হবে।
আবেদন মূল্য
পে লেভেল 10 বা তার বেশি:
জেনারেল , EWS এবং OBC পুরুষ প্রার্থীদের 800 টাকা এবং SC, ST, PWD, WOMEN প্রার্থীদের 400 টাকা করে আবেদন মূল্য বাবদ দিতে হবে।
পে লেভেল 7 বা তার কম:
জেনারেল , EWS এবং OBC পুরুষ প্রার্থীদের 600 টাকা এবং SC, ST, PWD, WOMEN প্রার্থীদের 300 টাকা করে আবেদন মূল্য বাবদ দিতে হবে।
আবেদনের তারিখ
আবেদন শেষ হবে – 14/08/2023
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ অনলাইনে আবেদন: Apply Now
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 আরো চাকরির আপডেট 👇👇
- রাজ্যের সমাজকল্যাণ বিভাগে গ্রুপ-C, D চাকরি
- রাজ্যে সমাজকল্যাণ দফতরে নতুন চাকরি
- ১১ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া
- ভারতীয় বায়ু সেনাবাহিনীতে অগ্নিবীর বায়ু পদে চাকরি
- রাজ্যে পৌরসভায় চাকরির বিজ্ঞপ্তি জারি