NIELIT তে গ্রুপ-C পদে চাকরি, 22 আগস্ট অবধি আবেদেন চলবে

nielit-group-c-recuitment-2023

ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি (NIELIT) হল একটি স্বায়ত্তশাসিত সায়েন্টিফিক সোসাইটি। এটি মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি (MeitY), সরকারের অধীনস্থ একটি সংস্থা। এখানে গ্রুপ-C পদে কর্মী নিয়োগ করা হবে। আবেদন প্রক্রিয়া, শূন্যপদ, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদির বিষয়ে এই প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

নোটিশ নং- NIELIT/NDL/STQC/2023/1)

নিয়োগের বিস্তারিত তথ্য

যে পদে নিয়োগ হবে

স্টাফ কার ড্রাইভার / Staff-Car Driver (গ্রুপ সি)

শূন্যপদ

এখানে 9 টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা

এখানে আবেদন করার জন্য প্রার্থীদের, যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ হতে হবে। সাথে মোটর গাড়ির জন্য একটি বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং কমপক্ষে তিন বছর মোটর গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা

এখানে মধ্যে সর্বনিম্ন 18 বছর বয়স থেকে সর্বোচ্চ 25 বছর বয়সের মধ্যে যে সব যোগ্য প্রার্থী আছেন, তারা আবেদন যোগ্য।

বেতনক্রম

পে লেভেল 2 অনুসারে মাসিক বেতন দেওয়া হবে।

নিয়োগ পদ্ধতি

লিখিত পরীক্ষা এবং স্কিল টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে। লিখিত পরীক্ষার সিলেবাস জানতে নীচের লিঙ্ক থেকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নিন।

নিয়োগের সময়সীমা

2 বছরের চুক্তিতে নিয়োগ করা হবে প্রার্থীদের।

আবেদন পদ্ধতি

অনলাইনে আবেদন করার জন্য প্রার্থীদের https://recruit-delhi.nielit.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেদের রেজিস্টার করে তারপর নিজেদের তথ্য দিয়ে ফর্মটি ফিলাপ করতে হবে। এরপরে আবেদন মূল্য জমা দিয়ে ফর্মটি সাবমিট করতে হবে।

আবেদন মূল্য

জেনারেল, EWS এবং OBC পুরুষ প্রার্থীদের 300 টাকা এবং SC, ST, PWD, WOMEN প্রার্থীদের কোনো টাকা আবেদন মূল্য বাবদ দিতে হবে না।

আবেদনের তারিখ

আবেদন শেষ হবে 22/08/2023 তারিখ।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

✅ অনলাইনে আবেদন: Apply Now

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

Previous articleরাজ্যে সমাজকল্যাণ বিভাগে অনেকগুলি পদে কর্মী নিয়োগ, মাসিক বেতন 33 হাজার 100 টাকা
Next article600 এর বেশি শূন্যপদে মেট্রো রেলে চাকরি! পদের নাম, বেতন, আবেদন প্রক্রিয়া দেখুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here