ন্যাশনাল ইন্সটিটিউট অফ ফ্যাশন টেকনোলজি (NIFT) কোলকাতাতে গ্রুপ-C বিভিন্ন পদে শুন্যপদ পুরনের জন্য একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি হয়েছে। আসিস্ট্যান্ট ওয়ার্ডেন, ল্যাব অ্যাসিস্ট্যান্ট সহ আরো কিছু গ্রুপ-C পদে নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের ২৩ টি জেলা থেকেই এই চাকরি গুলির জন্য আবেদন করা যাবে। তাই আর বেশি কথা না বাড়িয়ে এই চাকরির নিয়োগের সমস্ত তথ্য জানিয়ে দেওয়া হল।
NIFT Kolkata Recruitment 2022
নোটিশ নম্বরঃ 01/2022-Estt(NIFT Kol)
নোটিশ প্রকাশের তারিখঃ 10.02.2022
যেসমস্ত পদে নিয়োগ করা হবেঃ
(1) অ্যাসিস্ট্যান্ট- ফাইনান্স অ্যান্ড অ্যাকাউন্টিং (Assistant- Finance & Accounts)
(2) অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ডেন (Assistant Warden)
(3) স্টেনোগ্রাফার গ্রেড-III (Stenographer Grade III)
(4) নার্স (Nurse)
(5) ল্যাব অ্যাসিস্ট্যান্ট (Lab Assistant)
নিয়োগের বিস্তারিত তথ্য (Post Details)
(1) পদের নাম- অ্যাসিস্ট্যান্ট (ফাইনান্স অ্যান্ড অ্যাকাউন্টিং)
বেতন- পে লেভেল 4 অনুযায়ী প্রতি মাসে 25,500 – 81,100 টাকা।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃতিপ্রাপ্ত ইউনিভার্সিটি থেকে কমার্স বিষয়ে গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে। সেইসাথে ফাইনান্স এবং অ্যাকাউন্টস বিষয়ক কাজের দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
শুন্যপদ- 1 টি
(2) পদের নাম- অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ডেন (মেয়েদের জন্য)
বেতন- পে লেভেল 4 অনুযায়ী প্রতি মাসে 25,500 – 81,100 টাকা।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃতিপ্রাপ্ত ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন পাশ করতে হবে।
শুন্যপদ- 1 টি
(3) পদের নাম- স্টেনোগ্রাফার গ্রেড-III
বেতন- পে লেভেল 4 অনুযায়ী প্রতি মাসে 25,500 – 81,100 টাকা।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃতিপ্রাপ্ত ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন পাশ করতে হবে। শর্টহ্যান্ডে প্রতি মিনিটে ৮০ টি শব্দ এবং কম্পিউটারে প্রতি মিনিটে ৪০ (চল্লিশ) টি শব্দ টাইপ করতে পারতে হবে। সেইসাথে দুই বছরের কাজের অভিজ্ঞতা।
শুন্যপদ- 1 টি
(4) পদের নাম- নার্স
বেতন- পে লেভেল 4 অনুযায়ী প্রতি মাসে 25,500 – 81,100 টাকা।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃতিপ্রাপ্ত ইউনিভার্সিটি থেকে নার্সিং-এ B.Sc (অনার্স) অথবা B.Sc রেগুলার কোর্স করা থাকতে হবে। রাজ্য নার্সিং কাউন্সিলে নার্স হিসেবে রেজিস্টার থাকতে হবে। সেইসাথে ৫০ বেডের হসপিটালে ছয় মাসের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
শুন্যপদ- 1 টি
(5) পদের নাম- ল্যাব অ্যাসিস্ট্যান্ট
বেতন- পে লেভেল 2 অনুযায়ী প্রতি মাসে 19,900 – 63,200 টাকা।
শুন্যপদ- 7 টি
বয়সসীমাঃ প্রতিটি পদের ক্ষেত্রেই আবেদনকারীর বয়স 27 বছরের কম হতে হবে। SC, ST শ্রেনিরা ৫ বছরের এবং OBC শ্রেনিরা ৩ বছরের ছাড় পাবেন।
নিয়োগ প্রক্রিয়াঃ লিখিত পরীক্ষা/ স্কিল টেস্ট/ কম্পিটেন্সি (Competency) টেস্ট এর মাধ্যমে নিয়োগ করা হবে।
আবেদন প্রক্রিয়াঃ
Step-1 NIFT কোলকাতার অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করার ফর্ম ডাউনলোড করতে হবে। (নিচের লিংকে ক্লিক করেও আবেদন করার ফর্ম ডাউনলোড করা যাবে)।
Step-2 ফর্মটি A4 মাপের পেজে প্রিন্ট করতে হবে।
Step-3 প্রিন্ট করার হলে ফর্মটি সঠিক তথ্য দিয়ে ফিল আপ করতে হবে।
Step-4 ফর্মের সাথে দরকারি নথিপত্রের জেরক্স জুড়ে দিতে হবে।
Step-5 তারপর সেগুলিকে একটি একটি খামে ভরতে হবে।
Step-6 খামের উপরে লিখতে হবে- “Application for the post of ______________”. (ফাঁকা জায়গায় যেপদের জন্য আবেদন করা হচ্ছে সেটির নাম লিখতে হবে)।
Step-7 সবশেষে আবেদনপত্র সহ ঐ খামটি নিচের ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।
আবেদন ফিঃ 590 টাকা আবেদন ফি লাগবে। ডিমান্ড ড্রাফটের মাধ্যমে আবেদন ফি জমা করতে হবে। SC/ST/PWD/মহিলা আবেদনকারীদের জন্য আবেদন ফি লাগবে না।
গুরুত্বপূর্ণ তারিখ | |
নোটিশ প্রকাশ | 10.02.2022 |
আবেদন শুরু | 10.02.2022 |
আবেদন শেষ | 11.03.2022 |
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
আরো চাকরির আপডেট-
- রাজ্যের আইনি দপ্তরে গ্রুপ-D কর্মী নিয়োগ
- রাজ্যের গ্রাম পঞ্চায়েতে GRS পদে চাকরি
- রাজ্যের রামকৃষ্ণ মিশনে চাকরি