কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য গবেষণা বিভাগের অন্তর্গত ন্যাশনাল ইন্সটিটিউট অফ ম্যালেরিয়া রিসার্চে (NIMR) তিন ধরনের শূন্য পদে কর্মী নিয়োগ হবে জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
রাজ্যের তো বটেই, সাথে দেশের সমস্ত যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। আবেদন করতে হবে অনলাইনে। নিয়োগ সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য এই প্রতিবেদনটি পড়ুন।
নোটিশ নং- NIMR/Tech/01/2023
নোটিশ প্রকাশ- 22.06.2023
নিয়োগের বিস্তারিত তথ্য
1) পদের নাম- টেকনিক্যাল অ্যাসিটেন্ট / Technical Assistant
শূন্যপদ
এখানে 26 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা
এখানে আবেদন করার জন্য প্রার্থীদের Electrical Engineering / MLT / Life Science / Veterinary Science / Pharmacology নিয়ে গ্র্যাজুয়েশন ডিগ্রি করে থাকতে হবে।
বয়সসীমা
এখানে আবেদন করার জন্য সর্বোচ্চ 30 বছরের মধ্যে যাদের বয়স, সেই সব প্রার্থীরা আবেদন যোগ্য।
বেতনক্রম
প্রার্থীদেরকে মাসিক 35,400-1,12,400 টাকা বেতন বাবদ দেওয়া হবে।
2) পদের নাম- টেকনিশিয়ান / Technician – 1
শূন্যপদ
এখানে মোট 49 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা
এখানে আবেদন করার জন্য প্রার্থীদের নূন্যতম 55 % নম্বর নিয়ে সায়েন্স বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে। এর সাথে এক বছরের MLT / Computer এ ডিপ্লোমা করে থাকতে হবে।
বয়সসীমা
সর্বোচ্চ 28 বছরের মধ্যে যাদের বয়স, সেই সব প্রার্থীরা এখানে আবেদন যোগ্য।
বেতনক্রম
প্রার্থীদেরকে মাসিক 19,900-63,200 টাকা বেতন বাবদ দেওয়া হবে।
3) পদের নাম- ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট / Laboratory Attendant-1
শূন্যপদ
এখানে 4 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা
এখানে আবেদন করার জন্য প্রার্থীদের মাধ্যমিক পাশের সাথে সরকারি অথবা সরকার স্বীকৃত কোনো ল্যাবে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা
এখানে আবেদন করার জন্য সর্বোচ্চ 25 বছরের মধ্যে যাদের বয়স, সেই সব প্রার্থীরা আবেদন যোগ্য।
বেতনক্রম
প্রার্থীদেরকে মাসিক 18,000-56,900 টাকা বেতন বাবদ দেওয়া হবে।
নিয়োগ পদ্ধতি
এখানে একটি লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের নির্বাচিত করা হবে। সিলেবাস জানার জন্য নীচের অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নিন।
নিয়োগের সময়সীমা
1 বছরের চুক্তিতে এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি
এখানে আবেদন করতে হবে অফলাইনে। আবেদন করার জন্যে নীচের লিঙ্কটি ক্লিক করে অফিসিয়াল আবেদনপত্রটি ডাউনলোড করে নিতে হবে। সেটি প্রিন্ট করিয়ে নিজেদের তথ্য দিয়ে আবেদনপত্রের ফর্মটি ফিলাপ করতে হবে। ফর্মের সাথে প্রয়োজনীয় নথি অর্থাৎ, পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতা সংযুক্ত করতে হবে। এরপর নিজেদের পাসপোর্ট সাইজের ছবি এবং সাইন সঠিক জায়গায় বসিয়ে আবেদনপত্রের ফর্মটি পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে নীচের ঠিকানায়। সাথে জুড়ে দিতে হবে আবেদন মূল্যের একটি ডিমান্ড ড্রাফট।
আবেদন জমা দেওয়ার ঠিকানা
“The Director, National Institute of Malaria Research, Sector-8, Dwarka, New Delhi-110077
আবেদন মূল্য
কেবলমাত্র GEN, OBC, EWS পুরুষ প্রার্থীদের 300 টাকা করে আবেদন মূল্য বাবদ জমা দিতে হবে।
আবেদনের তারিখ
21 জুলাই, 2023 তারিখ পর্যন্ত এখানে আবেদন করা যাবে।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ অনলাইনে আবেদন: Apply Now
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 আরো চাকরির আপডেট 👇👇
- OBC, SC, ST প্রার্থীদের জন্য কর্মসংস্থান
- রাজ্যে আদালতে গ্রুপ- C পদে চাকরি
- মাধ্যমিক পাশে NPCIL এ অ্যাপ্রেন্টিস নিয়োগ
- BECIL সংস্থায় অ্যাসিস্ট্যান্ট পদে চাকরি