NIOS এ গ্রুপ-এ, বি, সি পদে নিয়োগের বিজ্ঞপ্তি! 21 ডিসেম্বর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন চলবে

NIOS Group-A B C posts recruitment 2023

ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং (এনআইওএস) হল ভারত সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এখানে গ্রুপ-এ, বি, সি পদে কর্মী নিয়োগ করা হবে। ইচ্ছুক প্রার্থীদের অনলাইনে আবেদন জানাতে হবে। আরও বিশদে জানুন এই প্রতিবেদনে।

নিয়োগের বিস্তারিত তথ্য

যে পদে নিয়োগ করা হবে

গ্রুপ-এ পদগুলি নিম্নরূপ:

1. Deputy Director

শূন্যপদ- 2 টি শূন্যপদ রয়েছে।

বেতন- মাসিক 78800-209200 টাকা বেতন দেওয়া হবে।

2. Assistant Director

শূন্যপদ- 2 টি শূন্যপদ রয়েছে।

বেতন- মাসিক 67700-208700 টাকা বেতন দেওয়া হবে।

3. Academic Officer

শূন্যপদ- 4 টি শূন্যপদ রয়েছে।

বেতন- মাসিক 56100-177500 টাকা বেতন দেওয়া হবে।

গ্রুপ-বি পদগুলি নিম্নরূপ:

4. Section Officer

শূন্যপদ- 2 টি শূন্যপদ রয়েছে।

বেতন- মাসিক 44900-14240 টাকা বেতন দেওয়া হবে।

5. Public Relation Officer

শূন্যপদ- 1 টি শূন্যপদ রয়েছে।

বেতন- মাসিক 44900-14240 টাকা বেতন দেওয়া হবে।

6. EDP Supervisor

শূন্যপদ- 21 টি শূন্যপদ রয়েছে।

বেতন- মাসিক 35400-112400 টাকা বেতন দেওয়া হবে।

7. Graphic Artist

শূন্যপদ- 1 টি শূন্যপদ রয়েছে।

বেতন- মাসিক 35400-112400 টাকা বেতন দেওয়া হবে।

8. Junior Engineer

শূন্যপদ- 1 টি শূন্যপদ রয়েছে।

বেতন- মাসিক 35400-112400 টাকা বেতন দেওয়া হবে।

গ্রুপ-সি পদগুলি নিম্নরূপ:

9. Assistant

শূন্যপদ- 4 টি শূন্যপদ রয়েছে।

বেতন- মাসিক 25500-81100 টাকা বেতন দেওয়া হবে।

10. Stenographer

শূন্যপদ- 3 টি শূন্যপদ রয়েছে।

বেতন- মাসিক 25500-81100 টাকা বেতন দেওয়া হবে।

11. Junior Assistant

শূন্যপদ- 10 টি শূন্যপদ রয়েছে।

বেতন- মাসিক 19900-63200 টাকা বেতন দেওয়া হবে।

12. Multi Tasking Staff

শূন্যপদ- 11 টি শূন্যপদ রয়েছে।

বেতন- মাসিক 18000-56900 টাকা বেতন দেওয়া হবে।

যোগ্যতা

প্রতিটি পদের জন্য আলাদা আলাদা করে যোগ্যতা চাওয়া হয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানতে নীচের লিঙ্ক থেকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নিন।

বয়সসীমা

সর্বোচ্চ 55 বছরের মধ্যে যাদের বয়স তারা এখানে আবেদন করতে পারবেন।

নিয়োগ পদ্ধতি

  • গ্রুপ এ এবং বি পদগুলির জন্য লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের নির্বাচিত করা হবে।
  • অন্যদিকে, গ্রুপ সি পদের জন্য কেবলমাত্র লিখিত পরীক্ষার ভিত্তিতে প্রার্থীদের নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি

অনলাইনে আবেদন করতে হবে। এর জন্য https://nios.cbt-exam.in ওয়েবসাইটে গিয়ে নিজেদের রেজিস্টার করে তারপর নিজেদের সমস্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্মটি ফিলাপ করতে হবে। পাসপোর্ট ছবি এবং সাক্ষর সঠিক ভাবে আপলোড করার পরে আবেদন মূল্য জমা দিয়ে ফর্মটি সাবমিট করতে হবে।

আবেদন মূল্য

পদ অনুসারে বিভিন্ন রকমের আবেদন মূল্য রয়েছে এখানে। প্রার্থীদের নিজেদের শ্রেণী অনুসারে, আবেদন করা পদের জন্য ধার্য্য আবেদন মূল্য দিতে হবে।

আবেদনের সময়সীমা

  • 30/11/2023 তারিখ থেকে এখানে আবেদন শুরু হচ্ছে।
  • 21/12/2023 এখানে অনলাইনে আবেদন করার শেষ দিন।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

✅ অনলাইনে আবেদন: Apply Now

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

👉 সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়োগ, লিখিত পরীক্ষা ছাড়াই ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ

👉 8283 শূন্যপদে স্টেট ব্যাঙ্কে জুনিয়র অ্যাসোসিয়েট পদে নিয়োগ, 07 ডিসেম্বর অবধি আবেদন চলবে

👉 ফুড সেফটি অথোরিটিতে চাকরির বিজ্ঞপ্তি, ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ

👉 আয়কর দপ্তরে ডিরেক্টর সহ বিভিন্ন পদে চাকরি, 28 ডিসেম্বর পর্যন্ত আবেদন চলবে

👉 রাজ্যের ২৫৩ টি B.Ed কলেজ বাতিল, এই নিয়ে কী বললেন শিক্ষামন্ত্রী?

Previous articleসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়োগ, লিখিত পরীক্ষা ছাড়াই ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ
Next article906 শূন্যপদে এয়ারপোর্টে সিকিউরিটি স্ক্রিনার পদে নিয়োগ, 30 হাজার টাকা মাসিক বেতন | Airport New Recruitment 2023

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here