ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেকনোলজি দুর্গাপুর (NIT Durgapur) থেকে বিভিন্ন পদে নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ভারতীয় নাগরিক হলেই আমাদের পশ্চিমবঙ্গ থেকে ছেলে এবং মেয়ে উভয়েই তাদের যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবে।
কোন কোন পদে নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, মোট শুন্যপদের সংখ্যা এবং ইচ্ছুক প্রার্থীরা কিভাবে আবেদন করবে তা বিশদে জেনে নিন।
নোটিশ নম্বরঃ NITD/Estt./02/10/Non-Teaching/2022
নোটিশ প্রকাশের তারিখঃ 06.04.2022
আবেদনের মাধ্যমঃ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমাঃ
(1) পদের নাম- টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট
বয়সসীমা- বয়সের উর্ধসীমা হতে হবে 30 বছর
শিক্ষাগত যোগ্যতা- ফার্স্ট ক্লাস পেয়ে B.E. /B.Tech./MCA এর ডিগ্রি করা থাকতে হবে।
(2) পদের নাম- সিনিয়র টেকনিশিয়ান
বয়সসীমা- বয়সের উর্ধসীমা হতে হবে 33 বছর
শিক্ষাগত যোগ্যতা- কমপক্ষে ৬০% নম্বর সহ বিজ্ঞান বিভাগ সহ উচ্চমাধ্যমিক পাশ করতে হবে।
(3) পদের নাম- টেকনিশিয়ান
বয়সসীমা- বয়সের উর্ধসীমা হতে হবে 27 বছর
শিক্ষাগত যোগ্যতা- কমপক্ষে ৬০% নম্বর সহ বিজ্ঞান বিভাগ সহ উচ্চমাধ্যমিক পাশ করতে হবে।
(4) পদের নাম- লাইব্রেরি অ্যান্ড ইনফর্মেশন অ্যাসিস্ট্যান্ট
বয়সসীমা- বয়সের উর্ধসীমা হতে হবে 30 বছর
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃতিপ্রাপ্ত ইউনিভার্সিটি অথবা প্রতিষ্ঠান থেকে Science /Arts/ Commerce এর গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে।
(5) পদের নাম- জুনিয়র ইঞ্জিনিয়ার
বয়সসীমা- বয়সের উর্ধসীমা হতে হবে 30 বছর
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃতিপ্রাপ্ত ইউনিভার্সিটি অথবা প্রতিষ্ঠান থেকে ফার্স্ট ক্লাস পেয়ে B.E. / B. Tech. in Civil/Electrical Engineering করতে হবে।
(6) পদের নাম- SAS অ্যাসিস্ট্যান্ট
বয়সসীমা- বয়সের উর্ধসীমা হতে হবে 30 বছর
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃতিপ্রাপ্ত ইউনিভার্সিটি অথবা প্রতিষ্ঠান থেকে ফিজিকাল এডুকেশন বিষয়ে গ্র্যাজুয়েশন ডিগ্রি করা থাকতে হবে।
(7) পদের নাম- সুপারিন্টেন্ড্যান্ট
বয়সসীমা- বয়সের উর্ধসীমা হতে হবে 30 বছর
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃতিপ্রাপ্ত ইউনিভার্সিটি অথবা প্রতিষ্ঠান থেকে ফার্স্ট ক্লাস ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে।
(8) পদের নাম- পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট
বয়সসীমা- বয়সের উর্ধসীমা হতে হবে 30 বছর
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃতিপ্রাপ্ত ইউনিভার্সিটি অথবা প্রতিষ্ঠান থেকে ফার্স্ট ক্লাস ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে। সেইসাথে স্টেনোগ্রাফিতে প্রতি মিনিটে 100 টি শব্দ টাইপ করতে পারতে হবে।
(9) পদের নাম- স্টেনোগ্রাফার
বয়সসীমা- বয়সের উর্ধসীমা হতে হবে 27 বছর
শিক্ষাগত যোগ্যতা- উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। সেইসাথে স্টেনোগ্রাফিতে প্রতি মিনিটে 80 (আশি) টি শব্দ টাইপ করতে পারতে হবে।
(10) পদের নাম- সিনিয়র অ্যাসিস্ট্যান্ট
বয়সসীমা- বয়সের উর্ধসীমা হতে হবে 33 বছর
শিক্ষাগত যোগ্যতা- উচ্চমাধ্যমিক পাশ হতে হবে এবং কম্পিউটারে প্রতি মিনিটে 35 টি শব্দ টাইপ করতে পারতে হবে। সেইসাথে কম্পিউটারে Word Processing এবং Spread Sheet এর কাজ জানতে হবে।
(11) পদের নাম- জুনিয়র অ্যাসিস্ট্যান্ট
বয়সসীমা- বয়সের উর্ধসীমা হতে হবে 27 বছর
শিক্ষাগত যোগ্যতা- উচ্চমাধ্যমিক পাশ হতে হবে এবং কম্পিউটারে প্রতি মিনিটে 35 টি শব্দ টাইপ করতে পারতে হবে। সেইসাথে কম্পিউটারে Word Processing এবং Spread Sheet এর কাজ জানতে হবে।
(12) পদের নাম- ল্যাব অ্যাটেন্ড্যান্ট
বয়সসীমা- বয়সের উর্ধসীমা হতে হবে 27 বছর
শিক্ষাগত যোগ্যতা- বিজ্ঞান বিভাগ নিয়ে উচ্চমাধ্যমিক পাশ করতে হবে।
(13) পদের নাম- অফিস অ্যাটেন্ড্যান্ট
বয়সসীমা- বয়সের উর্ধসীমা হতে হবে 27 বছর
শিক্ষাগত যোগ্যতা- বিজ্ঞান বিভাগ নিয়ে উচ্চমাধ্যমিক পাশ করতে হবে।
বেতনঃ বিভিন্ন পোষ্ট অনুযায়ী পে লেভেল 1, 3, 4, 6, 7 অনুযায়ী প্রতি মাসে বেতন দেওয়া হবে।
শুন্যপদঃ মোট 106 টি শুন্যপদে নিয়োগ করা হবে।
আবেদন প্রক্রিয়াঃ
NIT Durgapur এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার ওয়েবসাইটটি হল- nitdgp.ac.in। আবেদন করার লিংকে ক্লিক করার পর পোষ্ট অনুযায়ী আবেদন করার মেন পেজ খুলে যাবে।
যে পদের জন্য আবেদন করতে ইচ্ছুক সেই পদের নামের ডান দিকে Apply Now লেখার উপর ক্লিক করতে হবে। এরপর রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করা হয়ে গেলে দরকারি তথ্য পুরন করে শেষে আবেদন করার ফি জমা দিয়ে আবেদন প্রক্রিয়া শেষ করতে হবে।
আবেদন ফিঃ
গুরুত্বপূর্ণ তারিখ | |
নোটিশ প্রকাশ | 06 April 2022 |
আবেদন শুরু | 06 April 2022 |
আবেদন শেষ | 29 April 2022 |
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update