দুর্গাপুর NIT অর্থাৎ ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেকনোলজি, দুর্গাপুরে SERB এর ফান্ডে একটি প্রোজেক্টে রিসার্চ অ্যাসোসিয়েট পদে প্রার্থী নিয়োগ করা হবে। প্রার্থীকে প্রথমে এক বছরের জন্য নিয়োগ করা হবে, সন্তোষজনক পারফরম্যান্স হলে চুক্তির মেয়াদ বাড়িয়ে আরও এক বছর করা হবে। নিয়োগের বিস্তারিত তথ্য নিচে থেকে দেখে নিন।
NIT Durgapur SERB Project Recruitment
যে পদে নিয়োগ হবে
রিসার্চ অ্যাসোসিয়েট-II (Research Associate II- RA II)
শূন্যপদ
এখানে মোট 1 টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা
Electrochemistry/Chemistry/Chemical Engg./Energy Science & Engg./Physics/Materials science এ PhD করে থাকতে হবে প্রার্থীদের। সাথে 1 থেকে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। SEM, TEM, XRD, UV- DRS, AFM, XPS, BET টেকনোলজিতে দক্ষতা থাকতে হবে। সাথে পাবলিশ করা থিসিস এবং ভালো লেখার দক্ষতাও যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে।
বয়সসীমা
বিজ্ঞপ্তিতে কোনও বয়সসীমার কথা উল্লেখ করা হয়নি। তাই যোগ্য ইচ্ছুক সকল প্রার্থীরাই এখানে আবেদন করতে পারেন।
বেতনক্রম
প্রার্থীদের এখানে মাসিক 49,000/-+ HRA বেতন বাবদ দেওয়া হবে।
নিয়োগ পদ্ধতি
এখানে প্রার্থীদের একটি অনলাইন ইন্টারভিউয়ের মাধ্যমে শর্ট লিস্টেড করা হবে। তাদের মধ্য থেকে যোগ্য প্রার্থী বাছাই করে নিয়গ করা হবে।
আবেদন পদ্ধতি
অফলাইনে আবেদন করতে হবে এখানে। এর জন্য প্রার্থীদের একটি পিডিএফ ফাইল মেল করে পাঠাতে হবে। মেলের সাবজেক্ট হবে “Application for Research Associate II”।
মেল করা পিডিএফে থাকবে
(1) আপনি কেন এই পোস্টের জন্য উপযুক্ত তা ব্যাখ্যা করে একটি কভার লেটার৷
(2) আপডেটেড CV সাথে দুই জন একাডেমিক রেফারির নাম ও কন্টাক্ট।
(3) আপনার প্রকাশিত জার্নাল প্রকাশনার প্রথম পৃষ্ঠা (যদি থাকে)।
মেল পাঠাতে হবে
Prof. Amit K. Chakraborty Professor, Department of Physics & Professor-in-Charge, Centre of Excellence in Advanced Materials National Institute of Technology Durgapur Durgapur 713209, West Bengal, India.
E-mail: [email protected]
আবেদনের সময়সীমা
8 এপ্রিল 2023 তারিখের মধ্যে আবেদন করে ফেলতে হবে প্রার্থীদের।
ইন্টারভিউয়ের সম্ভাব্য তারিখ- April 19, 2023
নিয়োগের সম্ভাব্য তারিখ- May 1, 2023
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
অফিসিয়াল নোটিশ: Download
অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
আরো চাকরির আপডেট
- রাজ্যের ডিস্ট্রিক্ট প্ল্যানিং সেকশনে বিভিন্ন গ্রুপ-C চাকরি
- মাধ্যমিক পাশে এয়ারপোর্টে চাকরি
- রাজ্যের বিভিন্ন দফতরে মোট ৩০০০ শূন্যপদে নিয়োগ