ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনিক্যাল টিচার্স ট্রেনিং অ্যান্ড রিসার্চ, কলকাতাতে 5 টি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে। সাথে প্রজেক্ট ম্যানেজার এবং পোটেনশিয়াল এন্টাপ্রনারও নিয়োগ করা হবে প্রতিষ্ঠানের গুয়াহাটি ক্যাম্পাসে। এখানের সব পদগুলি চুক্তিভিত্তিক।
নিয়োগের বিস্তারিত তথ্য
নোটিশ নং- 04/2023-24
যে পদে নিয়োগ করা হবে
1. রিসার্চ অ্যাসিস্ট্যান্ট / Research Assistant
শূন্যপদ- 5 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- আবেদন করার জন্য প্রার্থীদের CSE/IT তে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। অথবা M.Tech সহ দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অথবা, Mechanical Engineering/Manufacturing Technology/Material Science and Engineering/Metallurgy/Nano Science & Nanotechnology তে স্পেশালাইজেশন সহ M.Tech করে থাকতে হবে। অথবা, Computer Science নিয়ে M.Tech করে থাকতে হবে। অথবা, Structural Engineering নিয়ে M.Tech করে থাকতে হবে।
বয়সসীমা- 40 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন।
চুক্তির মেয়াদ- 2 বছরের চুক্তিতে প্রার্থীদের নিয়োগ করা হবে।
মাসিক বেতন- প্রথম বছরে 32,000 এবং দ্বিতীয় বছরে 35,000 টাকা করে বেতন দেওয়া হবে প্রার্থীদের।
2. প্রজেক্ট ম্যানেজার / Project Manager
শূন্যপদ- 1 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- আবেদন করার জন্য প্রার্থীদের Civil/Computer Science/Mechanical/
Electrical Engineering/Technology তে মাস্টার্স ডিগ্রি, অথবা, Civil/Computer Science/Mechanical/Electrical Engineering এ ডক্টোরাল ডিগ্রি থাকতে হবে।
চুক্তির মেয়াদ- 1 বছরের চুক্তিতে প্রার্থীদের নিয়োগ করা হবে।
মাসিক বেতন- মাসিক 50,000 টাকা করে প্রার্থীদের বেতন দেওয়া হবে।
3. এন্টাপ্রনার ট্রেনি / Entrepreneur Trainees
শূন্যপদ- 9 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনো ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা অথবা B.Tech ডিগ্রি পাশ থাকতে হবে। সাথে সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকলে মিলবে অগ্রাধিকার।
চুক্তির মেয়াদ- 1 বছরের চুক্তিতে প্রার্থীদের নিয়োগ করা হবে।
মাসিক বেতন- মাসিক 25,000 টাকা করে প্রার্থীদের বেতন দেওয়া হবে।
আবেদন পদ্ধতি
এখানে অফলাইন মাধ্যমে আবেদন করতে হবে। এর জন্য প্রার্থীদের সিভি, প্রয়োজনীয় নথি, ছবি এবং স্বাক্ষর সংযুক্ত করে পাঠিয়ে দিতে করতে হবে নীচের ঠিকানায়।
আবেদন পাঠাবার ঠিকানা
Director, National Institute of Technical Teachers Training & Research,
Kolkata, Block – FC, Sector – III, Salt Lake City, Kolkata – 700106
প্রয়োজনীয় নথি
1. রঙিন পাসপোর্ট সাইজের ছবি
2. সিভি
3. প্রয়োজনীয় নথি
আবেদনের সময়সীমা
11/09/2023 তারিখ এখানে আবেদন করার শেষ দিন।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 আরো চাকরির আপডেট 👇👇
👉 মাধ্যমিক পাশে ভারতীয় রেলে 2409 টি শূন্যপদে অ্যাপ্রেন্টিসে নিয়োগ
👉 7547 টি শূন্যপদে SSC কনস্টেবল চাকরির বিজ্ঞপ্তি
👉 রাজ্যে CNMC তে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো
👉 টাটা মেমোরিয়াল সেন্টারে ক্লার্ক, গ্রুপ-C এবং গ্রুপ-D পদে কর্মী নিয়োগ
👉 ইন্ডিয়ান কোস্ট গার্ডে গ্রুপ-A পদে চাকরি