কেন্দ্রীয় শিক্ষা দপ্তরে নিয়োগ 2022, এই চাকরির জন্য প্রতি মাসে বেতন ২৫ হাজার টাকা (Apply now)

NITTTR Kolkata Recruitment 2022

ভারত সরকার পরিচালিত শিক্ষা দপ্তরে কর্মী নিয়োগের অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হল। ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনিক্যাল টিচার্স ট্রেনিং এন্ড রিসার্চ (National Institute of Technical Teachers Training and Research) কলকাতায় এই নিয়োগটি করা হবে।

ঠিক কোন পদে নিয়োগ করা হবে, প্রতি মাসে বেতন কত দেওয়া হবে, কন্ট্রাকচুয়াল না স্থায়ী চাকরি, আবেদন প্রক্রিয়া কিরূপ ইত্যাদি বিষয়ে নিচে থেকে পর পর জেনে নিন। 

NITTTR Kolkata Recruitment 2022

NITTTR Kolkata Recruitment 2022

নিয়োগের বিস্তারিত তথ্য (NITTTR Recruitment Details)

পদের নাম: সফটওয়্যার ডেভেলপার (Software Developer)

বেতন: প্রতি মাসে 25 হাজার টাকা

বয়সসীমা: এই পদের জন্য আবেদনকারীর বয়স 30 বছরের কম থাকতে হবে।

শিক্ষাগত যোগ্যতা: CSE অথবা IT তে BE/ B.Tech করতে হবে অথবা MCA করা থাকতে হবে।

দরকারি অভিজ্ঞতা: HTML, CSS, JS, PHP, MySQL, Mail merge, Photo editing in Photoshop,MS-Excel, MS-Word, MS-Power Point, Moodle, Python, OS like Linux, etc, HPC, Storage ইত্যাদির কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 

নিয়োগের ধরন: কন্ট্রাকচুয়াল বেসিসের চাকরিতে নিয়োগ করানো হবে।

চাকরির/নিয়োগের সময়সীমা: 12 মাস অর্থাৎ 1 বছরের জন্য নিয়োগ করা হবে। 

আবেদন প্রক্রিয়া:

আবেদনকারী কে তার একটি সিভি (CV) বানাতে হবে সে সিভিতে শিক্ষাগত যোগ্যতা নাম ঠিকানা মোবাইল নম্বর ইমেইল আইডি সহ ইত্যাদি তথ্য দিতে হবে।

সিভি বা বায়োডাটা বানানোর পর তার সঙ্গে দরকারি শিক্ষাগত যোগ্যতা সহ বিভিন্ন ডকুমেন্টস এর জেরক্স গুলি জুড়ে দিয়ে একটি খামে ভর্তি হবে।

খামের উপরে লিখতে হবে “Application for the Engagement of Software Developer (Contractual) at NITTTR, Kolkata”

সবকিছু ঠিকঠাক করে নিয়ে নিচের দেওয়ার ঠিকানায় আবেদন পত্রটি পাঠিয়ে দিতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: 

Director, National Institute of Technical Teachers Training & Research, Kolkata, Block– FC, Sector – III, Salt Lake City Kolkata– 700106.

আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ: 21/10/2022 ( 21 অক্টোবর 2022)

👍 চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান

Important Links:  👇👇

▶️ নিয়োগ সংস্থারঃ Official Website

🔽 অফিসিয়াল নোটিশঃ Download

▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update

🔥 আরো চাকরির আপডেট 👇👇

🎯 দীর্ঘদিন পর ফুড সেফটি অফিসে চাকরি

🎯 পশ্চিমবঙ্গের খড়গপুরে কর্মী নিয়োগ

🎯 রাজ্যের চিফ মেডিক্যাল অফিসারের অফিসে চাকরি