NLC-তে প্রচুর শূন্যপদে নিয়োগ, ট্রেনিং চলাকালীন স্টাইপেন্ড দেওয়া হবে | NLC Apprentice Recruitment 2023

NLC Apprentice Recruitment 2023

কেন্দ্রীয় সরকার দ্বারা পরিচালিত NLC বা নেইভেলি লিগনাইট কর্পোরেশন লিমিটেড থেকে প্রচুর সংখ্যক শূন্যপদে অ্যাপ্রেন্টিস (Apprentice) নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। ভালো বিষয় হলো, অ্যাপ্রেন্টিস প্রশিক্ষণ বা ট্রেনিং চলাকালীনই প্রার্থীদের প্রতি মাসে নির্দিষ্ট স্টাইপেন্ড বা বেতন দেওয়া হবে।

এটি অল ইন্ডিয়া ভ্যাকান্সি হওয়ায় আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয় চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে। এখানে যারা আবেদন করতে ইচ্ছুক তাদেরকে সরাসরি অফিশিয়াল পোর্টালে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে।

তাহলে চলুন আর বেশি দেরি না করে একে একে দেখে নিই NLC Apprentice Recruitment এর ক্ষেত্রে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, বেতন বা স্টাইপেন্ড কত দেওয়া হবে, কোন কোন ট্রেডে নিয়োগ করা হবে, শূন্যপদের সংখ্যা কত, নিয়োগ কিভাবে হবে আবেদন কিভাবে করতে হবে প্রভৃতি গুরুত্বপূর্ণ তথ্য।

NLC Apprentice Recruitment 2023

 

নোটিশ নম্বরঃ L&DC 05/2022

নোটিশ প্রকাশের তারিখঃ 23.01.2023

আবেদনের মাধ্যমঃ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

NCL অ্যাপ্রেনটিস নিয়োগের বিস্তারিত তথ্য

(1) পদের নামঃ গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস (Graduate Apprentice)  

স্টাইপেন্ড/বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে 15,028 টাকা বেতন দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং বিষয়ে গ্রাজুয়েশন পাশ করে থাকতে হবে।

মোট শূন্যপদঃ 318 টি।

যে সমস্ত ট্রেডে নিয়োগ করা হবেঃ

  • Mechanical Engineering
  • Electrical Engineering
  • Civil Engineering
  • Instrumentation Engineering
  • Chemical Engineering
  • Mining Engineering
  • Computer Science Engineering
  • Electronics & Communication Engineering
  • Pharmacy

আরো চাকরি: রাজ্যে ব্লক ডাটা ম্যানেজার সহ বিভিন্ন পোস্টে চাকরি

(2) পদের নামঃ টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস (Technician Apprentice)  

স্টাইপেন্ড/বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে 12,524 টাকা বেতন দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা পাশ করে থাকতে হবে।

মোট শূন্যপদঃ 308 টি।

যে সমস্ত ট্রেডে নিয়োগ করা হবেঃ

  • Mechanical Engineering
  • Electrical Engineering
  • Civil Engineering
  • Instrumentation Engineering
  • Mining Engineering
  • Computer Science Engineering
  • Electronics & Communication Engineering

আরো চাকরি: ইন্ডিয়ান কোস্ট গার্ড নিয়োগ 2023

নিয়োগ পদ্ধতি

উপরে আলোচিত দুই অ্যাপ্রেন্টিস পদের ক্ষেত্রেই আবেদনকারী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে নির্বাচন করা হবে।

আবেদন পদ্ধতি

বিজ্ঞপ্তি শুরুতেই বলা হয়েছে এখানে ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচের পদ্ধতি অনুসরণ করে যে কেউ নিজের মোবাইল ফোন বা কম্পিউটারের মাধ্যমে সহজেই আবেদন করে নিতে পারবেন।

(1) প্রথমে নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।

(2) অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে Career অপশনে ক্লিক করলে সামনে একটি নতুন পেজ উপস্থিত হবে।

(3) তারপরে Trainees & Apprentices ট্যাবটি সিলেক্ট করতে হবে।

() এরপরে নির্দিষ্ট বিজ্ঞপ্তি নম্বর অনুযায়ী অনলাইন অ্যাপ্লিকেশনের উপরে ক্লিক করতে হবে।

(4) নির্দিষ্ট পদ অনুযায়ী সমস্ত তথ্য দিয়ে আবেদন পত্রটি ভালোভাবে পূরণ করতে হবে।

(5) আবেদনপত্র পূরণ করার সময় সমস্ত প্রয়োজনীয় নথিপত্রগুলি স্ক্যান করে আপলোড করতে হবে।

(6) সবশেষে ফাইনাল সাবমিট অপশনে ক্লিক করে আবেদন প্রক্রিয়া শেষ করে আবেদনপত্রের একটি প্রিন্ট কপি বের করে নিতে হবে। তারপর সেটি নিচের দেওয়া ঠিকানায় পোস্ট অফিসের মাধ্যমে পাঠাতে হবে।

আবেদনপত্রের হার্ড কপি জমা দেওয়ার ঠিকানা

The General Manager, Learning and Development Centre, N.L.C India Limited. Neyveli – 60780. 

আরো চাকরি: কোল ফিল্ডে গ্রুপ-C, গ্রুপ-B পদে চাকরি

গুরুত্বপূর্ণ তারিখ
নোটিশ প্রকাশ 23.01.2023
আবেদন শুরু 23.01.2023
আবেদন শেষ 31.01.2023
গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি (Important Links) 

👇👇👇👇Join Kajkarmo Telegram.jpeg

কাজকর্ম WhatsApp গ্রুপ- Join Now

 অফিসিয়াল ওয়েবসাইট- Click Here

অফিসিয়াল নোটিশ- Download

✅ আবেদন করার লিংক- Click Here

 ডেইলি চাকরির আপডেট- Click Here

🔥 আরো গুরুত্বপূর্ণ আপডেট 👇👇

🎯 সবার SBI অ্যাকাউন্ট থেকে 147.50 টাকা কাটা হচ্ছে

🎯 মাত্র 50 টাকা করে জমিয়ে 35 লক্ষ টাকা রিটার্ন

🎯 LIC স্কলারশিপ 2023-Apply Now