NCTE-র নামে সংশয় তৈরি আর নয়, টেট সমস্যা সমাধানে সচিবকেই ডেকে পাঠাল আদালত

No more doubt in the name of NCTE

1/7 ২০১৭ সালে শেষ টেট পরীক্ষার বিজ্ঞপ্তি বেরিয়েছিল। যদিও সেই পরীক্ষা হয় গত বছর। তারপর দীর্ঘ পাঁচ বছর পর এবার আবার টেট পরীক্ষার বিজ্ঞপ্তি জারি হয়েছে। কিন্তু তা নিয়ে জটিলতার যেন শেষ নেই।

2/7 প্রাথমিক শিক্ষা পর্ষদ NCTE-এর নির্দেশ মেনে পরীক্ষা নেওয়ার কথা জানালেও শুরু থেকেই টেট পরীক্ষায় বসার যোগ্যতামান ঘিরে একের পর এক প্রশ্ন উঠছে। ফলে মামলাও দায়ের হচ্ছে কলকাতা হাইকোর্টে। তেমনই এক মামলায় যাবতীয় বিভ্রান্তি দূর করতে কেন্দ্রীয় শিক্ষা সংস্থা এনসিটিই-র সচিবকে আদালতে তলব করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

No more doubt in the name of NCTE

3/7 প্রাথমিক শিক্ষা পর্ষদ ডিএল‌এড পাশদের পাশাপাশি বিএড ডিগ্রিধারীদের‌ও টেট পরীক্ষায় বসার অনুমতি দিয়েছে। এই নিয়ে আদালতে মামলা করেছেন ডিএল‌এড পাশ চাকরিপ্রার্থীরা। তাঁদের দাবি, বিএড পাশেরা আবেদন করলে তাঁদের চাকরির সুযোগ কমে যাবে

4/7 এমন‌ই এক চাকরিপ্রার্থী আদালতে মামলা দায়ের করেন। তাঁর অভিযোগ, অন্যায়ভাবে টেট পরীক্ষায় বসতে দিচ্ছে না পর্ষদ। ঘটনা হল, ২০১৮ সালে এনসিটিই নিয়ম করে, স্নাতক স্তরে ৫০ শতাংশের কম নম্বর থাকলে টেট পরীক্ষায় বসা যাবে না।

5/7 কিন্তু পরবর্তীতে সেই নিয়ম বদলে তারা জানায়, ২০১০ সালের আগে জেনারেল ক্যাটাগরির চাকরিপ্রার্থীরা ৪৫ শতাংশ নম্বর পেলে এবং সংরক্ষিত শ্রেণির প্রার্থীরাও ৪০ শতাংশ নম্বর পেলে টেট পরীক্ষায় বসতে পারবে। পর্ষদের বিরুদ্ধে মামলাকারীর অভিযোগ, তারা এক্ষেত্রে এনসিটিই-এর নিয়ম মানছে না।

6/7 মামলাকারীর আইনজীবীর বক্তব্য শোনার পর‌ই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বৃহস্পতিবার‌ই এনসিটিই-এর সচিবকে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেন। তিনি দিল্লিতে থাকায় অনলাইনে হাজিরার অনুমতি দেওয়া হয়। বিচারপতি নির্দেশ দেন এনসিটিই-এর সচিব শুনানিতে হাজির হয়ে টেটের যোগ্যতামানের বিষয়টি পরিস্কার করে দিয়ে সব বিতর্কের অবসান ঘটান। টেট পরীক্ষায় বসার জন্য কোন ক্ষেত্রের চাকরিপ্রার্থীর কী যোগত্যা দরকার সবটাই বলে দিতে হবে বলে স্পস্ট জানান বিচারপতি গঙ্গোপাধ্যায়।

7/7 উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর টেটের বিজ্ঞপ্তি জারির পর থেকেই টেট নিয়ে বিতর্ক চলছে। এর মধ্যে দু’বার বিজ্ঞপ্তি দিয়ে যোগ্যতামান নিয়ে নতুন নতুন নির্দেশ দিয়েছে পর্ষদ। এই পরিস্থিতিতে যাবতীয় সংশয় দূর করতে এবার উদ্যোগী হলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

বিঃদ্র: নতুন কোনো চাকরির আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান। নিচে যুক্ত (Join) হওয়ার লিংক দেওয়া রয়েছে ঐ লিংকে ক্লিক করলেই যুক্ত হয়ে যেতে পারবেন। ওখানেই সর্বপ্রথম আপডেট দেওয়া হয়। আর আপনি যদি অলরেডি যুক্ত হয়ে থাকেন এটি প্লিজ Ignore করুন। 

Important Links:  👇👇
কাজকর্ম WhatsApp গ্রুপে জয়েন হোন Click Here
✅ Telegram Channel Join Now

🔥 আরো চাকরির আপডেট 👇👇

🎯 কোটাক কন্যা স্কলারশিপে মেয়েরা পাবে ১ লক্ষ ৫০ হাজার টাকা

🎯 টেট পরীক্ষায় পাশ করলেই কি প্রাইমারিতে চাকরি নিশ্চিত?

🎯 শেষ পর্যন্ত টেট পরীক্ষার জন্য মোট কত আবেদন জমা পড়ল!

🎯 ওয়েটিং লিস্টে নাম থাকলেই চাকরি