রাজ্যের বীরভূম জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে বেশ কয়েকটি শূন্যপদে গ্রুপ-D তে কর্মী নিয়োগ করা হবে। এখানের শূন্যপদ গুলিতে শুধু নওপাড়া গ্রামের আগ্রহী স্বনির্ভর দলগুলি আবেদন জানাতে পারবে।
নির্বাচিত প্রার্থীদের নওপাড়া আহমেদিয়া উচ্চ মাদ্রাসার সংখ্যালঘু হোস্টেলে পোস্টিং দেওয়া হবে। তবে, বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নওপাড়া গ্রাম ছাড়া অন্য কোনো জায়গার কোনো স্বনির্ভর দল এখানে আবেদন করতে পারবে না।
নিয়োগের বিস্তারিত তথ্য
নোটিশ নং- 877/MA&ME/BIR
নোটিশ প্রকাশের তারিখ- 14/08/23
যে সব পদে নিয়োগ হবে
মেট্রন, রাঁধুনি, রাধুনির সহকারী, নৈশপ্রহরী এবং কর্মবন্ধু (গ্রুপ-D) পদে নিয়োগ করা হবে।
দলের যোগ্যতা
1) নওপাড়া গ্রাম ছাড়া অন্য কোনো জায়গার কোনো স্বনির্ভর দল এখানে আবেদন করতে পারবে না।
2) সরকারি নথিভুক্ত হতে হবে।
3) অন্তত পক্ষে 3 বছরের পুরোনো হতে হবে।
মাসিক বেতন
এখানে দলকে প্রতিমাসে কাজের জন্য মোট 18,500 টাকা দেওয়া হবে। এর মধ্যে মেট্রন পাবেন 8,000 টাকা, রাঁধুনি 3000 টাকা, রাঁধুনির সহকারী- 2500 টাকা, নৈশপ্রহরী- 3000 টাকা এবং কর্মবন্ধু- 2000 টাকা।
নিয়োগের সময়সীমা
প্রথমে এক বছরের চুক্তিতে এখানে দলের প্রার্থীদের নিয়োগ করা হবে। পরবর্তীতে সন্তোষজনক কাজের উপর নির্ভর করে মেয়াদ বাড়ানো হতে পারে।
আবেদন পদ্ধতি
নীচের লিঙ্ক থেকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নিতে হবে। নোটিশের শেষ পাতাতে আবেদন পত্রটি রয়েছে। সেটি ফিলাপ করে নিয়ে নীচের ঠিকানায় জমা করতে হবে।
আবেদন করার ঠিকানা
খয়রাসোল সমষ্টি উন্নয়ন আধিকারিক দফতর
আবেদন করার সময়সীমা
31/08/2023 তারিখের মধ্যে এখানে দলকে আবেদন করে ফেলতে হবে।
প্রয়োজনীয় নথি
আবেদনপত্রের সাথে জমা দিতে হবে দলের রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড এবং IFSC কোডের প্রতিলিপি।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ আবেদন করার ফর্ম: Download
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 আরো চাকরির আপডেট 👇👇
👉 রাজ্যে পৌরসভায় অ্যাকাউন্টেন্ট পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি
👉 স্টাফ সিলেকশন কমিশনে গ্রুপ-B পদে চাকরি, অনলাইনে আবেদন চলছে
👉 রাজ্যে পৌরসভায় MO পদে চাকরি, শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ
👉 কলকাতা পুলিশে নতুন SI এবং সার্জেন্ট নিয়োগের বিজ্ঞপ্তি ২০২৩
👉 রাজ্যে WTL তে ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি