রাজ্যের একটি ইউনিভার্সিটিতে লিখিত পরীক্ষা ছাড়াই চাকরির সুযোগ, গেস্ট টিচার নিয়োগ

North Bengal University Guest Teacher Recruitment Notice

পশ্চিমবঙ্গের নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি (University of North Bengal) এর তরফ থেকে বিভিন্ন বিষয়ের জন্য গেস্ট টিচার নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। সম্পূর্ণ চুক্তিভিত্তিতে এই নিয়োগটি করা হবে।

রাজ্যের অন্তর্গত সমস্ত জেলার প্রার্থীরা নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা নিরিখে আবেদন করতে পারবেন। কোনোরকম লিখিত পরীক্ষা ছাড়াই, সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের নির্বাচন করা হবে।

এই নিয়োগ সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে নিচের প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখুন। নিচের প্রতিবেদনে আবেদনের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন, মোট শূন্যপদ, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি সহ সমস্ত তথ্য বিস্তারিত আলোচনা করা হলো।

North Bengal University Guest Teacher Recruitment Notice

North Bengal University Guest Teacher Recruitment Notice

নোটিশ নম্বরঃ 102/R-22

নোটিশ প্রকাশের তারিখঃ 07.11.2022

আবেদনের মাধ্যমঃ আবেদন করতে হবে না, ইন্টারভিউয়ের দিন উপস্থিত হতে হবে।

নিয়োগের বিস্তারিত তথ্য (Recruitment Details)

পদের নামঃ গেস্ট টিচার (Guest teacher)

শিক্ষাগত যোগ্যতাঃ

UGC/State Government এর নিয়ম অনুসারে যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে 55% নম্বর সহ মাস্টার্স পাশ করে থাকতে হবে।

মোট শূন্যপদঃ 04 টি।

যে সমস্ত বিষয়ের জন্য নিয়োগ করা হবেঃ

  • বাংলা।
  • ইংরেজি।
  • সংস্কৃত।
  • ভূগোল।
নিয়োগ পদ্ধতিঃ

আবেদনকারী প্রার্থীদের কোনোরকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

ইন্টারভিউ এর সময়ঃ সকাল 10.00 

ইন্টারভিউ এর তারিখঃ

  • বাংলা (Bengali) – 22.11.2022
  • ইংরেজি (English)- 17.11.2022
  • ভূগোল (Geography)- 18.11.2022
  • সংস্কৃত (Sanskrit)- 25.11.2022
আবেদন পদ্ধতিঃ
  1. নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির এই চাকরির জন্য আগে থেকে কোনোরকম আবেদন করতে হবে না।
  2. একটি সাদা কাগজে নিজের নাম, বয়স, শিক্ষাগত যোগ্যতা, ঠিকানা সহ আরও অন্যান্য তথ্য দিয়ে একটি বায়ো-ডাটা তৈরি করতে হবে।
  3. এরপরে সমস্ত প্রয়োজনীয় নথিপত্রগুলি জেরক্স এবং সেল্ফ এটেস্টেড করে আবেদন পত্রের সঙ্গে যুক্ত করতে হবে।
  4. এরপরে সরাসরি ইন্টারভিউয়ের দিন নিচে উল্লেখিত ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন পত্র ও অন্যান্য নথিপত্র নিয়ে উপস্থিত হতে হবে।
ইন্টারভিউয়ের ঠিকানাঃ

Office of the coordinator, N.B.U, Jalpaiguri Campus, Jalpaiguri – 735101.

বিঃদ্র: নতুন কোনো চাকরির আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান। নিচে যুক্ত (Join) হওয়ার লিংক দেওয়া রয়েছে ঐ লিংকে ক্লিক করলেই যুক্ত হয়ে যেতে পারবেন। ওখানেই সর্বপ্রথম আপডেট দেওয়া হয়। আর আপনি যদি অলরেডি যুক্ত হয়ে থাকেন এই মেসেজটি প্লিজ Ignore করুন। 

(গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি) Important Links:  👇👇

✅ কাজকর্ম Whatsapp গ্রুপে জয়েন হোন Click Here
✅ Telegram Channel Join Now
অফিসিয়াল ওয়েবসাইট Click Here
✅ অফিসিয়াল নোটিশ Download

🔥 আরো চাকরির আপডেট 👇👇

🎯 সিবিআই দপ্তরে নিয়োগ ২০২২- পদের নাম, বেতন, শূন্যপদ! (Apply Now)

🎯 ভারতের পাবলিক সেক্টরে SAIL-এর অধীনে কর্মচারী নিয়োগ

🎯 ITBP সাব-ইন্সপেক্টর পদে চাকরি