ওয়েস্ট বেঙ্গল জু অথরিটি (West Bengal Zoo Aouthority) থেকে চাকরির একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। পশ্চিমবঙ্গের একটি পার্কে গ্রুপ-C পদে কর্মী নিয়োগ করা হবে। সাধারণত চুক্তিভিত্তিক অনুযায়ী এখানে চাকরি দেওয়া হবে।
এই গ্রুপ সি পদে আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে অথবা ইমেইলের মাধ্যমেও আবেদনপত্র পাঠাতে পারবেন। এখানে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
রাজ্যের পার্কে গ্রুপ-সি পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কেমন লাগবে, বয়সসীমা কত দরকার, বেতন কত দেওয়া হবে, শূন্য পদের সংখ্যা কত, আবেদন কিভাবে করতে হবে ইত্যাদি সমস্ত তথ্য নিচে সহজ ভাষায় উল্লেখ করা হলো।
West Bengal Park Group C Recruitment
নোটিশ নম্বরঃ 382/ 23-8(Research)/N BW Ap l2O2Z-23
নোটিশ প্রকাশের তারিখঃ 03.07.2022
আবেদনের মাধ্যমঃ অফলাইন এবং অনলাইন যেকোনো একটি মাধ্যমে আবেদন করতে হবে।
নিয়োগের তথ্য (Post Details)
(1) পদের নামঃ প্রজেক্ট রিসার্চ ফেলো (Project Research Fellow)
বেতনঃ এই পদের জন্য প্রার্থীদের প্রতিমাসে বেতন হিসেবে 22,400 টাকা দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে লাইফ সাইন্স বা জুওলজি বা ওয়াইল্ড লাইফ সাইন্স কিংবা কনভারসেশন বায়োলজিতে M.sc পাশ করা থাকতে হবে।
বয়সসীমাঃ উক্ত পদের জন্য আবেদনকারীর বয়স 30 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC,ST শ্রেণিরা 5 বছরের এবং OBC প্রার্থীরা 3 বছরের বয়সের ছাড় পাবে।
(2) পদের নামঃ প্রজেক্ট রিসার্চ অ্যাসিস্ট্যান্ট (Project Research Assistant)
বেতনঃ এই পদের জন্য প্রার্থীদের প্রতিমাসে বেতন হিসেবে 22,400 টাকা দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে লাইফ সাইন্স বা জুওলজি বা ওয়াইল্ড লাইফ সাইন্স কিংবা কনভারসেশন বায়োলজিতে M.sc পাশ করা থাকতে হবে।
বয়সসীমাঃ উক্ত পদের জন্য আবেদনকারীর বয়স 30 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC,ST শ্রেণিরা 5 বছরের এবং OBC প্রার্থীরা 3 বছরের বয়সের ছাড় পাবে।
আবেদন পদ্ধতিঃ
অফলাইন এবং অনলাইনে দুই রকম ভাবেই আবেদন করায যাবে। আপনি যেকোনো একটি মাধ্যমে আবেদন করবেন। দুটি আবেদন পদ্ধতিই নিচে জানানো হলো-
(1) অফলাইনের মাধ্যমে আবেদন-
অফিসিয়াল নোটিশের দুই নম্বর পেজে আবেদন করার জন্য একটি ফর্ম দেওয়া আছে। ফর্মটি A4 মাপের পেজে প্রিন্ট করতে হবে। তারপর সেটি সঠিকভাবে পূরন করতে হবে। এরপর ফর্মের সাথে দরকারি ডকুমেন্টের জেরক্স জুড়ে দিয়ে একটি খামে ভরতে হবে। সবশেষে আবেদনপত্রের খামটি নিচের দেওয়া ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।
অফলাইনে আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানাঃ
The Director, North Bengal Wild Animal Parks, (Bengal Safari)
(2) অনলাইনের মাধ্যমে আবেদন-
অনলাইনের ক্ষেত্রে আবেদন করতে চাইলে আপনাকে পূরণ করা আবেদনপত্র এবং দরকারি সমস্ত ডকুমেন্টগুলিকে নিয়ে একটি পিডিএফ বানাতে হবে। তারপর ঐ পিডিএফ (PDF) ফাইলটিকে একটি ইমেল আইডিতে পাঠাতে হবে।
আবেদনপত্রের পিডিএফ পাঠানোর ইমেল-
নিয়োগ প্রক্রিয়াঃ
সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের বাছাই করা হবে এবং নির্দিষ্ট পদের কাজে নিয়োগ করা হবে।
ইন্টারভিউ নেওয়ার ঠিকানা-
The Office of Director, North Bengal Wild Animals Park, 5th mile, Sekove Road, Salugara, Siliguri.
ইন্টারভিউয়ের তারিখ- 26.08.2022
ইন্টারভিউয়ের সময়- 11.00 A.M
নিয়োগের স্থানঃ
North Bengal Wild Animal Park, Siliguri (নর্থ বেঙ্গল ওয়াইল্ড অ্যানিমাল পার্ক, শিলিগুড়ি)।
গুরুত্বপূর্ণ তারিখ | |
নোটিশ প্রকাশ | 03.08.2022 |
আবেদন শুরু | 03.08.2022 |
আবেদন শেষ | 20.08.2022 |
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
More Job Update-