রাজ্যের উত্তর দিনাজপুর জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে বেশ কয়েকটি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। এখানের শূন্যপদ গুলিতে শুধু নওপাড়া গ্রামের আগ্রহী স্বনির্ভর দলগুলি আবেদন জানাতে পারবে।
নির্বাচিত প্রার্থীদের করনদীঘি ব্লকের অধীনে রাহাতপুর হাই মাদ্রাসার উচ্চ মাদ্রাসার সংখ্যালঘু হস্টেলে পোস্টিং দেওয়া হবে। তবে, বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দোমোহনা গ্রাম ছাড়া অন্য কোনো জায়গার কোনো স্বনির্ভর দল এখানে আবেদন করতে পারবে না।
নিয়োগের বিস্তারিত তথ্য
নোটিশ নং- 1162
নোটিশ প্রকাশের তারিখ- 28/08/23
যে সব পদে নিয়োগ হবে
মেট্রন, রাঁধুনি, রাধুনির সহকারী, নৈশপ্রহরী এবং কর্মবন্ধু পদে নিয়োগ করা হবে।
দলের যোগ্যতা
1) দোমোহনা গ্রাম ছাড়া অন্য কোনো জায়গার কোনো স্বনির্ভর দল এখানে আবেদন করতে পারবে না।
2) সরকারি নথিভুক্ত হতে হবে।
মাসিক বেতন
এখানে দলকে প্রতিমাসে কাজের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ টাকা দেওয়া হবে। কর্মীদের আলাদা করে বেতন দেওয়া হবে না।
নিয়োগের সময়সীমা
প্রথমে এক বছরের চুক্তিতে এখানে দলের প্রার্থীদের নিয়োগ করা হবে। পরবর্তীতে সন্তোষজনক কাজের উপর নির্ভর করে মেয়াদ বাড়ানো হতে পারে।
আবেদন পদ্ধতি
স্বনির্ভর দলের সকল তথ্য এবং প্রত্যায়িত নকলসহ আবেদন করতে হবে।
আবেদন করার ঠিকানা
সমষ্টি উন্নয়ন আধিকারিক দফতর।
গুরুত্বপূর্ণ তারিখ
07/09/2023 তারিখের মধ্যে এখানে দলকে আবেদন করে ফেলতে হবে।
ইন্টারভিউয়ের সময়
ইন্টারভিউ হবে 14/09/2023 তারিখের বেলা 12 টায়।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 আরো চাকরির আপডেট 👇👇
👉 ফুড SI এর দুর্নীতি আটকাতে নজিরবিহীন সিদ্ধান্ত PSC কমিশনের, এইভাবে প্রশ্ন করা হবে
👉 হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশনে অনেকগুলি শূন্যপদে কর্মী নিয়োগ
👉 রাজ্যে 762 টি শূন্যপদে স্বাস্থ্যকেন্দ্রে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি
👉 মাধ্যমিক পাশে রাজ্যের হোস্টেলে গ্রুপ-D পদে চাকরি, শীঘ্রই আবেদন করুন
👉 রাজ্যে CMOH এ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি