রাজ্যের উত্তর দিনাজপুর জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট 16 ধরণের পদ রয়েছে এখানে। নির্বাচিত প্রার্থীদের সূর্যোদয় চিলড্রেনস হোমে পোস্টিং দেওয়া হবে। চাকরির শর্তাবলী, আবেদন প্রণালী, অন্যান্য প্রাসঙ্গিক তথ্য ও আবেদন পত্রর ধরন সম্পর্কে বিস্তারিত তথ্য জানুন।
নিয়োগের বিস্তারিত তথ্য
নোটিশ নং- 1064 /DWSW/UD/Recruitment/2023
নোটিশ প্রকাশ- 02/08/2023
ছেলেদের ইউনিটের জন্য যেসব শূন্যপদ রয়েছে, তা হল:
1. অফিস ইন চার্জ / Office In Charge
শূন্যপদ- এখানে 1 টি শূন্যপদ রয়েছে।
2. কাউন্সেলর / Counsellor
শূন্যপদ- এখানে 1 টি শূন্যপদ রয়েছে।
3. চাইল্ড ওয়েলফেয়ার অফিসার / Child Welfare Officer
শূন্যপদ- এখানে 1 টি শূন্যপদ রয়েছে।
4. হাউস মাদার/ফাদার / House Mother/Father
শূন্যপদ- এখানে 1 টি শূন্যপদ রয়েছে।
5. প্যারা মেডিকেল স্টাফ / Para Medical Staffs
শূন্যপদ- এখানে 1 টি শূন্যপদ রয়েছে।
6. স্টোর কিপার কাম অ্যাকাউন্টেন্ট / Storekeeper Cum Accountant
শূন্যপদ- এখানে 1 টি শূন্যপদ রয়েছে।
7. কুক/ Cook
শূন্যপদ- এখানে 1 টি শূন্যপদ রয়েছে।
8. হেল্পার কাম নাইট ওয়াচম্যান / Helper Cum Night Watchman
শূন্যপদ- এখানে 1 টি শূন্যপদ রয়েছে।
9. হাউস কিপার / House keeper
শূন্যপদ- এখানে 1 টি শূন্যপদ রয়েছে।
অন্যদিকে, মেয়েদের ইউনিটের জন্য যেসব শূন্যপদ রয়েছে, তা হল:
1. অফিস ইন চার্জ / Office In Charge
শূন্যপদ- এখানে 1 টি শূন্যপদ রয়েছে।
2. কাউন্সেলর / Counsellor
শূন্যপদ- এখানে 1 টি শূন্যপদ রয়েছে।
3. চাইল্ড ওয়েলফেয়ার অফিসার / Child Welfare Officer
শূন্যপদ- এখানে 1 টি শূন্যপদ রয়েছে।
4. হাউস মাদার/ফাদার / House Mother/Father
শূন্যপদ- এখানে 1 টি শূন্যপদ রয়েছে।
5. কুক/ Cook
শূন্যপদ- এখানে 1 টি শূন্যপদ রয়েছে।
6. হাউস কিপার / House keeper
শূন্যপদ- এখানে 1 টি শূন্যপদ রয়েছে।
7. প্যারামেডিক্যাল স্টাফ / Paramedical Staffs
শূন্যপদ- এখানে 2 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা
এখানে মোট 16 ধরনের পোস্ট আছে। প্রতিটি পদের জন্য আলাদা আলাদা যোগ্যতা চাওয়া হয়েছে। কোনো নির্দিষ্ট পদে আবেদন করার জন্য সেই পদের জন্য যে যোগ্যতা চাওয়া সম্পর্কে বিস্তারিত জানতে হলে নীচের লিঙ্কটি ক্লিক করে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করুন।
বয়সসীমা
প্রতিটি পদের জন্য বিভিন্ন বয়সসীমা রাখা হয়েছে। এর মধ্যে সর্বনিম্ন 18 বছর বয়স থেকে সর্বোচ্চ 42 বছর বয়সের মধ্যে যে সব যোগ্য প্রার্থী আছেন, তারা বয়স অনুসারে নির্দিষ্ট পদে আবেদন যোগ্য। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সে ছাড় দেওয়া হবে সরকারি নিয়মে।
বেতনক্রম
পদ অনুয়ায়ী আলাদা পে স্কেল রয়েছে। সর্বনিম্ন 12,000 টাকা থেকে সর্বোচ্চ 33,100 টাকা পর্যন্ত পদ অনুসারে মাসিক বেতন দেওয়া হবে।
নিয়োগ পদ্ধতি
লিখিত পরীক্ষার মাধ্যমে এখানে প্রার্থীদের নির্বাচিত করা হবে। লিখিত পরীক্ষার সিলেবাস জানার জন্য নীচের লিঙ্ক থেকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নিন।
আবেদন পদ্ধতি
অনলাইনে আবেদন করার জন্য প্রার্থীদের www.apply.suryodayadds.in/form অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেদের রেজিস্টার করে তারপর নিজেদের তথ্য দিয়ে ফর্মটি ফিলাপ করতে হবে। এরপরে ফর্মটি সাবমিট করতে হবে।
আবেদনের সময়সীমা
আবেদন শেষ হবে – 31/08/2023 তারিখের বিকেল 5 টায়।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ অনলাইনে আবেদন: Apply Now
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 আরো চাকরির আপডেট 👇👇
👉 রাজ্যে ফুড সাব ইন্সপেক্টর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল, শূন্যপদ কয়টি দেখুন
👉 ৪ বছর পর WBPSC এর মাধ্যমে ফুড SI নিয়োগ, এতটি শূন্যপদে চাকরি
👉 IFFCO তে অ্যাকাউন্টেন্ট পদে চাকরি, মাসিক বেতন 36 হাজার টাকা
👉 ৫২ হাজার অনুমোদিত পদের মধ্যে ২২ হাজার শূন্যপদে নিয়োগ! কবে হবে জানালেন শিক্ষামন্ত্রী
👉 NCL তে মাধ্যমিক পাশে অনেকগুলি শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি
👉 রাজ্যের পৌরসভায় অ্যাকাউন্টেন্ট পদে চাকরি