5636 শূন্যপদে ইন্ডিয়ান রেলে নিয়োগ শুরু হলো | North East Frontier Railway Recruitment 2022

north east frontier railway recruitment 2022

রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য আবারও এক নতুন সুখবর। কেন্দ্র সরকারের তরফ থেকে নর্থ ইস্ট রেলওয়েতে বিপুল সংখ্যক অ্যাপ্রেন্টিস (Apprentice) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মোট 5636 টি শূন্যপদে নিয়োগ করা হবে।

রাজ্যের যে কোন জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবে। কোনরকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না। ইন্টারভিউয়ের মাধ্যমে নির্বাচন করা হবে।

ইন্ডিয়ান রেলে আবেদনের জন্য আবশ্যিক যোগ্যতা, বেতন, মোট শূন্যপদ, বয়সসীমা, নিয়োগ পদ্ধতি আবেদনের পদ্ধতি সহ সমস্ত তথ্য নিচে বিস্তারিত ভাবে উল্লেখ করা হলো।

north east frontier railway recruitment 2022

নিয়োগের তথ্য (Post Details)

যেসমস্ত ট্রেডে নিয়োগ করা হবেঃ  

  1. মেকানিস্ট (Machinist)
  2. ওয়েল্ডার (Welder)
  3. ফিটার (Fitter)
  4. ইলেকট্রিশিয়ান (Electrician )
  5. লাইনম্যান (Line Man)
  6. কার্পেন্টার (Carpenter)
  7. প্লাম্বার (Plumber)
  8. পেইন্টার (Painter)
  9. ম্যাসন (Mason)
  10. এছাড়াও আরও বিভিন্ন পদে নিয়োগ করা হবে।   

বয়সসীমাঃ 

01.04.2022 তারিখ অনুযায়ী আবেদনপ্রার্থীর বয়স 15 থেকে 24 বছরের মধ্যে হতে হবে। SC, ST এবং OBC শ্রেনিরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন। 

শিক্ষাগত যোগ্যতাঃ 

যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস করতে হবে এবং সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে ITI ট্রেনিং সার্টফিকেট থাকতে হবে।

মোট শূন্যপদঃ 

এখানে 7 টি ডিভিশন/ওয়ার্কশপে মোট 5636 টি পদে নিয়োগ করা হবে।

  1. Katihar (KIR) & TDH Workshop – 919 টি।
  2. Alipurduar (APDJ) – 522 টি। 
  3. Rangiya ( RNY) – 551 টি। 
  4. Lumding (LMG) – 1140 টি। 
  5. Tinsukia (TSK) – 547 টি।
  6. New Bongaigaon Workshop (NBQS) & EWS/BNGN – 1110 টি। 
  7. Dibrugarh Workshop (DBWS) – 847 টি।
নিয়োগ পদ্ধতিঃ 

এখানে চাকরিপ্রার্থীদের কোনোরকম লিখিত পরীক্ষা দিতে হবে না। আবেদনের পর চাকরিপ্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। ইন্টারভিউয়ের নম্বর এবং অন্যান্য যোগ্যতার উপর ভিত্তি করে নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতিঃ 
  1. ইন্ডিয়ান রেলে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে।
  2. নিচে দেওয়া লিঙ্ক থেকে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।
  3. সর্বপ্রথমে রেজিস্ট্রেশন করতে হবে।
  4. এরপর রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে লগইন করতে হবে।
  5. আবেদনপত্রটি নিখুঁতভাবে পূরণ করতে হবে।
  6. উল্লেখিত নথিপত্রগুলো আপলোড করতে হবে।
  7. অনলাইনে আবেদন ফি জমা করতে হবে।
  8. সবশেষে আবেদনপত্রটি সাবমিট করতে হবে।
আবেদন ফিঃ 

এখানে আবেদনের জন্য আবেদন ফি হিসেবে 100 টাকা ধার্য করা হয়েছে।

আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্রঃ 
  1. রঙিন পাসপোর্ট সাইজ ছবি।
  2. বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের এডমিট কার্ড।
  3. সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট।
  4. কাস্ট সার্টিফিকেট।
  5. এছাড়াও আরো অন্যান্য। 
গুরুত্বপূর্ণ তারিখ 
নোটিশ প্রকাশ 30.05.2022
আবেদন শুরু 01.06.2022
আবেদন শেষ 30.06.2022 

চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান

Join Kajkarmo Telegram.jpeg

▶️ নিয়োগ সংস্থারঃ Official Website

▶️ অফিসিয়াল নোটিশঃ Download

▶️ আবেদন করার লিংকঃ Apply Now 

▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update

আরো চাকরির আপডেট-