উত্তর-পশ্চিম রেল অর্থাৎ নর্থ ওয়েস্টার্ন রেলওয়ে (North Western Railway) রিক্রুটমেন্ট সেল থেকে ইতিমধ্যেই প্রচুর সংখ্যক শূন্যপদে অ্যাপ্রেন্টিস প্রশিক্ষণের (নিয়োগের) বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আবেদনকারী প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
এখানে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কত লাগবে, বয়স কত দরকার, নিয়োগ কিভাবে হবে, আবেদন কিভাবে করতে হবে ইত্যাদি সমস্ত তথ্য নিচে থেকে এক এক করে দেখে নিন।
North Western Railway Apprentice Recruitment
নোটিশ নম্বরঃ 03/2022 (NWR/AA)
নোটিশ প্রকাশের তারিখঃ 30.12.2022
আবেদনের মাধ্যমঃ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
উত্তর-পশ্চিম রেলে অ্যাপ্রেনটিস নিয়োগের বিস্তারিত তথ্য (North-Western Railway Apprentice Recruitment Details)
পদের নাম:
অ্যাপ্রেন্টিস (Apprentice)
শিক্ষাগত যোগ্যতা:
আবেদনকারী প্রার্থীদের যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে 10+2 সিস্টেমের অধীনে কমপক্ষে 50 শতাংশ নম্বর সহ মাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং সংশ্লিষ্ট ট্রেডে ITI কোর্স পাশ করে থাকতে হবে।
আরো চাকরি: মিশন নির্মল বাংলা প্রকল্পে চাকরি
বয়সসীমা:
আবেদনকারী প্রার্থীদের বয়স 10.02.2023 তারিখ অনুযায়ী 15 থেকে 24 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
মোট শূন্যপদ:
এখানে সর্বমোট 2026 টি শূন্যপদে নিয়োগ করা হবে।
যে সমস্ত ডিভিশনে নিয়োগ করা হবে:
(1) Divisional Railway Manager’s Office, Ajmer.
(2) Divisional Railway Manager’s Office, Bikanpur.
(3) Divisional Railway Manager’s Office, Jaipur
(4) Divisional Railway Manager’s Office, Jodhpur.
(5) B.T.C Carriage, Ajmer.
(6) B.T.C Loco, Ajmer.
(7) Carriage Workshop, Bikanpur
(8) Carriage Workshop, Jodhpur
নিয়োগ পদ্ধতি
এখানে আবেদনকারী প্রার্থীদের কোনোরকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না। আবেদনকারী প্রার্থীদের মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর ও সংশ্লিষ্ট ট্রেডে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে নিয়োগ করা হবে।
আবেদন প্রক্রিয়া
নর্থ ওয়েস্টার্ন রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের অন্তর্গত অ্যাপ্রেন্টিস পদের ক্ষেত্রে ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। কিভাবে আবেদন করবেন তা নিচে পয়েন্টের মাধ্যমে উল্লেখ করা হলো
- প্রথমে নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইট www.rrcjaipur.in এ প্রবেশ করতে হবে।
- অফিসিয়াল ওয়েবসাইটে সমস্ত তথ্য দিয়ে আগে রেজিস্ট্রেশন করে নিতে হবে।
- এরপরে নির্দিষ্ট আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।
- লগইন করার পর সামনে আবেদনপত্রটি চলে আসবে।
- এরপরে সমস্ত তথ্য দিয়ে আবেদনপত্রটি নিখুঁতভাবে পূরণ করুন।
- তারপরে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে।
- সবশেষে আবেদন ফি হিসেবে 100 টাকা জমা দিয়ে আবেদন প্রক্রিয়া শেষ করতে হবে।
আবেদন ফি
এখানে জেনারেল ও OBC প্রার্থীদের আবেদন ফি হিসেবে 100 টাকা ধার্য করা হয়েছে। SC/ST/PWD ও মহিলা প্রার্থীদের কোনো আবেদন ফি নেওয়া হবে না।
আরো চাকরি: যুব পেশাদার পদে চাকরি
গুরুত্বপূর্ণ তারিখ
নোটিশ প্রকাশ | 30.12.2022 |
আবেদন শুরু | 10.01.2023 |
আবেদন শেষ | 10.02.2023 |
গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি (Important Links)
👇👇👇👇
✅ কাজকর্ম WhatsApp গ্রুপ- Click Here
✅ অফিসিয়াল ওয়েবসাইট- Click Here
✅ অফিসিয়াল নোটিস – Click Here
✅ আবেদন করার লিংক- Click Here
✅ ডেইলি চাকরির আপডেট- Click Here
🔥 আরো চাকরির আপডেট 👇👇
🎯 সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট পদে চাকরি
🎯 মাধ্যমিক পাশে দমকল কনস্টেবল পদে চাকরি