ভারতীয় রেলের স্কুলে নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ভারতের উত্তর-পূর্ব ফ্রন্টনার রেলওয়ের স্কুলে বিভিন্ন বিভাগে এবং বিভিন্ন বিষয়ের শিক্ষক নিয়োগ করা হবে।
এক্ষেত্রে শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। কোনো লিখিত পরীক্ষা নেওয়া হবে না।
কোন বিভাগে কোন বিষয়ে নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, শুন্যপদ কয়টি আছে, ইন্টারভিউ কবে এবং কোথায় নেওয়া হবে তা জেনে নিন।
Northeast Frontier School Recruitment
নিয়োগের তথ্য (Post Details)
(1) পদের নাম- প্রাইমারি শিক্ষক (PRT)
শিক্ষাগত যোগ্যতা- 50% নম্বর সহ উচ্চমাধ্যমিক পাশ করতে হবে এবং B.Ed অথবা D.El.Ed করা থাকতে হবে।
শুন্যপদ– 13 টি
বিষয়ভিত্তিক শুন্যপদ- PRT ইংরেজি মিডিয়াম-১১, হিন্দি-২
(2) পদের নাম- ট্রেইনড গ্র্যাজুয়েট শিক্ষক (TGT)
শিক্ষাগত যোগ্যতা- নির্দিষ্ট বিষয়ে গ্র্যাজুয়েশন পাশ করতে হবে এবং B.Ed করা থাকতে হবে।
শুন্যপদ- 22 টি
বিষয়ভিত্তিক শুন্যপদ- ফিজিকাল ট্রেনিং ইন্সট্রাকটার-১, পিউর সায়েন্স-৪, বায়ো সায়েন্স-৩, হিন্দি-৩, আর্টস-৬, বাংলা-১, সোশ্যাল সায়েন্স-২, মিউজিক-১, ইংরেজি-১
(3) পদের নাম- পোষ্ট গ্র্যাজুয়েট শিক্ষক (PGT)
শিক্ষাগত যোগ্যতা- নির্দিষ্ট বিষয়ে পোষ্ট গ্র্যাজুয়েশন পাশ করতে হবে এবং B.Ed করা থাকতে হবে।
শুন্যপদ- 4 টি
বিষয়ভিত্তিক শুন্যপদ- রাষ্ট্রবিজ্ঞান-১, অর্থনীতি-১, লজিক অ্যান্ড ফিলোজফি-১, হিন্দি-১
বয়সসীমাঃ 18 – 65 বছরের মধ্যে আবেদনকারীর বয়স হতে হবে।
নিয়োগের সময়সীমাঃ চাকরির সময়সীমা হচ্ছে, 31.03.2023 তারিখ অবধি।
চাকরির ধরনঃ পার্ট টাইম (Part Time)
নিয়োগ প্রক্রিয়াঃ ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
ইন্টারভিউয়ের তারিখঃ 1 এপ্রিল 2022
ইন্টারভিউয়ের স্থানঃ DRM Lumbong, Lumbing, Assam- 782447.
আবেদন প্রক্রিয়াঃ
ইন্টারভিউয়ের মাধ্যমে সরাসরি নিয়োগ করা হবে। তাই আগে থেকে আবেদন করার কোনো প্রয়োজন নেই। তবে ইন্টারভিউয়ের দিন একটি ফর্ম ফিল আপ করে নিয়ে যেতে হবে।
আবেদন করার ঐ ফর্মটি অফিসিয়াল নোটিশের তিন নম্বর পেজে দেওয়া আছে। ঐ ফর্মটি A4 পেজে প্রিন্ট করতে হবে। তারপর সেটি পূরন করে ইন্টারভিউয়ের দিন নিয়ে যেতে হবে।
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হোনঃ Join Now
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
আরো চাকরির আপডেট-