নর্দার্ন কোলফিল্ড লিমিটেডে (NCL) মাধ্যমিক পাশে কয়েকটি পদে ট্রেনি নিয়োগ করা হবে জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানকার নিয়োগটি কম্পিউটার টেস্টের মাধ্যমে হবে। ইচ্ছুক প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে। আবেদন প্রক্রিয়া, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদির বিষয়ে এই প্রতিবেদনে আলোচনা করা হয়েছে।
নিয়োগের বিস্তারিত তথ্য
নোটিশ নং- NCL/SING /PD/Direct-Recruitment /2023-24/538
নোটিশ প্রকাশের তারিখ- 07/08/2023
যে পদে নিয়োগ করা হবে
1) পদের নাম- Shovel Operator (Trainee)
শূন্যপদ- এখানে মোট 35 টি শূন্যপদ রয়েছে।
2) পদের নাম- Dumper Operator (Trainee)
শূন্যপদ- এখানে মোট 221 টি শূন্যপদ রয়েছে।
3) পদের নাম- Surface Miner Operator (Trainee)
শূন্যপদ- এখানে মোট 25 টি শূন্যপদ রয়েছে।
4) পদের নাম- Dozer Operator (Trainee)
শূন্যপদ- এখানে মোট 37 টি শূন্যপদ রয়েছে।
5) পদের নাম- Grader Operator (Trainee)
শূন্যপদ- এখানে মোট 6 টি শূন্যপদ রয়েছে।
6) পদের নাম- Pay Loader Operator (Trainee)
শূন্যপদ- এখানে মোট 2 টি শূন্যপদ রয়েছে।
7) পদের নাম- Crane Operator (Trainee)
শূন্যপদ- এখানে মোট 12 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা
এখানে আবেদন করার জন্য প্রার্থীদের, কেবলমাত্র মাধ্যমিক পাশ হতে হবে। এর সাথে প্রার্থীদের HMV/ ট্রান্সপোর্ট লাইসেন্স থাকতে হবে।
বয়সসীমা
31/08/ 2023 তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়স 30 বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য থাকবে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড়।
মাসিক বেতন
প্রতি দিন 1502.66 টাকা করে প্রার্থীদের বেতন দেওয়া হবে।
নিয়োগ পদ্ধতি
কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে এখানে প্রার্থীদের নির্বাচিত করা হবে।
পরীক্ষার বিস্তারিত সিলেবাস জানতে নীচের লিঙ্ক থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নিন।
নিয়োগের সময়সীমা
3 বছর এখানে কাজ করলে প্রার্থীদের কোম্পানির স্থায়ী নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি
এখানে আবেদন করতে হবে অনলাইনে। আবেদন করার জন্যে নীচের ধাপগুলি অনুসরণ করতে হবে:
www.nclcil.in.> Career> Recruitment> Employment Notification for Direct Recruitment of various posts of HEMM Operator (Trainee) >Apply online.
এরপর নিজেদের তথ্য দিয়ে আবেদনপত্রের ফর্মটি ফিলাপ করতে হবে। এরপর নিজেদের ছবি এবং সাইন আপলোড করতে হবে। অবশেষে আবেদন মূল্য দিয়ে, আবেদনপত্রের ফর্মটি সাবমিট করে দিতে হবে।
আবেদন মূল্য
SC / ST/ PwBD প্রার্থীদের জন্য কোনো আবেদন মূল্য নেই, তবে GEN / OBC / EWS প্রার্থীদের জন্য 1000 টাকা করে আবেদন মূল্য বাবদ দিতে হবে।
আবেদনের সময়সীমা
31/08/2023 তারিখ পর্যন্ত এখানে আবেদন করা যাবে।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ অনলাইনে আবেদন: Apply Now
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 আরো চাকরির আপডেট 👇👇
👉 রাজ্যের পৌরসভায় অ্যাকাউন্টেন্ট পদে চাকরি
👉 কল্যাণী AIIMS এ চাকরি, শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ
👉 ভারতীয় এয়ারপোর্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, মাসিক বেতন 30 হাজার টাকা
👉 NTPC তে অনেকগুলি শূন্যপদে চাকরি, 30 আগস্ট অবধি অনলাইনে আবেদন চলবে