ভারতীয় রেলওয়ে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, অনলাইনে আবেদন চলছে | Indian Railways Recruitment 2023

Northern Indian Railways Recruitment 2023

নর্দার্ন রেলওয়ে, দিল্লিতে শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ইচ্ছুক প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। চলতি বছরের গেট স্কোরের উপর ভিত্তি করে প্রার্থীদের নিয়োগ করা হবে এখানে। আরও বিস্তারিত জানতে সম্পূর্ণ লেখাটি পড়ুন।

নিয়োগের বিস্তারিত তথ্য

নোটিশ নং- 754-E/Tech.Staff/Const./Contractual Rectt./2023

নোটিশ প্রকাশের তারিখ- 11.08.2023

1. সিনিয়র টেকনিক্যাল অ্যাসোসিয়েট (Civil) / Senior Technical Associate (Civil Engineering)

শূন্যপদ- মোট 60 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- আবেদন করার জন্য প্রার্থীদের চার বছরের B.Tech ডিগ্রি থাকতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে।

2. সিনিয়র টেকনিক্যাল অ্যাসোসিয়েট (Electrical) / Senior Technical Associate (Electrical Engineering)

শূন্যপদ- মোট 20 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- আবেদন করার জন্য প্রার্থীদের চার বছরের B.Tech ডিগ্রি থাকতে হবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে।

3. সিনিয়র টেকনিক্যাল অ্যাসোসিয়েট (Signal & Telecom Department) / Senior Technical Associate (Signal & Telecom Department)

শূন্যপদ- মোট 13 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- আবেদন করার জন্য প্রার্থীদের চার বছরের B.Tech ডিগ্রি থাকতে হবে Electrical / Electronics/ Information Technology/ Communication Engineering নিয়ে।

মোট শূন্যপদ

সর্বমোট 93 টি পদ রয়েছে এখানে।

বয়সসীমা

উপরের পদগুলির জন্য 20 থেকে 34 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন। এছাড়াও OBC প্রার্থীদের 3 বছর এবং SC, ST প্রার্থীদের 5 বছরের বয়সের ছাড় দেওয়া হবে।

মাসিক বেতন

নির্বাচিত প্রার্থীদের পোস্টিংয়ের উপর নির্ভর করে মাসিক বেতন দেওয়া হবে।
এক্ষেত্রে, ‘Z’ Class এ 32,000 টাকা, ‘Y’ Class এ 34,000 টাকা এবং ‘X’ Class এ 37,000 টাকা করে বেতন দেওয়া হবে।

নিয়োগ পদ্ধতি

2023 সালের GATE পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে এখানে প্রার্থীদের নির্বাচিত করা হবে।

আবেদন পদ্ধতি

এখানে আবেদন করতে হবে অনলাইনে। আবেদন করার জন্যে www.nr.indianrailways.gov.in ওয়েবসাইটে গিয়ে প্রার্থীদের নিজেদেরকে রেজিস্টার করতে হবে। এরপর নিজেদের তথ্য দিয়ে আবেদনপত্রের ফর্মটি ফিলাপ করতে হবে। এরপর নিজেদের ছবি এবং সাইন আপলোড করতে হবে। অবশেষে আবেদন মূল্য দিয়ে, আবেদনপত্রের ফর্মটি সাবমিট করে দিতে হবে।

আবেদন মূল্য

এখানে প্রার্থীদের 100 টাকা আবেদন মূল্য বাবদ দিতে হবে।

গুরুত্বপূর্ণ তারিখ

অনলাইনে আবেদন চলবে – 11.08.2023 থেকে 28.08.2023 তারিখ পর্যন্ত।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

✅ অনলাইনে আবেদন: Apply Now

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

👉 মাদ্রাসা শিক্ষক নিয়োগের পরীক্ষা কবে? জানা গেল গুরুত্বপূর্ণ আপডেট

👉 কলকাতা মেট্রো রেলে চাকরি, কোনো রকম পরীক্ষা ছাড়াই নিয়োগ

👉 শিশু হেল্পলাইনে অনেকগুলি শূন্যপদে কর্মী নিয়োগ

👉 মাধ্যমিক পাশে ভারতীয় কোস্ট গার্ডে গ্রুপ-D পদে চাকরি

👉 রাজ্যে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরে CHA পদে চাকরি

Previous articleমাদ্রাসা শিক্ষক নিয়োগের পরীক্ষা কবে? জানা গেল গুরুত্বপূর্ণ আপডেট
Next articleTHDC কোম্পানিতে সেক্রেটারি পদে চাকরি, মাসিক বেতন 50 হাজার টাকা | THDC Recruitment 2023

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here