Primary TET 2023: টেট পরীক্ষার্থীদের ভুল সংশোধনের জন্য জারি হল বিজ্ঞপ্তি! এত তারিখের মধ্যে ঠিক করতে হবে

notice-issued-for-correcting-mistakes-of-tet-candidates

আগামী 10 ডিসেম্বর পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত হতে চলেছে প্রাইমারিতে শিক্ষক নিয়োগের পরীক্ষা, টেট। এর জন্য 14 সেপ্টেম্বর থেকে পর্ষদের ওয়েবসাইটে শুরু হয়েছিল আবেদন প্রক্রিয়া। গত 8 অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন প্রক্রিয়া চলেছে। আবেদনের প্রক্রিয়াটি সবটাই অনলাইনে সম্পন্ন করা হয়েছে।

পর্ষদের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, যেসকল পরীক্ষার্থীরা আবেদন করার সময় কোনো ভুল করে ফেলেছেন, তাদের জন্য ইতিমধ্যেই এডিট অপশন চালু করা হয়েছে। টেটের ফর্ম ফিলাপের ক্ষেত্রে কোনোও সংশোধনের প্রয়োজন হলে 10/10/2023 তারিখ থেকে 14/10/2023 তারিখের মধ্যে পরীক্ষার্থীরা তা সংশোধন করে নিতে পারবেন। বহু ক্ষেত্রেই দেখা যায় অনলাইনে ফর্ম ফিলাপের ক্ষেত্রে অনেকেরই প্রচুর ভুল ভ্রান্তি থেকে যায়। সেই সব সংশোধনের জন্য পরীক্ষার্থীদের সুযোগ দিচ্ছে পর্ষদ

এই বছর থেকে অবশ্য টেট পরীক্ষার নিয়মে বেশ কিছু বদল আনা হয়েছে। ডিসেম্বরের টেটে কেবলমাত্র ডি. এল. এড ডিগ্রি আছে, এমন প্রার্থীরাই আবেদন করতে পারবেন বলে জানিয়েছিল পর্ষদ। এই বছর তিন লক্ষাধিক প্রার্থী পরীক্ষার জন্য আবেদন করেছেন। নির্দিষ্ট সময়ের মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল পোর্টালের মাধ্যমে আবেদন গৃহীত হয়। এই বছর আবেদন মূল্য রাখা হয়েছিল 500 টাকা

এডিট অপশন আনার ফলে পরীক্ষার্থীদের যে সুবিধা হবে, বলাই বাহুল্য। এই প্রসঙ্গে উল্লেখ্য, গত বছরের টেট পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া এখনও শুরু হয়নি। এরই মধ্যে ফের চলতি বছরের টেট অনুষ্ঠিত হতে চলেছে। তবে, পরীক্ষা নেওয়া হলেও নিয়োগ কবে শুরু হবে, সেই বিষয়টি নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

🔥 আরো চাকরির আপডেট 👇👇

👉 NBEMS এ গ্রুপ-A, B, C পদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো! আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন

👉 Food SI Exam Date: ফুড SI পরীক্ষা কবে হবে? জানা গেল সম্ভাব্য তারিখ

👉 জেলা আদালতে স্টেনোগ্রাফার নিয়োগের বিজ্ঞপ্তি, মাসিক বেতন 13 হাজার 500 টাকা

👉 রাজ্যে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরে চাকরি, মোট 9 ধরনের পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি

👉 ৭৫০০ শূন্যপদে গ্রাম পঞ্চায়েতে সেক্রেটারি নিয়োগ, জানুন নিয়োগের বিস্তারিত আপডেট

Previous articleইউনিভার্সিটিতে গ্রুপ-সি সহ বিভিন্ন পোস্টে চাকরির বিজ্ঞপ্তি, ছেলে-মেয়ে উভয়েই আবেদন করতে পারবে
Next articleরাজ্যের স্কুলে শিক্ষক, গ্রুপ-সি এবং গ্রুপ-ডি পদে চাকরির বিজ্ঞপ্তি জারি, ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here