NATIONAL PROJECTS CONSTRUCTION CORPORATION LIMITED (NPCC) তে সাইট ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে। প্রার্থীদের কোনো লিখিত পরীক্ষা দিতে হবে না, কেবলমাত্র ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে নির্বাচিত করা হবে। NPCC এর কলকাতা অফিসে ইন্টারভিউ নেওয়া হবে। নিয়োগের ব্যাপারে আরও বিশদে জেনে নিন।
নিয়োগের বিস্তারিত তথ্য
নোটিশ নং- EZO/ADV/2023/334
নোটিশ প্রকাশের তারিখ- 01/08/2023
যে পদে নিয়োগ হবে
সাইট ইঞ্জিনিয়ার / Site Engineer
শূন্যপদ
এখানে মোট তিনটি বিভাগে কর্মী নেওয়া হবে-
- Site Engineer (Civil)- 10 টি শূন্যপদ।
- Site Engineer (Electrical)- 01 টি শূন্যপদ।
- Site Engineer(Mechanical)- 01 টি শূন্যপদ।
শিক্ষাগত যোগ্যতা
সংশ্লিষ্ট বিষয় নিয়ে B.Tech পাশ করে থাকতে হবে প্রার্থীদের।
বয়সসীমা
সর্বোচ্চ 40 বছরের মধ্যে যাদের বয়স তারা এখানে আবেদন করতে পারবেন। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।
মাসিক বেতন
নির্বাচিত প্রার্থীদের মাসিক 33,750 টাকা করে বেতন দেওয়া হবে।
নিয়োগ পদ্ধতি
এখানে প্রার্থীদের ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে নির্বাচিত করা হবে। 28.08.2023 এবং 29.08.2023 তারিখের 10:30 AM থেকে ইন্টারভিউ শুরু হবে কোম্পানির কলকাতা অফিসে।
আবেদন পদ্ধতি
আবেদন করার জন্যে নীচের লিঙ্কটি ক্লিক করে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নিতে হবে। এর 5 নং পাতাতে আবেদনপত্রটি রয়েছে। সেটি প্রিন্ট করিয়ে নিজেদের তথ্য দিয়ে আবেদনপত্রের ফর্মটি ফিলাপ করতে হবে। ফর্মের সাথে প্রয়োজনীয় নথি অর্থাৎ, পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতা সংযুক্ত করতে হবে। এরপর নিজেদের পাসপোর্ট সাইজের ছবি এবং সাইন সঠিক জায়গায় বসিয়ে আবেদনপত্রের ফর্মটি পাঠিয়ে দিতে হবে নীচের ঠিকানায়।
আবেদন জমা দেওয়ার ঠিকানা
Zonal Manager, NPCC Limited, Eastern Zonal Office, 3A Dr.S.N.Roy Road
(Near Menoka Cinema Hall), Kolkata-700 029(WB).
গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন পাঠাবার শেষ- 21/08/2023 তারিখে।
ইন্টারভিউ নেওয়া হবে- 28.08.2023 এবং 29.08.2023 তারিখে।
ইন্টারভিউয়ের স্থান
NPCC Limited, Eastern Zonal Office, Near Menoka Cinema Hall,
3A Dr.S.N.Roy Road, Kolkata-700 029(WB)।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ আবেদন করার ফর্ম: Download
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 আরো চাকরির আপডেট 👇👇
👉 কলেজে শুরু হচ্ছে চার বছরের অনার্স কোর্স!
👉 মাধ্যমিক পাশে ৩০ হাজার শূন্যপদে পোস্ট অফিসে নিয়োগ
👉 1500 টি শূন্যপদে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরে CHO পদে চাকরি
👉 রাজ্যের রামকৃষ্ণ মিশনে গ্রুপ-D চাকরি, অষ্টম শ্রেনি পাশে নিয়োগ
👉 ২০২২-এর টেট পাশেদের নিয়োগ কবে? জানালেন পর্ষদ সভাপতি গৌতম পাল