নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (NPCIL) হল কেন্দ্রীয় সরকারের পারমাণবিক শক্তি বিভাগের অধীনস্থ একটি প্রধান পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ।
এখানে মাধ্যমিক পাশে অ্যাপ্রেন্টিস পদে কর্মী নিয়োগ করা হবে জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয়ে বিশদভাবে এই পোস্টটিতে আলোচনা করা হয়েছে, আরও জানতে এটি শেষ অবধি পড়ুন।
নোটিশ নং- NPCIL/KKNPP/HRM /01/2023
নোটিশ প্রকাশ- 31.07.2023
নিয়োগের বিস্তারিত তথ্য
যে পদে নিয়োগ হবে
ট্রেড অ্যাপ্রেন্টিস / TRADE APPRENTICES
শূন্যপদ
এখানে বিভিন্ন ট্রেডে বিভিন্ন সংখ্যক শূন্যপদ রয়েছে, যা নিম্নরূপ:
Fitter – 56 টি, Machinist – 25 টি, Welder (Gas & Electric) – 10 টি, Electrician – 40 টি, Electronic Mechanic – 20 টি, Pump Operator cum Mechanic – 7 টি, Instrument Mechanic -20 টি এবং Mechanic Refrigeration and Air Conditioning – 5 টি শূন্যপদ রয়েছে। সর্বমোট শূন্যপদ রয়েছে 183 টি।
শিক্ষাগত যোগ্যতা
মাধ্যমিক পাশ করতে হবে এবং সেই সাথে নির্দিষ্ট ট্রেডে ITI সার্টিফিকেট থাকতে হবে। শুধুমাত্র Welder ট্রেডে জন্য কেবলমাত্র অষ্টম শ্রেণী পাশ করে থাকলেই আবেদন করা যাবে।
বয়সসীমা
এই পদের জন্য সর্বোচ্চ 24 বছরের মধ্যে যাদের বয়স, তারা আবেদন করতে পারবেন। তবে, সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।
বেতনক্রম
এই পদের জন্য প্রার্থীদের যদি এক বছরের ITI সার্টিফিকেট থাকে, তবে মাসিক 7700 টাকা এবং দুই বছরের ITI সার্টিফিকেট থাকলে মাসিক 8855 টাকা বৃত্তি বাবদ দেওয়া হবে।
নিয়োগ পদ্ধতি
ITI তে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে নিয়োগ করা হবে এখানে।
নিয়োগের সময়সীমা
এক বছরের চুক্তিতে এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে।
নিয়োগ স্থান
নির্বাচিত প্রার্থীদের নিয়োগ করা হবে তামিলনাড়ু রাজ্যেরাজ্যের তিরুনেলভেলি জেলাতে।
আবেদন পদ্ধতি
এখানে প্রথমে অনলাইনে আবেদন করতে হবে প্রার্থীদের। এর জন্য www.apprenticeshipindia.org এই ওয়েবসাইটে গিয়ে ‘Careers Section’ এ গিয়ে, ‘Registration Form (Online)’ অপশনটিতে ক্লিক করতে হবে। তারপর আবেদনপত্রটি নিজের সমস্ত তথ্য দিয়ে ফিলাপ করতে হবে। সাথে প্রয়োজনীয় ডকুমেন্টের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে। এর পরে ফর্মটি সাবমিট করে দিতে হবে। এরপর ফিলাপ করা অনলাইন ফর্মটি পাঠিয়ে দিতে হবে নীচের ঠিকানায়। সাথে সংযুক্ত করতে হবে যোগ্যতার প্রমাণ, বয়সের প্রমাণ এবং কাস্ট সার্টিফিকেটের কপি।
আবেদন পাঠাবার ঠিকানা
Senior Manager,
(HR), HR Section, Kudankulam Nuclear Power Project, Kudankulam P.O, Radhapuram Taluk, Tirunelveli District-627106
আবেদনের তারিখ
এখানে অফলাইনে আবেদন পাঠাবার শেষ দিন 31 জুলাই, 2023 তারিখ।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ অনলাইনে আবেদন: Apply Now
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 আরো চাকরির আপডেট 👇👇
- BECIL সংস্থায় অ্যাসিস্ট্যান্ট পদে চাকরি
- রাজ্যের DVC তে চাকরি, 56 হাজার 100 টাকা মাসিক বেতন
- পঞ্চায়েত ভোট মিটতেই রাজ্যে নিয়োগের তোড়জোড়
- মাসিক বেতন 50 হাজার টাকায় রাজ্যের পৌরসভায় চাকরি