রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য আবারও এক নতুন সুখবর। সম্প্রতি NRDC বা ন্যাশনাল রিসার্চ ডেভলপমেন্ট কর্পোরেশনের তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
পার্সোনাল অফিসার, ম্যানেজার, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, সায়েন্টিফিক অফিসার, একাউন্টেন্ট সহ বিভিন্ন পদের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবে। আবেদন করতে হবে অফলাইনে এর মাধ্যমে। পোস্ট অফিস ইমেইলের মাধ্যমে আবেদন পত্র পাঠানো যাবে।
NRDC বা ন্যাশনাল রিসার্চ ডেভলপমেন্ট কর্পোরেশনে আবেদনের জন্য যোগ্যতা, মাসিক বেতন, মোট শূন্যপদ, বয়সসীমা, নিয়োগ পদ্ধতি, আবেদনের ফি, আবেদন পদ্ধতি সমস্ত তথ্য বিস্তারিত ভাবে উল্লেখ করা হলো।
নিয়োগের তথ্য (Post Details)
(1)পদের নামঃ ম্যানেজার (Manager)
বেতনঃ ম্যানেজার পদের জন্য বেতন প্রতিমাসে 1,03,000 টাকা দেওয়া হবে।
বয়সসীমাঃ উক্ত পদের জন্য প্রার্থীর বয়স কমপক্ষে 35 বছর হতে হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ফাস্ট ক্লাস গ্রাজুয়েট ডিগ্রী এবং পার্সোনাল ম্যানেজমেন্ট বা MBA তে ডিপ্লোমা করা থাকতে হবে। সঙ্গে কমপক্ষে আট বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
মোট শূন্যপদঃ 01 টি।
(2) পদের নামঃ অ্যাসিস্ট্যান্ট পার্সোনাল অফিসার (Assistant Personal Officer)
বেতনঃ অ্যাসিস্ট্যান্ট পার্সোনাল অফিসার পদের জন্য বেতন প্রতিমাসে 51,500 টাকা দেওয়া হবে।
বয়সসীমাঃ উক্ত পদের জন্য প্রার্থীর বয়স কমপক্ষে 26 বছর হতে হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ফাস্ট ক্লাস গ্রাজুয়েট ডিগ্রী এবং পার্সোনাল ম্যানেজমেন্ট তে ডিপ্লোমা করা থাকতে হবে। সঙ্গে কমপক্ষে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
মোট শূন্যপদঃ 01 টি।
(3) পদের নামঃ সায়েন্টিফিক অফিসার (Scientific Officers)
বেতনঃ এই পদের জন্য বেতন প্রতিমাসে 35,000- 45,000 টাকা দেওয়া হবে।
বয়সসীমাঃ উক্ত পদের জন্য প্রার্থীর বয়স 28 বছর হতে হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েট ডিগ্রী এবং কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা।
মোট শূন্যপদঃ 06 টি।
(4) পদের নামঃ টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (Technical Assistant)
বেতনঃ এই প্রতিটি জন্য বেতন প্রতি মাসে 35,000 টাকা দেওয়া হবে।
বয়সসীমাঃ উক্ত পদের জন্য প্রার্থীর বয়স কমপক্ষে 26 বছর হতে হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েট ডিগ্রী এবং কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা।
মোট শূন্যপদঃ 04 টি।
(5) পদের নামঃ অ্যাসিস্ট্যান্ট একাউন্টেন্ট (Assistant Accountant)
বেতনঃ এই পদের জন্য বেতন প্রতিমাসে 21,184 টাকা দেওয়া হবে।
বয়সসীমাঃ অ্যাসিস্ট্যান্ট একাউন্টেন্ট পদের জন্য প্রার্থীর বয়স কমপক্ষে 26 বছর হতে হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে একাউন্টেন্ট গ্রাজুয়েট ডিগ্রী এবং কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা।
মোট শূন্যপদঃ 01 টি।
আবেদন পদ্ধতিঃ
- উপরে উল্লিখিত সমস্ত পদের জন্য আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে।
- নিচে দেওয়া লিঙ্ক থেকে আবেদনপত্র টি ডাউনলোড করে প্রিন্টআউট করতে হবে।
- এরপর নির্ভুলভাবে আবেদনপত্র পূরণ করতে হবে।
- নোটিশে উল্লেখিত সমস্ত নথিপত্র গুলো যোগ করতে হবে।
- সবশেষে সঠিক ঠিকানায় পোস্ট অফিসের মাধ্যমে অথবা ইমেইলের মারফত আবেদনপত্র পাঠাতে হবে।
আবেদন ফিঃ
এখানে আবেদনের জন্য 500 টাকা আবেদন মূল্য ধার্য করা হয়েছে। তবে SC/ST দের জন্য কোনো আবেদন মূল্য লাগবে না।
আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্রঃ
- দুকপি রঙিন পাসপোর্ট সাইজ ছবি।
- আইডেন্টিটি প্রুফ হিসাবে আধার কার্ড, ভোটার কার্ড।
- সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট।
- বয়সের প্রমাণপত্র।
- অভিজ্ঞতার প্রমাণপত্র।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানাঃ
The Incharge (P&A), National Research Development Corporation, 20-22, Zamroodpur, Community Centre, Kailash Colony Extension, New Delhi-110048.
গুরুত্বপূর্ণ তারিখ |
|
নোটিশ প্রকাশ | 27.05.2022 |
আবেদন শুরু | 27.05.2022 |
আবেদন শেষ | 16.06.2022 |
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
আরো চাকরির আপডেট-