রাজ্যের নীলরতন সিরকার মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে প্রোজেক্ট অ্যাসিস্ট্যান্ট এবং জুনিয়র রিসার্চ ফেলো পদে কর্মী নিয়োগ করা হবে। মেডিকেল কলেজের তরফ থেকে শুন্যপদ সম্পর্কিত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
নিয়োগ করা হবে মেডিকেল কলেজের হেমাটলজি ডিপার্টমেন্টে। নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে রাজ্যের ২৩ টি জেলা থেকেই এই চাকরির পদগুলির জন্য আবেদন করা যাবে। নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য এইবার নিচে আমরা একে একে জেন নেবো।
নোটিশ নম্বরঃ Homeopathy Project_GIS Leukemia/01/2022
নোটিশ প্রকাশের তারিখঃ 11 এপ্রিল 2022
আবেদনের মাধ্যমঃ অনলাইনে ইমেলের মাধ্যমে আবেদন করতে হবে।
যেসমস্ত পদে নিয়োগ করা হবেঃ
(1) জুনিয়র রিসার্চ ফেলো (Junior Research fellow- JRF)
(2) প্রোজেক্ট অ্যাসিস্ট্যান্ট (Project Assistant)
বেতনঃ
(1) জুনিয়র রিসার্চ ফেলো- প্রতি মাসে 25,000 থেকে 30,000 টাকা
(2) প্রোজেক্ট অ্যাসিস্ট্যান্ট- প্রতি মাসে 6,200 টাকা
বয়সসীমাঃ
প্রতিটি পদের জন্যই আবেদনকারীর বয়স 18 বছরের বেশি হতে হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ
(1) জুনিয়র রিসার্চ ফেলো- M.B.B.S/B.D.S এর ডিগ্রি করতে হবে অথবা ফার্স্ট ক্লাস পেয়ে জীবন বিজ্ঞান বিষয়ে পোষ্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি করা থাকতে হবে। সেইসাথে হেমাটলজি বিভাগে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
(2) প্রোজেক্ট অ্যাসিস্ট্যান্ট- বিজ্ঞান বিভাগে গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে।
শুন্যপদঃ
(1) জুনিয়র রিসার্চ ফেলো- 1 টি
(2) প্রোজেক্ট অ্যাসিস্ট্যান্ট- 2 টি
নিয়োগ প্রক্রিয়াঃ
ইন্টারভিউ বোর্ডের মাধ্যমে সংগঠিত ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করে উপযুক্ত ব্যাক্তিদের নির্দিষ্ট পদে নিয়োগ করা হবে।
আবেদন প্রক্রিয়াঃ
আবেদনকারীকে তার শিক্ষাগত যোগ্যতা সহ দরকারি সমস্ত তথ্য সহ একটি বায়োডাটা বানাতে হবে। ঐ বায়োডাটাটিকে (PDF আকারে) একটি ইমেলে পাঠিয়ে আবেদন করতে হবে। নিচের দেওয়া দুটি ইমেলের মধ্যে যেকোনো একটিতে বায়োডাটা পাঠাতে হবে।
বায়োডাটা পাঠানোর ইমেলঃ
গুরুত্বপূর্ণ তারিখ | |
নোটিশ প্রকাশ | 11.04.2022 |
আবেদন শুরু | 11.04.2022 |
আবেদন শেষ | 29.04.2022 |
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ চাকরি ও কাজের আপডেটঃ Job Update
আরো চাকরির আপডেট-