রাজ্যের NSOU-তে ডেপুটি রেজিস্ট্রার পদে চাকরি, আবেদন চলবে ৩১ মার্চ পর্যন্ত | NSOU Deputy Registrar Recruitment

NSOU Deputy Registrar Recruitment Notice

রাজ্যের নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের বা সংক্ষেপে WB NSOU তে ডেপুটি রেজিস্ট্রার পদে নিয়োগ করা হবে। নিয়োগের বিষয়ে জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। রাজ্যের যে কোনও জেলার বাসিন্দারা এখানে আবেদন করতে পারবেন। অফলাইনের মাধ্যমে এখানে আবেদন করতে হবে। আসুন জানা যাক পদের বিস্তারিত বিবরণ।

NSOU Deputy Registrar Recruitment 2023

নোটিশ মেমো নম্বর: Reg/ Rect/ 0298 

নোটিশ প্রকাশ: 09.03.23

যে পদে নিয়োগ হবে

ডেপুটি রেজিস্ট্রার-এক্সামিনেশন (Deputy Registrar-Examinations)

মোট শূন্যপদ

এখানে মোট 2 টি শূন্যপদ রয়েছে যার মধ্যে UR-1 টি এবং SC-1 টি।

শিক্ষাগত যোগ্যতা

আবেদন করার জন্য প্রার্থীদের অন্তত 55 শতাংশ নম্বর নিয়ে স্নাতকোত্তর পাশ করে হতে হবে। Lecturer/Assistant Professor হিসেবে 10 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি, Doctorate Degree ডিগ্রি থাকলে প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বয়সসীমা

এখানে আবেদন করার জন্য প্রার্থীদের 35 বছরের বেশি বয়স হতে হবে।

বেতনক্রম

79,800/- টাকা মূল বেতনের সাথে অন্যান্য অ্যালাউন্সেস যুক্ত করে মাসিক বেতন দেওয়া হবে প্রার্থীদের।

আবেদনের সময়সীমা

এখানে আবেদনের জন্য আবেদনপত্র গ্রহণ করা শুরু হয়েছে 09/03/2023 তারিখে এবং এটি চলবে আগামী 31/03/2023 তারিখ পর্যন্ত।

আবেদন পদ্ধতি

এখানে প্রার্থীদের অফলাইনে আবেদন করতে হবে। আবেদন করার জন্য NSOU এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনের ফর্মটি ডাউনলোড করে একটি A4 পেপারে প্রিন্ট করে নিতে হবে।

আবেদনকারীদের সুবিধার জন্য প্রতিদিনকার মতো আজকেও আবেদন করার ফর্ম দাউনলোদ করার লিংক নিচে দিয়ে দেওয়া হয়েছে। এটি ডাউনলোড করে প্রিন্ট করতে হবে। 

এরপর ফর্মটি নিজের বিশদ বিবরণ দিয়ে নির্ভুলভাবে পূরণ করতে হবে। আবেদন পত্রের সাথে নোটিশে উল্লেখিত ডকুমেন্টসগুলির জেরক্স কপি যোগ করতে হবে। আবেদনের জন্য নির্ধারিত আবেদন মূল্য জমা করতে হবে। সবশেষে একটি খামে সবকিছু ভরে মুখবন্ধ করে তা নির্দিষ্ট সময়ের মধ্যে সঠিক ঠিকানায় জমা করতে হবে।

আবেদনের ঠিকানা

DD-26, 5th Floor, Salt Lake City, Sector-I, Kolkata-700064- এই ঠিকানায় আবেদন পত্রটি জমা করতে হবে।

অফলাইন আবেদন মূল্য

এখানে আবেদন করার জন্য প্রার্থীদের 1000/- টাকা আবেদন মূল্য বাবদ দিতে হবে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে আবেদন মূল্যে ছাড় দেওয়া হয়েছে, এক্ষেত্রে 500/- টাকা আবেদন মূল্য বাবদ দিতে হবে।

নিয়োগের সময়সীমা

প্রাথমিকভাবে এখানে এক বছরের জন্য প্রার্থীদের নিয়োগ করা হবে, তবে এই সময়সীমা ভবিষ্যতে বাড়ানো হতে পারে।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

✅আবেদন করার ফর্ম: Download

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇