কেন্দ্রীয় NTPC-তে চাকরি, শতাধিক শূন্যপদে লোক নিয়োগ | NTPC Recruitment 2023 (Apply Now)

NTPC Limited Recruitment 2023

কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেড (NTPC Limited) এ সাত ধরণের পদে মোট একশোরও বেশি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে, এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। লিখিত পরীক্ষার মাধ্যমে এখানে নির্বাচন করা হবে প্রার্থীদের। আবেদন করতে হবে অনলাইনে। কোন কোন পদে নিয়োগ করা হবে, পদ অনুযায়ী শূন্যপদ কয়টি আছে, কিভাবে আবেদন করতে হচ্ছে তা আপনি নিচের দেওয়া তথ্য থেকে জানতে পারবেন। 

নোটিশ নং – NTPC/CMHQ/01/2023

নোটিশ প্রকাশ – 19/04/2023

1. পদের নাম- মাইনিং ওভারম্যান / Mining Overman

শূন্যপদ – 84 টি শূন্যপদ আছে এখানে।

যোগ্যতা – মাইনিং-এ ডিপ্লোমা এবং 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

2. পদের নাম- ওভারম্যান / Overman (Magazine)

শূন্যপদ – 7 টি শূন্যপদ আছে এখানে।

যোগ্যতা – মাইনিং-এ ডিপ্লোমা এবং 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

3. পদের নাম- মেকানিক্যাল সুপারভাইজার / Mechanical Supervisor

শূন্যপদ – 22 টি শূন্যপদ আছে এখানে।

যোগ্যতা – মেকানিক্যাল-এ ডিপ্লোমা এবং 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

4. পদের নাম- ইলেকট্রনিকাল সুপারভাইজার / Electrical Supervisor

শূন্যপদ – মোট 20 টি শূন্যপদ আছে এখানে।

যোগ্যতা – Electrical/Electrical & Electronics Engineering এ ডিপ্লোমা এবং 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

5. পদের নাম- ভোকেশনাল ট্রেনিং ইন্সট্রাক্টর / Vocational Training Instructor

শূন্যপদ – মোট 3 টি শূন্যপদ আছে এখানে।

যোগ্যতা – মাইনিং-এ ডিপ্লোমা এবং 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

6. পদের নাম- মাইন সার্ভে / Mine Survey

শূন্যপদ – মোট 9 টি শূন্যপদ আছে এখানে।

যোগ্যতা – Mine Survey/ Mining Engineering-এ ডিপ্লোমা এবং 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

7. পদের নাম- মাইনিং সর্দার / Mining Sindar

শূন্যপদ – মোট 7 টি শূন্যপদ আছে এখানে।

যোগ্যতা – উচ্চ মাধ্যমিক পাশ এবং মাইনিং সর্দার সার্টিফিকেট থাকার সাথে 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা – সর্বোচ্চ 25 বছর বয়স অবধি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় মিলবে।

বেতনক্রম – মাইনিং সর্দার পদের জন্য মাসিক 40,000 টাকা করে এবং অন্যান্য সমস্ত পদের জন্য 50,000 টাকা করে বেতন দেওয়া হবে প্রার্থীদের।

নিয়োগ পদ্ধতি

লিখিত পরীক্ষা এবং স্কিল টেস্টের মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে এখানে।

আবেদন পদ্ধতি

অনলাইনে আবেদন করতে হবে। এর জন্য www.ntpc.co.in ওয়েবসাইটে গিয়ে নিজেদের রেজিস্টার করে তারপর নিজেদের তথ্য দিয়ে ফর্মটি ফিলাপ করতে হবে। এরপরে আবেদন মূল্য জমা দিয়ে ফর্মটি সাবমিট করতে হবে।

আবেদন মূল্য

জেনারেল এবং OBC পুরুষ প্রার্থীদের 300 টাকা এবং মহিলা এবং অন্যান্য সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের আবেদন মূল্যে ছাড় দেওয়া হয়েছে।

আবেদনের সময়সীমা

আবেদন শেষ হবে – 5-May-2023 তারিখে। 

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

✅ অনলাইনে আবেদন: Apply Now

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇 

Previous articleভারতের বায়ু সেনায় অগ্নিবীরবায়ু পদে চাকরি, খুব তাড়াতাড়ি আবেদন করতে হবে | Indian Air Force Agniveervayu Recruitment 2023
Next articleন্যাশনাল হেলথ মিশনের অধীনে রাজ্যে চাকরি! যেকোনো জেলা থেকেই আবেদন করতে পারবেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here