NTPC তে অনেকগুলি শূন্যপদে চাকরি, 30 আগস্ট অবধি অনলাইনে আবেদন চলবে | NTPC Recruitment 2023

NTPC Recruitment 2023

ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেড (NTPC) সারা দেশ জুড়ে বিভিন্ন পদে কর্মী নিয়োগের জন্য ntpc.co.in-এই ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানের শতাধিক শূন্যপদের জন্য দেশের সমস্ত যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা 30 অগাস্ট, 2023 তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

নিয়োগের বিস্তারিত তথ্য 

নোটিশ প্রকাশ- 15/23

1. হেড অফ অপারেশন / Head of Operation

শূন্যপদ- এখানে মোট 1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- Chemical Engineering এ 60% নম্বর সহ B. Tech ডিগ্রি থাকলে প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। সাথে নূন্যতম 19 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা- এখানে 52 বছরের মধ্যে যাদের বয়স, তারা আবেদন করতে পারবেন।

বেতনক্রম- মাসিক 26,00,00 টাকা করে বেতন দেওয়া হবে প্রার্থীদের।

2. হেড অফ মেন্টেনেন্স/ Head of Maintenance

শূন্যপদ- এখানে মোট 1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- দেশের যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে Chemical/ Mechanical / Electrical Engineering এ B. Tech ডিগ্রি থাকলে প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। সাথে নূন্যতম 15 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা- এখানে কেবলমাত্র 47 বছরের মধ্যে যাদের বয়স, তারা আবেদন করতে পারবেন।

বেতনক্রম- মাসিক 2,15,000 টাকা করে বেতন দেওয়া হবে প্রার্থীদের।

3. শিফট চার্জ ইঞ্জিনিয়ার / Shift Charge Engineer

শূন্যপদ- এখানে মোট 4 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- দেশের যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে Chemical Engineering এ B. Tech ডিগ্রি থাকলে প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। সাথে নূন্যতম 12 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা- এখানে কেবলমাত্র 44 বছরের মধ্যে যাদের বয়স, তারা আবেদন করতে পারবেন।

বেতনক্রম- মাসিক 1,90,000 টাকা করে বেতন দেওয়া হবে প্রার্থীদের।

4. গ্রিন কেমিক্যালস / Green Chemicals

শূন্যপদ- এখানে মোট 1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- দেশের যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে Chemical Engineering এ B. Tech ডিগ্রি থাকলে প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। সাথে নূন্যতম 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা- এখানে কেবলমাত্র 30 বছরের মধ্যে যাদের বয়স, তারা আবেদন করতে পারবেন।

বেতনক্রম- মাসিক 1,00,000 টাকা করে বেতন দেওয়া হবে প্রার্থীদের।

5. এক্সিকিউটিভ / Executive (Control Room Operation)

শূন্যপদ- এখানে মোট 4 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- দেশের যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে Chemical Engineering এ B. Tech ডিগ্রি থাকলে প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। সাথে নূন্যতম 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা- এখানে কেবলমাত্র 30 বছরের মধ্যে যাদের বয়স, তারা আবেদন করতে পারবেন।

বেতনক্রম- মাসিক 1,00,000 টাকা করে বেতন দেওয়া হবে প্রার্থীদের।

6. এক্সিকিউটিভ / Executive (General Shift Support and Safety)

শূন্যপদ- এখানে মোট 1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- দেশের যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে Chemical/Electrical/ Electronics/Instrumentation/Civil/Environment Engineering এ B. Tech ডিগ্রি থাকলে প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। সাথে নূন্যতম 7 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা- এখানে কেবলমাত্র 35 বছরের মধ্যে যাদের বয়স, তারা আবেদন করতে পারবেন।

বেতনক্রম- মাসিক 1,25,000 টাকা করে বেতন দেওয়া হবে প্রার্থীদের।

নিয়োগের সময়সীমা

5 বছরের চুক্তিতে প্রার্থীদের নিয়োগ করা হবে এখানে।

আবেদন পদ্ধতি

এখানে অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে প্রার্থীদের। এর জন্য www.ntpc.co.in এই ওয়েবসাইটে গিয়ে নিজেদের রেজিস্টার করে তারপর নিজেদের তথ্য দিয়ে ফর্মটি ফিলাপ করতে হবে। এরপরে আবেদন মূল্য জমা দিয়ে ফর্মটি সাবমিট করতে হবে।

আবেদন মূল্য

প্রার্থীদের 300 টাকা করে আবেদন মূল্য ধার্য করা হয়েছে। তবে SC, Female, Ex-servicemen দের কোনো আবেদন মূল্য দিতে হবে না।

আবেদনের সময়সীমা

এখানে আবেদন চলবে 30/08/2023 তারিখ পর্যন্ত।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

✅ অনলাইনে আবেদন: Apply Now

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

👉 ইন্ডিয়ান কোস্ট গার্ডে গ্রুপ-C পদে চাকরি

👉 অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের নিয়মে বদল, পাল্টে গেলো শিক্ষাগত যোগ্যতা

👉 ভারতের সেরা ৮ টি বেশি বেতনের সরকারি চাকরি, কি কি চাকরি জেনে নিন

👉 স্টেট ব্যাঙ্কে চাকরির বিজ্ঞপ্তি, শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ 

👉 ফুড SI এর ফর্ম ফিল আপ কত তারিখে শুরু হবে? জারি হলো অফিসিয়াল বিজ্ঞপ্তি

👉 রাজ্যে IIT খড়্গপুরে AI কোর্সে ভর্তি চলছে, কোর্স করেই চাকরির সুযোগ

Previous articleজেল পুলিশের কাজ কি? মাসিক বেতন, ছুটির পরিমান, ট্রেনিং- সব কিছু জেনে নিন
Next articleভারতীয় এয়ারপোর্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, মাসিক বেতন 30 হাজার টাকা | Indian Airport Recruitment 2023