পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে বিশাল বড় সুখবর। ইতিমধ্যেই রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। রাজ্যের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরে বিভিন্ন পদের জন্য শূন্যপদ থাকায় এই নিয়োগ করা হবে।
আবেদনকারী প্রার্থীদের ন্যাশনাল আরবান হেলথ মিশন (NUHM) এর আওতায় নিয়োগ করা হবে। আমাদের রাজ্যের অন্তর্গত নারী-পুরুষ নির্বিশেষে সমস্ত জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে।
এই নিয়োগ সম্পর্কিত যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য নিচে আলোচনা করা হলো। কিভাবে আবেদন করতে হবে, বয়স কত লাগবে, বেতন কত দেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, শূন্যপদের সংখ্যা কত ইত্যাদি তথ্য নিচের প্রতিবেদনে উল্লেখ করা হলো। আপনি এখানে আবেদন করতে ইচ্ছুক থাকলে শেষ পর্যন্ত ভালোভাবে পড়েনিন।
NUHM Recruitment in Howrah District
নোটিশ নম্বরঃ DHFWS/HOW/2762
নোটিশ প্রকাশের তারিখঃ 01.11.2022
আবেদনের মাধ্যমঃ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
NUHM নিয়োগের বিস্তারিত তথ্য (NUHM Howrah Recruitment Details)
(1) পদের নামঃ মেডিক্যাল অফিসার (Medical Officer)
বেতনঃ এই পদের জন্য প্রার্থীদের প্রতিমাসে 60,000 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো MCI স্বীকৃত প্রতিষ্ঠান থেকে MBBS ডিগ্রী পাশ করে থাকতে হবে। এছাড়াও কমপক্ষে 1 বছরের ইন্টার্নশিপ কমপ্লিট করে থাকতে হবে।
বয়সসীমাঃ আবেদনকারী প্রার্থীর বয়স 62 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় হয়েছে।
মোট শূন্যপদঃ 4 টি।
(2) পদের নামঃ স্পেশালিস্ট (Specialist)
বেতনঃ এই পদের জন্য প্রতি সপ্তাহে 3 দিন কাজের ভিত্তিতে প্রতিদিনে 3000 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো MCI স্বীকৃত প্রতিষ্ঠান থেকে MBBS ডিগ্রী পাশ করে থাকতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে পোস্ট গ্রাজুয়েশন বা DNB পাশ করে থাকতে হবে। ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের আওতায় রেজিস্টিকৃত থাকতে হবে।
বয়সসীমাঃ আবেদনকারী প্রার্থীর বয়স 62 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় হয়েছে।
মোট শূন্যপদঃ
- Medicine – 4 টি
- Paediatrics – 2 টি
- G & O – 2 টি
- Ophthalmologists – 4 টি
নিয়োগের স্থানঃ হাওড়া জেলাতে নিয়োগ করা হবে।
নিয়োগ পদ্ধতি (Recruitment Process)
অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে 10 নম্বরের ইন্টারভিউ নেওয়া হবে। উত্তীর্ণ প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন করে নিয়োগ করা হবে।
ইন্টারভিউ এর সময়ঃ 10.00 AM
ইন্টারভিউ এর তারিখঃ 22.11.2022
ইন্টারভিউ এর স্থানঃ
DRS Hall (1st Floor), Bungalow Office Campus of the CMOH, 11, Dr P K Banerjee Road, Lichubagan, Howrah – 711101
আবেদন পদ্ধতি (Application Process)
পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তর থেকে প্রকাশিত এই নিয়োগের জন্য আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। কিভাবে আবেদন করবেন সেটি নিচে পয়েন্ট আকারে বর্ণনা করা হয়েছে।
(1) নিচের দেওয়া লিংক থেকে সবার প্রথমে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি নিজের মোবাইলে অথবা কম্পিউটারে ডাউনলোড করে নিতে হবে।
(2) অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করার পর তাতে থাকা আবেদনপত্রটিকে একটি A4 সাইজের পেপারে প্রিন্ট আউট করে বের করতে হবে।
(3) এরপরে আবেদন পত্র নিজের নাম, ঠিকানা, বয়স, শিক্ষাগত যোগ্যতা সহ আরো অন্যান্য তথ্য প্রদান করে আবেদন পত্রটি ভালোভাবে পূরণ করতে হয়।
(4) আবেদনপত্র পূরণ করার পর প্রয়োজনীয় সমস্ত নথিপত্রগুলি জেরক্স করে সেলফ এটেস্টেড করতে হবে।
(5) এরপরে আবেদনপত্র এবং সমস্ত প্রয়োজনীয় নথিপত্রগুলি একটি খামে ভরে নিচে দেওয়া ঠিকানায় উপস্থিত হতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates)
নোটিশ প্রকাশ | 01.11.2022 |
আবেদন শুরু | 01.11.2022 |
আবেদন শেষ | 22.11.2022 |
বিঃদ্র: নতুন কোনো চাকরির আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান। নিচে যুক্ত (Join) হওয়ার লিংক দেওয়া রয়েছে ঐ লিংকে ক্লিক করলেই যুক্ত হয়ে যেতে পারবেন। ওখানেই সর্বপ্রথম আপডেট দেওয়া হয়। আর আপনি যদি অলরেডি যুক্ত হয়ে থাকেন এই মেসেজটি প্লিজ Ignore করুন।
(গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি) Important Links: 👇👇
✅ কাজকর্ম Whatsapp গ্রুপে জয়েন হোন | Click Here |
✅ Telegram Channel | Join Now |
✅ অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |
✅ অফিসিয়াল নোটিশ | Download |
✅ আবেদনপত্র ডাউনলোড | Download |
🔥 আরো চাকরির আপডেট 👇👇
🎯 রাজ্যের সেচ দপ্তরের চাকরিতে নিয়োগ
🎯 রাজ্যে সুপারভাইজার সহ বিভিন্ন কর্মী নিয়োগ
🎯 রাজ্যের ভূমি সংস্কার দপ্তরে চাকরি, একটি জেলাতে করা হবে নিয়োগ