রাজ্যের কলকাতার ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুডিশিয়াল সায়েন্সে (NUJS) গ্রুপ-C এবং গ্রুপ-D তে চার ধরণের শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদন করতে হবে অফলাইনে। প্রতিটি পদের জন্য আলাদা আলাদা করে আবেদন করতে হবে। এখানের আবেদন প্রক্রিয়া, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদির বিষয়ে এই প্রতিবেদনে আলোচনা করা হয়েছে।
নিয়োগের বিস্তারিত তথ্য
নোটিশ নং- 2023/01/Admin
নোটিশ প্রকাশের তারিখ- 23.08.2023
যে পদে নিয়োগ করা হবে
1. অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার / Administrative Officer
শূন্যপদ- 1 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- গ্র্যাজুয়েশন ডিগ্রির পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে 10 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীদের।
বয়সসীমা- 45 বছর বয়স পর্যন্ত প্রার্থীরা আবেদন জানাতে পারবেন।
বেতন- পে লেভেল 10 অনুসারে বেতন দেওয়া হবে।
2. পার্চেস অফিসার / Purchase Officer
শূন্যপদ- 1 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- গ্র্যাজুয়েশন ডিগ্রির পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে 10 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীদের।
বয়সসীমা- 45 বছর বয়স পর্যন্ত প্রার্থীরা আবেদন জানাতে পারবেন।
বেতন- পে লেভেল 10 অনুসারে বেতন দেওয়া হবে।
3. অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার / Assistant Manager
শূন্যপদ- 1 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- গ্র্যাজুয়েশন ডিগ্রির পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীদের।
বয়সসীমা- 45 বছর বয়স পর্যন্ত প্রার্থীরা আবেদন জানাতে পারবেন।
বেতন- পে লেভেল 5 অনুসারে বেতন দেওয়া হবে।
4. মাল্টি টাস্কিং স্টাফ / Multitasking Staff
শূন্যপদ- 5 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- মাধ্যমিক পাশের সাথে ড্রাইভিং স্কিল থাকলে প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়সসীমা- 45 বছর বয়স পর্যন্ত প্রার্থীরা আবেদন জানাতে পারবেন।
বেতন- পে লেভেল 1 অনুসারে বেতন দেওয়া হবে।
আবেদন পদ্ধতি
এখানে আবেদন করার জন্য নীচের লিঙ্ক থেকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করতে হবে। নোটিশের শেষে, 4 নং পাতায় আবেদন পত্র দেওয়া আছে, সেটি প্রিন্ট করিয়ে ফিলাপ করতে হবে।
সাথে সমস্ত প্রয়োজনীয় নথি যেমন পরিচয়পত্র, বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেটের জেরক্স এবং নিজের কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি একটি খামে ভরে, নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। পাঠাতে হবে আবেদন মূল্যও।
আবেদন পাঠাবার ঠিকানা
The West Bengal National University
Juridical Sciences, Dr. Ambedkar Bhavan,
12 LB Block, Sector III, Salt Lake, Kolkata 700106
আবেদন মূল্য
- GEN, OBC, EWS- 2000 টাকা,
- SC, ST, PWD- 1500 টাকা।
আবেদনের সময়সীমা
15.09.2023 তারিখের বিকেল 5 টার মধ্যে এখানে আবেদন সম্পন্ন করে ফেলতে হবে প্রার্থীদের।বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ আবেদন করার ফর্ম: Download
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 আরো চাকরির আপডেট 👇👇
👉 HSCC তে ম্যানেজার পদে চাকরির বিজ্ঞপ্তি, মাসিক বেতন 60 হাজার টাকা
👉 2022 টেট পাশেদের জন্য চাকরির বিজ্ঞপ্তি কবে? অবশেষে মুখ খুললেন পর্ষদ সভাপতি
👉 রাজ্যের পঞ্চায়েত দপ্তরে ৭৫০০ শূন্যপদে নিয়োগের আপডেট, দুর্গাপুজোর আগেই নিয়োগ প্রক্রিয়া শুরু
👉 হিন্দুস্থান কপার লিমিটেডে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, ছেলে-মেয়ে উভয়েই আবেদন করতে পারবে
👉 সেন্ট্রাল ওয়্যারহাউস কর্পোরেশনে চাকরি, তাড়াতাড়ি অনলাইনের মাধ্যমে আবেদন করুন