মাধ্যমিক পাশ সহ আরো কিছু শিক্ষাগত যোগ্যতায় কর্মী নিয়োগ করা হবে। অয়েল ইন্ডিয়া লিমিটেডে এই নিয়োগটি করা হবে। সুপার ভাইজার এবং টেকনিশিয়ান পদের জন্য চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবে। এই পদদুটির জন্য কোনো লিখিত পরীক্ষা নেওয়া হবে না।
সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। আপনি যদি আবেদন করতে ইচ্ছুক থাকেন তাহলে এই নিয়োগের বিস্তারিত বিষয় গুলি জেনে নিন।
Oil India Limited Supervisor Recruitment
নোটিশ নম্বরঃ HRAQ/CONT-WP-B/21-15
নোটিশ প্রকাশের তারিখঃ 26.10.2021
পদ গুলির বিস্তারিত তথ্যঃ
(1) পদের নাম- কন্ট্রাকচুয়াল ইন্সট্রুমেন্টেশন সুপার ভাইজার
বেতন- প্রতি মাসে 19,500 টাকা
বয়সসীমা-আবেদনকারীর বয়স 18-35 বছরের মধ্যে হতে হবে। ST, SC শ্রেণিদের বয়সের উর্ধসীমা হতে হবে 40 বছর এবং OBC-দের বয়সের উর্ধসীমা হতে হবে 35 বছর।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ করতে হবে। সেইসঙ্গে Instrumentation / Electronics
Engineering বিষয়ে ৩ বছরের ডিপ্লোমা করা থাকতে হবে।
শুন্যপদ- 5 (UR-3, ST-1, OBC-1)
(2) পদের নাম- কন্ট্রাকচুয়াল ইন্সট্রুমেন্টেশন টেকনিশিয়ান
বেতন- প্রতি মাসে 16,640 টাকা
বয়সসীমা- আবেদনকারীর বয়স 18-30 বছরের মধ্যে হতে হবে। ST, SC শ্রেণিদের বয়সের উর্ধসীমা হতে হবে 35 বছর এবং OBC-দের বয়সের উর্ধসীমা হতে হবে 33 বছর
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ করতে হবে। সেইসঙ্গে Instrument Mechanic
/ Electronics Mechanic trade বিষয়ে ৩ বছরের ডিপ্লোমা করা থাকতে হবে।
শুন্যপদ- 10 (UR-4, SC-1, ST-1, OBC-3, EWS-1)
নিয়োগের ধরনঃ
৬ মাসের জন্য কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হবে।
নিয়োগ প্রক্রিয়াঃ
সরাসরি ইন্টারভিউ (Walk-in-Interview) এর মাধ্যমে নিয়োগ করা হবে। কোনো ধরনের লিখিত পরীক্ষা হবে না।
ইন্টারভিউয়ের স্থানঃ
Employee Welfare Office, Nehru Maidan, Oil India Limited, Duliajan, Assam.
ইন্টারভিউয়ের তারিখঃ
- কন্ট্রাকচুয়াল ইন্সট্রুমেন্টেশন সুপার ভাইজার- 11.11.2021
- কন্ট্রাকচুয়াল ইন্সট্রুমেন্টেশন টেকনিশিয়ান- 12.11.2021
ইন্টারভইউয়ের জন্য রেজিস্ট্রেশনের সময়সীমাঃ
- কন্ট্রাকচুয়াল ইন্সট্রুমেন্টেশন সুপার ভাইজার- 11.11.2021 তারিখ 7.00 A.M থেকে 11.00 A.M পর্যন্ত।
- কন্ট্রাকচুয়াল ইন্সট্রুমেন্টেশন টেকনিশিয়ান- 12.11.2021 তারিখ 7.00 A.M থেকে 11.00 A.M পর্যন্ত।
আবেদন প্রক্রিয়াঃ
ইচ্ছুক চাকরিপ্রার্থীদের কোনো রকম আবেদন করতে হবে না। এক্ষেত্রে আবেদনকারীকে একটি বায়োডাটার ফর্ম ফিল আপ করতে হবে। (অফিসিয়াল নোটিশে বায়োডাটার ফর্ম দেওয়া রয়েছে, নিচের লিংকে ক্লিক করে ডাউনলোড করে নিন)। বায়োডাটার ফর্মের সঙ্গে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট এর জেরক্স জুড়ে দিতে হবে। এই গুলি ইন্টারভিউয়ের সময় নিয়ে যেতে হবে।
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
গুরুত্বপূর্ণ লিংক |
▶️ নিয়োগ সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট |
বিঃদ্রঃ উপরের নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্যগুলি অফিসিয়াল নোটিশের ভিত্তিতে দেওয়া হয়েছে। আবেদন করার আগে নোটিশটি ডাউনলোড করে, বিষয়টি ভালো করে বুঝে নিতে পারবেন।