১১ ডিসেম্বর যে টেট পরীক্ষা হতে চলেছে, তাতে অংশ নিতে পরীক্ষার্থীদের কাউকে কাউকে পাকিস্তান বা সংযুক্ত আরব আমিরশাহি উড়ে যেতে হবে! নিদেনপক্ষে পাশের দেশ বাংলাদেশে যাওয়া নাকি অবধারিত? ভিরমি খাবেন না। সোশ্যাল মিডিয়ায় টেট পরীক্ষার এমন একগুচ্ছ অ্যাডমিট কার্ড ঘুরে বেড়াচ্ছে, যেখানে পরীক্ষাকেন্দ্র হিসেবে লাহোর, দুবাই, ঢাকার মতো ভিনদেশী শহরের নাম লেখা আছে!
প্রাথমিকের টেট পরীক্ষা (TET Exam) নিয়ে বিতর্কের শেষ নেই। ২০১৪ ও ২০১৭ এর টেট পরীক্ষায় উত্তরপত্র কারচুপি, মেধা তালিকায় গণ্ডগোল ইত্যাদি অভিযোগ তো আগে থেকেই ছিল। এবারের টেট পরীক্ষা নিয়েও বিতর্কের শেষ নেই। দফায় দফায় নোটিফিকেশন বদলানো, কারা পরীক্ষায় বসতে পারবে তা রাতারাতি পাল্টে দেওয়া এসব কিছুই হয়েছে।
এরই মাঝে কলকাতা হাইকোর্টের নির্দেশে ২০১৪ ও ২০১৭ সালের টেট পাসদের তালিকা ঘোষণা করতে গিয়েও একপ্রস্থ বিতর্কের জন্ম দিয়েছে পর্ষদ। সম্প্রতি ২০১৪ এর টেট পাস প্যানেলিস্টেডদের তালিকা প্রকাশ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE)। তাতে দেখা গিয়েছে এক চাকরিপ্রার্থী মোট ১০০ নম্বরের মূল্যায়ণে ১০৯ নম্বর পেয়েছেন! অনেকেই ১০০ তে ১০০ পেয়েছেন।
শুধু তাই নয়, সম্প্রতি ডিএলএড-এর চূড়ান্ত বর্ষের ফাইনাল পরীক্ষাও ঠিকভাবে করতে পারেনি পর্ষদ। প্রথম পরীক্ষার দিনই ফাঁস হয়ে যায় পরীক্ষার প্রশ্নপত্র। সেই ধারাবাহিকতা বজায় রেখেই এবার টেটের অ্যাডমিট কার্ড বিভ্রাটের অভিযোগ উঠল।
টেটের অ্যাডমিট বিভ্রাট নিয়ে পর্ষদ কী বলছে?
সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ানো অ্যাডমিট কার্ডগুলোয় পরীক্ষাকেন্দ্র নিয়েই বিতর্ক ছড়িয়েছে। এই বছর প্রাথমিক শিক্ষা পর্ষদ বলেছিল, পরীক্ষার্থীদের বাড়ির কাছেই টেটের পরীক্ষাকেন্দ্র ফেলা হবে। সেখানে দেখা যাচ্ছে ভারতের গণ্ডি ছাড়িয়ে বিদেশে পরীক্ষার সিট পড়েছে! যদিও এই অ্যাডমিট কার্ডগুলোকে ভুয়ো বলে উড়িয়ে দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।
পর্ষদের বক্তব্য, বিদেশে বা ভিন রাজ্যে পরীক্ষাকেন্দ্র দেওয়া কোনও অ্যাডমিট কার্ড তারা ইস্যু করেনি। এই নিয়ে বিজ্ঞপ্তিও জারি করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেখানে তারা পরিষ্কার জানিয়েছে, সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত অ্যাডমিট কার্ড ঘুরে বেড়াচ্ছে তা পরিকল্পিতভাবে বানানো হয়েছে। এমন কোনও অ্যাডমিট কার্ড পর্ষদের পক্ষ থেকে ছাড়া হয়নি। পরবর্তীতে ফের এমন ভুয়ো অ্যাডমিট কার্ড বাজারে ছাড়া হলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।
উল্লেখ্য, টেট পরীক্ষার আর এক সপ্তাহ বাকি থাকলেও অ্যাডমিট কার্ড ডাউনলোড নিয়ে পরীক্ষার্থীদের নানান সমস্যায় ভুগতে হচ্ছে। তবে পর্ষদের ওয়েবসাইট থেকে বৈধ অ্যাডমিট কার্ড ডাউনলোড এখনও সেভাবে শুরু হয়নি। ফলে টেটের অ্যাডমিট কার্ড বলে বাজারে যেগুলো ঘুরে বেড়াচ্ছে তার সত্যতা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।
- আরো পড়ুন: টেটের অ্যাডমিট কার্ড ডাউনলোড নিয়ে সমস্যা
বিঃদ্র: নতুন কোনো চাকরির আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান। নিচে যুক্ত (Join) হওয়ার লিংক দেওয়া রয়েছে ঐ লিংকে ক্লিক করলেই যুক্ত হয়ে যেতে পারবেন। ওখানেই সর্বপ্রথম আপডেট দেওয়া হয়। আর আপনি যদি অলরেডি যুক্ত হয়ে থাকেন এটি প্লিজ Ignore করুন।
Important Links: 👇👇
✅ কাজকর্ম WhatsApp গ্রুপে জয়েন হোন | Click Here |
✅ Telegram Channel | Join Now |
🔥 আরো চাকরির আপডেট- Click Here