অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড (ONGC), যা ভারতের অন্যতম প্রধান কেন্দ্রীয় পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ তেল ও গ্যাস অনুসন্ধান ও উৎপাদন সংস্থা, সেখানে প্রচুর সংখ্যক শূন্যপদে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
কেবলমাত্র মাধ্যমিক পাশ হলেই এখানে আবেদন করা যাবে। পুরুষ, মহিলা নির্বিশেষে দেশের যে কোন রাজ্যের ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।
নিয়োগের বিস্তারিত তথ্য
নোটিশ নং- ONGC/APPR/1/2023/
নোটিশ প্রকাশের তারিখ- 01.09.2023
যে পদে নিয়োগ করা হবে
1. গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস / Graduate Apprentice
শূন্যপদ- Data Entry Operator, Secretarial Assistant Graduate , Store keeper, Petroleum Executive ইত্যাদি ট্রেডে শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- এই পদের জন্য ইচ্ছুক প্রার্থীদের B.A / B.Com / B.Sc / B.B.A/ B.E./ B.Tech করে থাকতে হবে।
মাসিক বেতন- নির্বাচিত প্রার্থীদের মাসিক 9,000 টাকা করে বৃত্তি দেওয়া হবে।
2. ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস / Diploma Apprentices
শূন্যপদ- Fire Safety Executive, Computer Science Executive , E&T Executive, Electrical Executive, Electronics Executive, Instrumentation Executive, Mechanical Executive ইত্যাদি ট্রেডে শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- এই পদের জন্য ইচ্ছুক প্রার্থীদের নির্দিষ্ট ট্রেডে ডিপ্লোমা করে থাকতে হবে।
মাসিক বেতন- নির্বাচিত প্রার্থীদের মাসিক 8,000 টাকা করে বৃত্তি দেওয়া হবে।
3. ট্রেড অ্যাপ্রেন্টিস / Trade Apprentices
শূন্যপদ- Library Assistant, Cabin/Room Attendant , Dresser (medical), Office Assistant, Mechanic Auto Electronics ইত্যাদি অনেক গুলি ট্রেডে শূন্যপদ রয়েছে। সব মিলিয়ে এখানে রয়েছে 2500 টি শূন্যপদ।
যোগ্যতা- এই পদের জন্য ইচ্ছুক প্রার্থীদের নির্দিষ্ট ট্রেডে ITI / মাধ্যমিক / উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে।
মাসিক বেতন- নির্বাচিত প্রার্থীদের মাসিক 7,000 টাকা করে বৃত্তি দেওয়া হবে।
বয়সসীমা
উপরের তিন ধরণের পদের জন্যই 18 থেকে 24 বছরের মধ্যে যাদের বয়স, তারা আবেদনযোগ্য। আবেদনকারীদের জন্ম হতে হবে 20.09.1999 থেকে 20.09.2005 তারিখের মধ্যে।
নিয়োগ পদ্ধতি
প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে।
নিয়োগের সময়সীমা
12 মাসের চুক্তিতে এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি
এখানে অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে প্রার্থীদের। এর জন্য https://apprenticeshipindia.gov.in ওয়েবসাইটে গিয়ে প্রার্থীদের নিজেদেরকে রেজিস্টার করতে হবে। এরপর নিজেদের তথ্য দিয়ে আবেদনপত্রের ফর্মটি ফিলাপ করতে হবে। ক্রমে ক্রমে নিজেদের ছবি এবং সাইন আপলোড করতে হবে। অবশেষে আবেদনপত্রের ফর্মটি সাবমিট করতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ
- আবেদন শুরু- 01 Sep, 2023
- আবেদন শেষ- 20 Sep, 2023
- রেজাল্ট প্রকাশ- 5 Oct, 2023
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ অনলাইনে আবেদন: Apply Now
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 আরো চাকরির আপডেট 👇👇
👉 425 টি শূন্যপদে পাওয়ারগ্রিড কর্পোরেশনে কর্মী নিয়োগ
👉 2000 টি শূন্যপদে SBI এ প্রবেশনারি অফিসার পদে চাকরি
👉 পুজোর আগেই রাজ্যে নতুন হোম গার্ড নিয়োগ
👉 মাধ্যমিক পাশে ভারতীয় এয়ারপোর্টে চাকরির বিজ্ঞপ্তি
👉 MECL এ গ্রুপ-C পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো