অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড (Oil and Natural Gas Corporation Limited-ONGC) এর অফিসিয়াল ওয়েবসাইটে চাকরির নিয়োগ (Recruitment) সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই বিজ্ঞপ্তিটি পাওয়ার সাথে সাথে চাকরিপ্রার্থীদের জন্য নিয়োগের বিস্তারিত তথ্য নিয়ে হাজির করলাম।
এই বিজ্ঞপ্তিতে জানা যায় এখানে সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের অন্তর্গত সমস্ত জেলা থেকে নারী-পুরুষ নির্বিশেষে সকল চাকরি প্রার্থীর আবেদন করতে পারবেন। এই চাকরি ক্ষেত্রে সব থেকে ভালো বিষয় হলো কোনোরকম পরীক্ষা দিতে হবে না, ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
তাহলে চলুন আর বেশি দেরি না করে একে একে জেনে নেওয়া যাক এই আকর্ষণীয় নিয়োগ সম্পর্কে সমস্ত প্রয়োজনীয় তথ্যের বিবরণ যেমন শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, বেতন কত দেওয়া হবে, মোট শূন্যপদের সংখ্যা কয়টি, বয়সসীমা কত থাকতে হবে, আবেদন কিভাবে করতে হবে ইত্যাদি যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য। আবেদনের পূর্বে এই তথ্যগুলি ভালোভাবে দেখে নেবেন।
ONGC Assistant Legal Adviser Recruitment 2022
নোটিশ নম্বরঃ 7/2022 (R & P)
নোটিশ প্রকাশের তারিখঃ 13.09.2022
ONGC Assistant Legal Adviser Recruitment
আবেদনের মাধ্যমঃ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
নিয়োগের তথ্য (Post Details)
পদের নামঃ
অ্যাসিস্ট্যান্ট লিগাল অ্যাডভাইজার (Assistant Legal Adviser)
বেতন (ONGC Assistant Legal Adviser Recruitment Salary)
এই পদে কর্মরত প্রার্থীদের প্রতিমাসে 60,000 থেকে 1,80,000 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা (ONGC Assistant Legal Adviser Recruitment Qualification)
যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে Law বিষয় নিয়ে গ্রাজুয়েশন পাশ করতে হবে এবং কমপক্ষে 60 শতাংশ নম্বর থাকতে হবে তাহলে প্রার্থীরা আবেদন করতে পারবে। এছাড়াও সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা (ONGC Assistant Legal Adviser Recruitment Age Limit)
ইচ্ছুক প্রার্থীর বয়স 31.07.2022 তারিখ অনুযায়ী সর্বোচ্চ 30 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
মোট শূন্যপদ (ONGC Assistant Legal Adviser Recruitment Vacancy)
14 টি।
নিয়োগ পদ্ধতি (ONGC Assistant Legal Adviser Recruitment Process)
এই পদের জন্য ইচ্ছুক প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতায় প্রাপ্ত নম্বর এবং সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নির্বাচিত করা হবে।
আবেদন পদ্ধতি (ONGC Assistant Legal Adviser Recruitment Application Process)
এই পদের জন্য আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। নিচে উল্লেখ করা আবেদন করার লিঙ্ক থেকে সরাসরি অফিশিয়াল ওয়েবসাইট www.recruitmentongc.co.in এ গিয়ে আবেদন করতে হবে।
সবার প্রথমে নিজের নাম ও মোবাইল নম্বর কিংবা বৈধ ইমেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ হলে নিজের দেওয়া আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।
লগইন করলে আবেদন পত্রটি পেয়ে যাবেন। সেই আবেদনপত্রটিকে যথাযথভাবে পূরণ করতে হবে এবং এর সাথে প্রয়োজনীয় সমস্ত নথিপত্রগুলি স্ক্যান করে আপলোড করতে হবে। সবশেষে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হলে ফি জমা করে ফাইনাল সাবমিট করতে হবে।
আবেদন ফি (ONGC Assistant Legal Adviser Recruitment Application Fee)
আবেদন ফি হিসেবে জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে 300 টাকা ধার্য করা হয়েছে এবং SC/ST/PWBD প্রার্থীদের ক্ষেত্রে কোনো আবেদন ফি লাগবে না।
গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates) | |
নোটিশ প্রকাশ | 13.09.2022 |
আবেদন শুরু | 13.09.2022 |
আবেদন শেষ | 03.10.2022 |
👍চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
Important Links: 👇👇
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
🔥 আরো চাকরির আপডেট 👇👇
🎯 এয়ারপোর্ট অথরিটিতে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে চাকরি