ONGC Apprentice Recruitment 2024: প্রাকৃতিক গ্যাস কর্পোরেশন লিমিটেড বা ONGC ২০২৪ সালে অ্যাপ্রেন্টিস নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে মোট ২২৩৬টি শূন্যপদে নিয়োগ হচ্ছে। এই নিয়োগটি অ্যাপ্রেন্টিস অ্যাক্ট ১৯৬১ অনুযায়ী বিভিন্ন ট্রেড এবং ডিসিপ্লিনের মাধ্যমে সম্পন্ন হবে।
এখানে যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা ONGC-এর অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনের মাধ্যমে সরাসরি আবেদন করতে পারবে। তাই যারা এই পদে আবেদন করতে ইচ্ছুক তাদের অবশ্যই নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা এবং বয়সসীমা পূরণ করতে হবে।
আজকের এই প্রতিবেদনে জানিয়ে দেব এখানে কারা আবেদন করতে পারবেন, কি কি যোগ্যতা লাগবে, মোট কত শূন্যপদ রয়েছে, কিভাবে আবেদন করবেন, নিয়োগ প্রক্রিয়া কি আছে ইত্যাদি বিষয়গুলি।
নিয়োগকারী সংস্থা | ONGC |
পদের নাম | অ্যাপ্রেন্টিস |
মোট শূন্যপদ | ২২৩৬ টি |
শিক্ষাগত যোগ্যতা | মাধ্যমিক/ উচ্চ মাধ্যমিক/ ITI |
বেতন | ৯০০০ টাকা |
আবেদন প্রক্রিয়া | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | ২৫/১০/২০২৪ |
অফিশিয়াল পোর্টাল | ongcindia.com |
ONGC Apprentice Recruitment 2024: পদ এবং শূন্যপদের বিবরণ
এখানে যে পদে নিয়োগ হচ্ছে সেটি হল অ্যাপ্রেন্টিস। তবে অ্যাপ্রেন্টিস পদের মধ্যে গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস, ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস এবং ট্রেড অ্যাপ্রেন্টিস ট্রেডগুলি রয়েছে।
এখানে মোট শূন্যপদের সংখ্যা ২২৩৬ টি। নীচে প্রত্যেকটি জোন অনুযায়ী শূন্যপদ আলোচনা করা হল-
জোন | শূন্যপদ |
উত্তর জোন | ১৬১টি |
মুম্বাই জোন | ৩১০টি |
পশ্চিম জোন | ৫৪৭টি |
পূর্ব জোন | ৫৮৩টি |
দক্ষিন জোন | ৩৩৫টি |
মধ্য জোন | ২৪৯টি |
ONGC Apprentice Recruitment 2024: শিক্ষাগত যোগ্যতা
এখানে প্রত্যেকটি ট্রেডের ক্ষেত্রে আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। নিচে সেগুলি আলোচনা করা হল-
গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস- BA / B.Com / B.Sc / B.B.A / B.E. / B.Tech ডিগ্রি অর্জনকারী প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।
ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস- সংশ্লিষ্ট শাখায় ইঞ্জিনিয়ারিং-এ তিন বছর ডিপ্লোমা অর্জনকারী প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবে।
ট্রেড আপ্রেন্টিস- মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পাশ করা প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে। এছাড়া ITI কোর্সের ১ বছর বা ২ বছর মেয়াদী প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীরাও এখানে আবেদন করতে পারবেন।
ONGC Apprentice Recruitment 2024: বয়সসীমা
এই পদগুলিতে আবেদন করার জন্য সর্বনিম্ন বয়স চাওয়া হয়েছে ১৮ বছর এবং সর্বোচ্চ বয়স চাওয়া হয়েছে ২৪ বছর। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবে।
- SC/ST প্রার্থীদের জন্য: সর্বোচ্চ বয়সসীমায় ৫ বছরের ছাড়।
- OBC প্রার্থীদের জন্য: সর্বোচ্চ বয়সসীমায় ৩ বছরের ছাড়।
- প্রতিবন্ধী প্রার্থীদের জন্য: সর্বোচ্চ ১০ বছরের ছাড়, SC/ST প্রার্থীদের জন্য ১৫ বছর এবং OBC প্রার্থীদের জন্য ১৩ বছরের ছাড়।
ONGC Apprentice Recruitment 2024: বেতন
এখানে প্রত্যেকটি ট্রেডের জন্য বেতন কাঠামো ভিন্ন ভিন্ন রয়েছে। নিচে সেগুলি আলোচনা করা হল-
- গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস: মাসিক বেতন ৯,০০০ টাকা।
- ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস: মাসিক বেতন ৯,০০০ টাকা।
- ট্রেড অ্যাপ্রেন্টিস (ITI ১ বছর মেয়াদি): মাসিক বেতন ৮,০৫০ টাকা।
- ট্রেড অ্যাপ্রেন্টিস (ITI ২ বছর মেয়াদি): মাসিক বেতন ৭,৭০০ টাকা।
- ট্রেড অ্যাপ্রেন্টিস (মাধ্যমিক/ উচ্চ মাধ্যমিক): মাসিক বেতন ৭,০০০ টাকা।
ONGC Apprentice Recruitment 2024: নিয়োগ প্রক্রিয়া
অ্যাপ্রেন্টিস নিয়োগের জন্য প্রার্থীদের নির্বাচন প্রক্রিয়া মেধা তালিকার উপর ভিত্তি করেই হবে। যোগ্যতা অর্জনের পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধা তালিকা প্রকাশ করা হবে। এখানে প্রার্থীদের নম্বরের ভিত্তিতেই চূড়ান্ত নির্বাচন করা হবে। তবে যদি তালিকায় দুই বা তার বেশি প্রার্থী সমান নম্বর পায়, সেক্ষেত্রে বয়সে বড় প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।
ONGC Apprentice Recruitment 2024: আবেদন প্রক্রিয়া
আগ্রহী ও যোগ্য প্রার্থীরা ONGC-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তারপর নিজের সমস্ত ব্যক্তিগত তথ্য এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। অফিশিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমাদের প্রতিবেদনের নীচে দেওয়া রয়েছে।
ONGC Apprentice Recruitment 2024: গুরুত্বপূর্ণ তারিখ
- আবেদন শুরুর তারিখ: ০৫/১০/২০২৪
- আবেদনের শেষ তারিখ: ২৫/১০/২০২৪
ONGC Apprentice Recruitment 2024: গুরুত্বপূর্ণ লিঙ্ক
অফিশিয়াল ওয়েবসাইট- Click Here
অফিশিয়াল নোটিশ- Download Now
আবেদন করুন- Apply Now