ওড়িশা ইউনিভার্সিটি অফ এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে নিয়োগের একটি নোটিশ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। দেশের সমস্ত যোগ্য নাগরিকরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে অফলাইনে। নির্বাচিত প্রার্থীদের নিয়োগ করা হবে বিভিন্ন কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলিতে। আবেদন করার আগে নিয়োগের সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি একে একে জেনে নিন।
নোটিশ বিজ্ঞপ্তি নম্বর – E-II-II-07/2013/ 6092 /UAT
নোটিশ প্রকাশের তারিখ – 18.04.2023
1. পদের নাম- জুনিয়র স্টেনো-কাম-কম্পিউটার অপারেটর / Junior Steno-cum-Computer Operator
শূন্যপদ – মোট 5 টি শূন্যপদ রয়েছে এখানে।
শিক্ষাগত যোগ্যতা – উচ্চ মাধ্যমিক পাশ এবং কম্পিউটার জ্ঞান থাকলেই এখানে আবেদন করা যাবে। এর সাথে কম্পিউটারে 10 মিনিটে 80 wpm ইংরেজিতে টাইপ করার দক্ষতা থাকলে প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়সসীমা – সর্বোচ্চ 27 বছর বয়স অবধি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় মিলবে সরকারি নিয়ম অনুযায়ী।
বেতনক্রম – 25,500 – 81,100 টাকা বেতন দেওয়া হবে প্রার্থীদের।
2. পদের নাম- ফার্ম ম্যানেজার / Farm Manager
শূন্যপদ – মোট 8 টি শূন্যপদ রয়েছে এখানে।
শিক্ষাগত যোগ্যতা – Agriculture/Horticulture এ গ্র্যাজুয়েট হলেই আবেদন করা যাবে। তবে Agriculture/Horticulture এ মাস্টার্স এবং 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়সসীমা – সর্বোচ্চ 30 বছর বয়স অবধি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় মিলবে সরকারি নিয়ম অনুযায়ী।
বেতনক্রম – 35,400-1,12,400 টাকা বেতন দেওয়া হবে প্রার্থীদের।
3. পদের নাম- প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট / Programme Assistant
শূন্যপদ – মোট 11 টি শূন্যপদ রয়েছে এখানে।
শিক্ষাগত যোগ্যতা – Agriculture/Horticulture এ গ্র্যাজুয়েট হলেই আবেদন করা যাবে। তবে Agriculture/Horticulture এ মাস্টার্স এবং 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়সসীমা – সর্বোচ্চ 30 বছর বয়স অবধি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় মিলবে সরকারি নিয়ম অনুযায়ী।
বেতনক্রম – 35,400 – 1,12,400 টাকা বেতন দেওয়া হবে প্রার্থীদের।
নিয়োগ পদ্ধতি
নিয়োগ কিভাবে করা হবে তা অফিসিয়াল বিজ্ঞপ্তি উল্লেখ করা হয়নি।
আবেদন পদ্ধতি
এখানে অফলাইনে আবেদন করতে হবে। এর জন্য অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করতে হবে। নোটিশের শেষে আবেদন পত্র দেওয়া আছে, সেটি প্রিন্ট করিয়ে ফিলাপ করতে হবে। সাথে সমস্ত প্রয়োজনীয় নথি এবং নিজের দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি একটি খামে ভরে, নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। সাথে আবেদন মূল্যের একটি ডিমান্ড ড্রাফট পাঠাতে হবে।
আবেদন ফি
Farm Manager/ Programme Assistant এর জন্য 500 টাকা এবং Junior Steno-cum-Computer Operator পদের জন্য 300 টাকা করে আবেদন মূল্য ধার্য করা হয়েছে।
আবেদন পাঠানোর ঠিকানা
Registrar, Odisha University of Agriculture & Technology (OUAT), Bhubaneswar-751003, Odisha.
আবেদনের সময়সীমা
20 মে, 2023 তারিখ এখানে আবেদন করার শেষ দিন।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 আরো চাকরির আপডেট 👇👇
- রাজ্যের পরিবার কল্যাণ দফতরে চাকরি
- CRPF গ্রুপ-B এবং গ্রুপ-C নিয়োগ ২০২৩ (Apply Now)
- দক্ষিণ-পূর্ব রেলে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হল
- রাজ্যে ন্যাশনাল হেলথ মিশনের অধীনে চাকরি