৫২ হাজার অনুমোদিত পদের মধ্যে ২২ হাজার শূন্যপদে নিয়োগ! কবে হবে জানালেন শিক্ষামন্ত্রী

Out of 52 thousand approved positions, 22 thousand vacancies! Education Minister said when will be

1/7: কেন্দ্রীয় সরকারের তরফে একটি বড়োসড়ো ঘোষণা করা হয়েছে! কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন, বর্তমানে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলিতে মোট অনুমোদিত পদের প্রায় 41 শতাংশ খালি রয়েছে।

2/7:  দেশের মোট 45 টি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে, 1 জুলাই 2023 তারিখের হিসেব মত মোট 54,512 টি অনুমোদিত অধ্যাপকের পদ রয়েছে, কিন্তু এর মধ্যে মাত্র 22,412 টি পদে অধ্যাপক এবং সহ-অধ্যাপক রয়েছেন।

3/7: এই প্রসঙ্গে সিপিআই(এম) এর নেতা জন ব্রিটাসের জিজ্ঞাসা করা প্রশ্নের জবাবে, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানান যে, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলিকে নির্দেশ দেওয়া হয়েছে অতি সত্বর বিশ্ববিদ্যালয়ের শূন্যপদগুলিকে পূরণ করার জন্য। এই শূন্যপদ পদগুলি পূরণের দায়িত্ব নিয়ে থাকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলির (সিইউ)

4/7: এটি একটি স্বায়ত্তশাসিত সংস্থা৷ শিক্ষামন্ত্রী আরও বলেন যে, একটি বিশেষ নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছিল, যার মাধ্যমে DoPT মিশন নিয়োগ পোর্টাল অনুসারে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলির দ্বারা এখনও পর্যন্ত 6,087 টি পদ পূরণ করা হয়েছে।

5/7: প্রসঙ্গত উল্লেখ্য, DoPT মিশন রিক্রুটমেন্ট পোর্টাল হল একটি আইটি সক্ষম ব্যবস্থাপনা তথ্য সিস্টেম যার উদ্দেশ্য কেন্দ্রীয় সরকারের মধ্যে বিভিন্ন মন্ত্রণালয়ে শূন্যপদের অবস্থা ট্র্যাক করা হয়ে থাকে।

6/7: শিক্ষামন্ত্রী তার প্রতিক্রিয়ায় আরও বলেন যে, কেন্দ্রীয় সরকার 2022-23 সালে মোট 45 টি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের জন্য 11,288.56 কোটি টাকা, 2021-23 সালে 8960.94 কোটি টাকা এবং 2020-21 সালে 8639.08 কোটি টাকা খরচ করেছে।

7/7: 22,412 টি শূন্যপদের মধ্যে অবশ্য বেশিরভাগই SC, ST, OBC বিভাগের প্রার্থীদের জন্য সংরক্ষিত পদ। এই শূন্য পদের মধ্যে রয়েছে অধ্যাপক, সহযোগী অধ্যাপক সহকারী অধ্যাপক পদগুলি। যদিও এই শূন্যপদে ঠিক কবে নিয়োগ করা হবে, সেই বিষয়ে কোনও মন্তব্য করেননি শিক্ষামন্ত্রী

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

🔥 আরো চাকরির আপডেট 👇👇

👉 NCL তে মাধ্যমিক পাশে অনেকগুলি শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি

👉 রাজ্যের পৌরসভায় অ্যাকাউন্টেন্ট পদে চাকরি

👉 কল্যাণী AIIMS এ চাকরি, শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ

👉 ভারতীয় এয়ারপোর্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, মাসিক বেতন 30 হাজার টাকা

👉 NTPC তে অনেকগুলি শূন্যপদে চাকরি, 30 আগস্ট অবধি অনলাইনে আবেদন চলবে

Previous articleNCL তে মাধ্যমিক পাশে অনেকগুলি শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, 31 আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন চলবে
Next articleIFFCO তে অ্যাকাউন্টেন্ট পদে চাকরি, মাসিক বেতন 36 হাজার টাকা | IFFCO Recruitment 2023

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here