রাজ্যে আউটরিচ ওয়ার্কার এবং স্টাফ নিয়োগ, 23 হাজার টাকা মাসিক বেতন

Outrich Worker and Staff Recruitment

রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য আবারও এক নতুন সুখবর। রাজ্যে পূর্ব বর্ধমান জেলার ডি এম অফিসের তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্যারামেডিকেল স্টাফ, আউট রিচ ওয়ার্কার প্রভৃতি পদে নিযুক্ত করা হবে। 

উক্ত পদের জন্য আবেদন অফলাইনে করতে হবে। রাজ্যের যেকোনো জেলা থেকে  চাকরিপ্রার্থীরা  আবেদন করতে পারবে। নূন্যতম মাধ্যমিক পাশে আবেদন করা যাবে।

পুরুষ ও মহিলা উভয়ই আবেদন করতে পারবে। ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। কোনোপ্রকার আবেদন মুল্য লাগবে না। আবেদনের যোগ্যতা, মাসিক বেতন, আবেদন পদ্ধতি, মোট শুন্যপদ, বয়স সীমা সহ সমস্ত তথ্য নীচে উল্লেখ করা হল। 

Outrich Worker and Staff Recruitment

নোটিশ নম্বরঃ 955 (36)/ SW/ BWN

নোটিশ প্রকাশের তারিখঃ  25.05.2022

আবেদনের মাধ্যমঃ  অফলাইন এর মাধ্যমে আবেদন করতে হবে।  

নিয়োগের তথ্য (Post Details)

(১) পদের নাম- প্যারামেডিকেল স্টাফ (Paramedical Staff)

বেতন- প্রতিমাসে ১২,০০০ টাকা প্রদান করা হবে।

বয়স- এই পদের আবেদনের জন্য প্রার্থীর বয়স ০১.০১.২০২২ তারিখ অনুযায়ী ২১ বছর থেকে ৪০ বছরের মধ্যে থাকতে হবে।

শিক্ষাগত যোগ্যতা- এই পদে আবেদনের জন্য প্রার্থীকে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশ থাকতে হবে এবং নার্সিং বা ফার্মেসিতে ডিপ্লোমা করা থাকতে হবে। কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

মোট শূন্যপদ- ১ টি।

(2) পদের নাম – প্রবেশন অফিসার ( Probation Officer)

বেতন – উক্ত পদের জন্য প্রতি মাসে ২৩,১০০ টাকা বেতন দেওয়া হবে।

বয়স সীমা – ০১.০১.২০২২ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ১৮ বছর থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা – এই পদে আবেদনের জন্য প্রার্থীকে আইনে (Law) স্নাতক হতে হবে এবং কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে।

মোট শূন্যপদ – ১ টি।

(৩) পদের নাম – আউটরিচ ওয়ার্কার (Out Reach Worker)

বেতন – প্রতিমাসে ১২,০০০ টাকা বেতন দেওয়া হবে।

বয়স সীমা – উক্ত পদের জন্য প্রার্থীর বয়স ০১.০১.২০২২ তারিখ অনুযায়ী ১৮ বছর থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা – উক্ত পদের জন্য প্রার্থীকে মাধ্যমিক পাশ হতে হবে এবং কমিউনিকেশন স্কিল ভালো থাকতে হবে।  কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

মোট শূন্যপদ – ১ টি।

নিয়োগ পদ্ধতিঃ 

উক্ত পদগুলির জন্য প্রার্থীকে লিখিত পরীক্ষা, কম্পিউটার স্কিল টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

(1) লিখিত পরীক্ষা – 80 নম্বর

(2) কম্পিউটার টেস্ট – 10 নম্বর

(3) ইন্টারভিউ টেস্ট – 10 নম্বর

আবেদন পদ্ধতিঃ 

(1) উপরিউক্ত পদগুলির জন্য আপনাকে আবেদন অফলাইনে এর মাধ্যমে করতে হবে।

(2) প্রথমে নিচে দেওয়া লিঙ্ক থেকে নোটিশ ডাউনলোড করে আবেদন করার ফর্মটি প্রিন্ট করতে হবে।

(3) নির্ভুলভাবে আবেদন ফর্মটি পূরণ করতে হবে।

(4) প্রয়োজনীয় নথিপত্র ফর্মটির সঙ্গে যোগ করতে হবে।

(5) শেষে সঠিক ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদনপত্রটি খামে ভরে জমা করতে হবে।

আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্রঃ 

(1) আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি।

(2) আধার কার্ড বা রেশন কার্ডের কপি।

(3) বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড।

(4) শিক্ষাগত যোগ্যতার প্রমাণ।

(5) নির্দিষ্ট দক্ষতার প্রমানপত্র।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানাঃ 

Social Welfare Section under the office of District Magistrate, Purba Bardhaman at Sub Station Building, 1st Floor, beside Hawker’s Market, Oppsite Lok Sanskrit Mancha, Purba Bardhaman – 713101. 

গুরুত্বপূর্ণ তারিখ
নোটিশ প্রকাশ  25.05.2022
আবেদন শুরু  26.05.2022
আবেদন শেষ 15.06.2022

চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান

Join Kajkarmo Telegram.jpeg

▶️ নিয়োগ সংস্থারঃ Official Website

▶️ অফিসিয়াল নোটিশঃ Download

▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update

আরো চাকরির আপডেট-