রাজ্যে PA এবং MRW পদে চাকরি, ২২ হাজার টাকা মাসিক বেতন

PA and MRW Recruitment in Purba bardhaman Health Department

রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। স্বাস্থ্য দফতরে চুক্তি ভিত্তিক প্রার্থী নিয়োগ করা হচ্ছে। এখানে PA এবং MRW পদে নিয়োগ করা হবে। যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে পূর্ব বর্ধমান জেলার CMOH Office-এপশ্চিমবঙ্গ জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির অধীনে এই নিয়োগ হবে। নিয়োগ পদ্ধতি, পদের বিবরণ ইত্যাদি জানতে এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

যে সমস্ত পদে নিয়োগ হবে

(1) প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট (Programme Assistant- PA) 

(2) মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার (Multi Rehabilitation Worker- MRW) 

মোট শূন্যপদের সংখ্যা

(1) Programme Assistant পদের ক্ষেত্রে 1 টি UR শূন্যপদ রয়েছে।

(2) Multi Rehabilitation Worker পদের জন্য মোট 25 টি শূন্যপদ রয়েছে, যার মধ্যে UR-13, SC-6, ST-2, OBC A-2, OBC B-2 টি পদ রয়েছে।

পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা

(1) Programme Assistant পদে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করে থাকতে হবে। সাথে থাকতে হবে কম্পিউটারে ডিপ্লোমা বা কোনো ডিগ্রি। MS Word, MS Excel, MS Power Point, MS Access and internet বিষয়ে দাখিল থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে নূন্যতম 3 বছরের অভিজ্ঞতাও থাকতে হবে।

(2) Multi Rehabilitation Worker পদে আবেদন করার জন্য প্রার্থীদের ফিজিওথেরাপিতে ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে। সাথে দুই বছরের কাজের অভিজ্ঞতাও লাগবে। ফিজিওথেরাপিতে মাস্টার্স ডিগ্রি করা থাকলে সেই প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বয়সসীমা

(1) Programme Assistant পদের জন্য আবেদনকারীদের বয়স 40 বছরের নীচে হতে হবে।

(2) Multi Rehabilitation Worker পদের জন্য আবেদনকারীদের সর্বনিম্ন বয়স 21 বছর এবং সর্বোচ্চ বয়স 40 বছর ধার্য্য করা হয়েছে।

বেতনক্রম

(1) Programme Assistant পদের জন্য কর্মীদের মাসিক 22,000/ টাকা বেতন দেওয়া হবে।

(2) Multi Rehabilitation Worker পদে কর্মীদের মাসিক 18,000/ টাকা বেতন দেওয়া হবে।

নিয়োগ প্রক্রিয়া

(1) Programme Assistant পদের জন্য অনলাইনে আবেদন করতে হবে। তারপর প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা এবং কম্পিউটার টেস্টের উপর নম্বর দেওয়া হবে। সেই প্রাপ্ত নম্বরের ভিত্তিতে তৈরী করা হবে মেধা তালিকা।

(2) Multi Rehabilitation Worker পদের জন্য প্রার্থীদের প্রথমে অনলাইনে আবেদন করতে হবে। শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং ইন্টারভিউয়ের উপর নম্বর দেওয়া হবে। প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধা তালিকা প্রকাশ করা হবে। তালিকা অনুযায়ী প্রার্থীদের নিয়োগ করা হবে।

আবেদন প্রক্রিয়া

(1) পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনকারীদের আবেদন করার সুবিধার জন্য আবেদন করার লিংক নিচের আমরা দিয়ে রেখেছি।

(2) ওই লিংকে ক্লিক করে প্রথমে লিস্ট থেকে কোন পদের জন্য আবেদন করতে ইচ্ছুক সেটি দেখে নিতে হবে। তারপর ডানদিকে Registration এবং Login করার অপশন দেখা যাবে।

(3) আবেদনকারীক হিসেবে আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করা হয়ে গেলে Login লিংকে ক্লিক করে দরকারি তথ্য ফিল আপ করে লগ ইন করতে হবে।

(4) লগ ইন করার পর আবেদন করার আসল প্রক্রিয়া শুরু হবে। এখানে অনলাইনে ফর্ম ফিল আপ করে এবং শেষে আবেদন ফি জমা করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

আবেদনের সময়সীমা

দুই পদের জন্যই প্রার্থীদের 31.03.2023 তারিখের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করে ফেলতে হবে।

আবেদন মূল্য

উপরের দুটি পদের জন্যই আবেদন মূল্য প্রার্থীদের বাবদ 100 টাকা দিতে হবে। তবে Reserved Category এর প্রার্থীদের মাত্র 50 টাকা আবেদন মূল্য বাবদ দিতে হবে।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ 1: Download

অফিসিয়াল নোটিশ 2: Download

আবেদন করুন: Apply Now

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 More Job Updates 👇👇