1/8: রাজ্যের সরকারি দফতরগুলিতে বহুকাল নিয়োগ নেই। সেই নিয়ে শাসক দলের তরফে কোনো উদ্যোগও নেওয়া হয় নি। দীর্ঘদিন ধরে নিয়োগ না হওয়া নিয়ে রাজ্যের চাকরি প্রার্থীরা সরব হয়েছেন।
2/8: যদিও সরকারের তরফে এই বিষয়ে এত দিন কোনো প্রতিক্রিয়া দেওয়া হয় নি। তবে ভোট পর্ব মিটতেই খানিক নড়েচড়ে বসেছে সরকার। কোথায় কত শূন্যপদ রয়েছে, সেই নিয়ে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে রাজ্য।
3/8: সূত্রের খবর বলছে, চলতি সপ্তাহের গত সোমবার রাজ্যের কর্মী ও প্রশাসনিক সংস্কার দপ্তরের তরফে বিভিন্ন সরকারি দপ্তরগুলিতে নোটিশ পাঠানো হয়েছে। পাঠানো নোটিশে বলা হয়েছে, প্রতিটি দফতরে মোট কত শূন্যপদ রয়েছে, তার যথাযথ হিসেব দিতে।
4/8: এরই সাথে নোটিশে উল্লেখ করা হয়েছে যে, আগামী 2 মাসের ভেতরেই শূন্যপদ সংক্রান্ত নোটিশের রিপোর্ট জমা করতে হবে। বর্তমানে রাজ্যের বিভিন্ন দপ্তরগুলিতে কর্মরত কর্মীদের উচ্চ পদে প্রমোশন দেওয়ার প্রক্রিয়া চলছে।
5/8: এর ফলে গ্রুপ ডি পোস্ট গুলিতে, যেমন, লোয়ার ডিভিশন ক্লার্ক, মাল্টি টাস্কিং স্টাফ এই সমস্ত পদগুলিতে প্রচুর শূন্যপদ তৈরী হয়েছে। এর ফলে, শূন্যপদ গুলিতে অতি সত্ত্বর নিয়োগের উদ্যোগ নেওয়া হবে।নিয়োগ প্রক্রিয়া যাতে খুব তাড়াতাড়ি শুরু করে ফেলা যায়, এর জন্য শূন্যপদ সংক্রান্ত সমস্ত রিপোর্ট শীঘ্রই হাতে পেতে চাইছে সরকার।
6/8: প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটের কিছু দিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন যে, আগামী 1 বছরের মধ্যে রাজ্যের বিভিন্ন দফতরে বিভিন্ন পদে অর্থাৎ গ্রুপ সি, গ্রুপ ডি, নার্স, প্রাইমারি শিক্ষক ইত্যাদি পদে বেশ কিছু সংখ্যক শূন্যপদ রয়েছে। খুব তাড়াতাড়ি সেই সব শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। পঞ্চায়েত ভোটে জয়লাভের পরেই সোমবার সরকারের এমন পদক্ষেপ মূলত মুখ্যমন্ত্রীর ঘোষণাকে ফলপ্রসূ করার উদ্যোগ বলেই মনে করা হচ্ছে।
7/8: অন্যদিকে, লোকসভা ভোটকে কেন্দ্র করে বিজেপি সরকারও বিভিন্ন কেন্দ্রীয় দফতরে কর্মী নিয়োগে উদ্যোগী হয়ে উঠেছে। SSC এর মাধ্যমে MTS, CHSL, CGL ইত্যাদি পরীক্ষার মাধ্যমে বিভিন্ন কেন্দ্রীয় সরকারি দফতরে গ্রুপ বি, গ্রুপ সি পদে কর্মী নিয়োগ করা হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যেই রেলেও বিপুল সংখ্যক কর্মী নিয়োগ করা হবে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
8/8: প্রসঙ্গত উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কয়েক মাস আগে ঘোষণা করেন যে, আগামী দেড় বছরের মধ্যে মোট 10 লক্ষ কর্ম সংস্থান দেওয়া হবে বিভিন্ন কেন্দ্রীয় সরকারি অফিসে। সেই লক্ষ্যেই একের পর এক কেন্দ্রীয় সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে চলেছে। এই সংক্রান্ত সমস্ত আপডেট পেতে হলে অবশ্যই চোখ রাখুন কাজকর্ম ওয়েবসাইটে।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
🔥 আরো চাকরির আপডেট 👇👇
- AIIMS এ গ্রুপ-A, B ও C পদে চাকরি
- মাসিক বেতন 50 হাজার টাকায় রাজ্যের পৌরসভায় চাকরি
- IBPS এর মাধ্যমে 4545 টি ক্লার্ক পদে নিয়োগ
- মাধ্যমিক পাশে ভারতীয় রেলে বিনামূল্যে প্রশিক্ষণ