কেন্দ্রীয় সরকারের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় বিভাগের অধীনস্থ সেন্ট্রাল পাল্প অ্যান্ড পেপার রিসার্চ ইনস্টিটিউটে (CPPRI) গ্রুপ-সি কর্মী নিয়োগ করা হবে জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে এখানে। এই নিয়োগের ব্যাপারে আরও বিস্তারিত তথ্য জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
নিয়োগের বিস্তারিত তথ্য
নোটিশ নং- 03/2023
যে পদে নিয়োগ করা হবে
1. সিনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্টেন্ট / Sr. Scientific Assistant
শূন্যপদ- এখানে 17 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- এখানে আবেদন করার জন্য প্রার্থীদের, যে কোনো স্বীকৃত বোর্ড থেকে কেমিস্ট্রি নিয়ে পোস্ট গ্র্যাজুয়েশন পাশ হতে হবে।
বয়সসীমা- এখানে মধ্যে সর্বোচ্চ 28 বছর বয়সের মধ্যে যে সব যোগ্য প্রার্থী আছেন, তারা আবেদন যোগ্য।
বেতন- জয়েনিংয়ের শুরুতেই 35,400-58600 টাকা মাসিক বেতন দেওয়া হবে।
2. টেকনিশিয়ান গ্রুপ III / Technician Group III(i)
শূন্যপদ- এখানে 3 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- এখানে আবেদন করার জন্য প্রার্থীদের, যে কোনো স্বীকৃত বোর্ড থেকে কেমিস্ট্রি নিয়ে গ্র্যাজুয়েশন পাশ হতে হবে।
বয়সসীমা- এখানে মধ্যে সর্বোচ্চ 25 বছর বয়সের মধ্যে যে সব যোগ্য প্রার্থী আছেন, তারা আবেদন যোগ্য।
বেতন- জয়েনিংয়ের শুরুতেই 29200–48200 টাকা মাসিক বেতন দেওয়া হবে।
3. টেকনিশিয়ান গ্রুপ II / Technician Group II
শূন্যপদ- এখানে 6 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- এখানে আবেদন করার জন্য প্রার্থীদের, যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশের সাথে 2 বছরের ITI ট্রেনিং করে থাকতে হবে।
বয়সসীমা- এখানে মধ্যে সর্বোচ্চ 23 বছর বয়সের মধ্যে যে সব যোগ্য প্রার্থী আছেন, তারা আবেদন যোগ্য।
বেতন- জয়েনিংয়ের শুরুতেই 21700–69100 টাকা মাসিক বেতন দেওয়া হবে।
নিয়োগ পদ্ধতি
এখানে প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং স্কিল টেস্টের মাধ্যমে নির্বাচিত করা হবে। বিস্তারিত সিলেবাস জানার জন্য নীচের লিঙ্ক থেকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নিন।
আবেদন পদ্ধতি
এখানে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করতে হবে প্রার্থীদের। এর জন্য http://development.cbtexam.in/cppri/Home/index.html এই ওয়েবসাইটে গিয়ে ‘ গিয়ে, ‘Registration Form (Online)’ অপশনটিতে ক্লিক করতে হবে।
তারপর আবেদনপত্রটি নিজের সমস্ত তথ্য দিয়ে ফিলাপ করতে হবে। সাথে প্রয়োজনীয় ডকুমেন্টের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে। এরপর আবেদন মূল্য জমা দিয়ে ফর্মটি সাবমিট করতে হবে।
আবেদন মূল্য
এখানে আবেদন করার জন্য পুরুষ Unreserved, OBC, EWS প্রার্থীদের 500 টাকা করে আবেদন মূল্য বাবদ জমা দিতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ
- আবেদন শুরু: 09/10/2023
- আবেদন শেষ: 30/10/2023
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ অনলাইনে আবেদন: Apply Now
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 আরো চাকরির আপডেট 👇👇
👉 ভারতীয় আর্মিতে চাকরির বিজ্ঞপ্তি, ছেলে-মেয়ে উভয়েই আবেদন করতে পারবে
👉 মিনিস্ট্রি অফ ডিফেন্সে গ্রুপ-সি এবং গ্রুপ-ডি চাকরি, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ
👉 রাজ্যে DM অফিসে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো! ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে
👉 9000 শূন্যপদে রেলে নতুন RPF কনস্টেবল নিয়োগ | Railway RPF Constable Recruitment 2023