রাজ্যের চিফ মেডিক্যাল অফিসারের অফিসে চাকরি- পদের নাম, বেতন, আবেদন প্রক্রিয়া

Paschim Bardhaman CMOH Recruitment

পশ্চিমবঙ্গের একটি জেলার চিফ মেডিকেল অফিসার অফ হেলথ এর অফিস থেকে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রথমেই জানিয়ে রাখি, এই নিয়োগটি পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন ব্লকে করা হবে। পশ্চিম বর্ধমান জেলায় নিয়োগ করা হলেও রাজ্যের ২৩ টি জেলা থেকেই এই চাকরির জন্য আবেদন করা যাবে।

এই নিয়োগের বিষয়ে বিস্তারিত তথ্য নিচে এক এক করে জানানো হলো। দরকারি শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ইত্যাদি বিচার করে তারপরে এই চাকরির জন্য আবেদন করতে হবে। 

CMOH Office Recruitment in Paschim Bardhaman

Paschim Bardhaman CMOH Recruitment

নোটিশ মেমো নম্বর: DH&FWS/ASL/22-23/838

নোটিশ প্রকাশের তারিখ: 29.09.2022

আবেদনের মাধ্যম: অনলাইনে আবেদন করে আবেদনপত্রের হার্ডকপি অফলাইনে একটি ঠিকানায় পাঠাতে হবে। 

পদের নাম: মেডিকেল অফিসার (Medical Officer)

বেতন: প্রতি মাসে 60 হাজার টাকা।

বয়সসীমা: উক্ত পদের চাকরিতে আবেদনের জন্য আবেদনকারীর বয়স 62 বছরের কম থাকতে হবে। বয়সের হিসাব করতে হবে 1 জানুয়ারী 2022 তারিখ অনুযায়ী। 

শিক্ষাগত যোগ্যতা: MCI এর স্বীকৃতিপ্রাপ্ত যেকোনো মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রী সম্পন্ন করতে হবে। সেই সাথে এক বছরের কম্পালসারি ইন্টার্নশিপ করা থাকতে হবে। 

শূন্যপদ: 24 টি (UR-12, SC-6, ST-2, OBC A-2, OBC B-2)।

আবেদন পদ্ধতি:

পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন করার অফিসিয়াল ওয়েবসাইটটি হলো wbhealth.gov.in। 

এই ওয়েবসাইটটি ওপেন করে “Recruitment” অপশনে ক্লিক করতে হবে। সেখানে আবেদন করার একটি লিংক পাওয়া যাবে। 

ওই লিংকে ক্লিক করে প্রথমে আবেদনকারীকে তার তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ হলে দরকারি তথ্য দিয়ে লগইন করে নিতে হবে।

এইবার অনলাইনে প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে পূরণ করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সব শেষে আবেদন ফি জমা করে অনলাইন অ্যাপ্লিকেশন ফাইনাল সাবমিট করতে হবে। 

আবেদন ফি:

UR ক্যাটেগরীর চাকরিপ্রার্থীদের আবেদন ফি 100 টাকা জমা দিতে হবে। SC, ST, OBC শ্রেণীর আবেদনকারীদের 50 টাকা জমা দিতে হবে। 

অনলাইনে UPI এর মাধ্যমে আবেদন ফি জমা করতে হবে। আবেদন ফি জমা করার UPI আইডি হল[email protected]

আবেদনপত্রের হার্ড কপি জমা দেওয়ার ঠিকানা:

অনলাইনে আবেদন করার পর আবেদনপত্রটি প্রিন্ট করে সেই আবেদনপত্রের হার্ডকপি টি নিচের দেওয়া ঠিকানায় স্পিড পোস্ট/রেজিস্টার্ড পোস্ট অথবা কুরিয়ারের মাধ্যমে পাঠাতে হবে। 

The CMOH & Member Secretary, Office of the CMOH Kalyanpur Satellite Township, Asansol, Paschim Bardhaman, Pin-713305. 

গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates)
নোটিশ প্রকাশ 29.09.2022
আবেদন শুরু 29.09.2022
আবেদন শেষ 20.10.2022

👍 চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান

Important Links:  👇👇

▶️ নিয়োগ সংস্থারঃ Official Website

🔽 অফিসিয়াল নোটিশঃ Download

▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update

🔥 আরো চাকরির আপডেট 👇👇

🎯 মাধ্যমিক পাশে ভারতের রেলে চাকরি 

🎯 রেলের শিয়ালদহ ডিভিশনে চাকরি

🎯 রাজ্যে বিভিন্ন শূন্যপদে শিশু সুরক্ষা ইউনিটে নিয়োগ