পশ্চিমবঙ্গের জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের মাধ্যমে আরো একটি জেলাতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অ্যাটেনড্যান্ট এবং পিয়ার সাপোর্ট পদে নিয়োগটি করা হচ্ছে। বীরভূম জেলার রামপুরহাটে নিয়োগটি করা হবে। তবে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকেই ছেলে-মেয়ে সকল চাকরিপ্রার্থীরা তাদের যোগ্যতার ভিত্তিতে আবেদন করতে পারবে।
নোটিশ মেমো নম্বরঃ DHFWS/RPH/DPMU
নোটিশ প্রকাশের তারিখঃ 21.12.2021
যেসমস্ত পদে নিয়োগ করা হবেঃ
(1) অ্যাটেনড্যান্ট (Attendant)
(2) পিয়ার সাপোর্ট (Peer Support)
নিয়োগ সংক্রান্ত তথ্য (Post Details)
(1) পদের নাম- অ্যাটেনড্যান্ট
বেতন- প্রতি মাসে ৫ হাজার টাকা
বয়সসীমা- 01.01.2022 তারিখ অনুযায়ী 22-40 বছরের মধ্যে বয়স হতে হবে। SC, ST, OBC শ্রেনিরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পাবে।
শিক্ষাগত যোগ্যতা- উচ্চমাধ্যমিক পাশ করতে হবে। স্থানীয় ভাষায় ভালো কমিউনিকেশন স্কিল এবং কাউন্সেলিং স্কিল থাকতে হবে। সেইসাথে ৫ কিমির মধ্যে বসবাস করলে অগ্রাধিকার দেওয়া হবে।
শুন্যপদ- ১ টি
কাজের স্থান- Nutrition Rehabilitation Centre (NRC) at Rampurhat Govt. Medical College.
নিয়োগ প্রক্রিয়াঃ অ্যাকাডেমিক যোগ্যতার ভিত্তিতে একটি মেরিট লিস্ট বের করা হবে। ঐ লিস্টে প্রথম দিকে নাম থাকা ব্যাক্তিদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।
(2) পদের নাম- পিয়ার সাপোর্ট
বেতন- প্রতি মাসে ১০ হাজার টাকা
বয়সসীমা- 01.01.2022 তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স 40 বছরের কম হতে হবে। SC, ST, OBC শ্রেনিরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পাবে।
শিক্ষাগত যোগ্যতা- উচ্চমাধ্যমিক পাশ করতে হবে। স্থানীয় ভাষায় কথা বলার দক্ষতা এবং ইংরেজি ভাষায় কাজ করার দক্ষতা থাকতে হবে। লিখিত এবং মৌখিক অঙ্গভঙ্গির দক্ষতা থাকতে হবে। সেইসাথে কম্পিউটার চালানো জানতে হবে।
শুন্যপদ- ১ টি
কাজের স্থান- Rampurhat Govt. Medical College & Hospital for National Viral Hepatitis Cotrol Program (NVHCP).
নিয়োগ প্রক্রিয়াঃ স্ক্রিনিং অফ ডকুমেন্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
আবেদন প্রক্রিয়াঃ
Step-1 প্রথমে অফিসিয়াল নোটিশটি মোবাইলে বা কম্পিউটারে ডাউনলোড করতে হবে।
Step-2 অফিসিয়াল নোটিশের 4 নম্বর পেজে আবেদন করার ফর্ম দেওয়া আছে, ঐ ফর্মটি A4 পেজে প্রিন্ট করতে হবে।
Step-3 প্রিন্ট করা ফর্মটি সঠিক তথ্য দিয়ে পূরন করতে হবে।
Step-4 পূরণ করা হলে ফর্মের সাথে দরকারি ডকুমেন্টের জেরক্স জুড়ে দিতে হবে।
Step-5 তারপর আবেদনপত্রটি একটি খামে ভরতে হবে।
Step-6 আবেদনপত্রের ঐ খামটি নিচের দেওয়া ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানাঃ
Office of the Chief Medical of Health Old outdoor campus, Kamarpotty More, Rampurhat Dist. Birbhum, Pin-731224, W.B. |
আবেদনপত্রের সাথে যেসমস্ত ডকুমেন্ট দিতে হবেঃ
(1) মাধ্যমিকের অ্যাডমিট কার্ড
(2) মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের মার্কশীট এবং সার্টিফিকেট
(3) বাসিন্দার প্রমানের সার্টিফিকেট
(4) কাস্ট সার্টিফিকেট (প্রযোজ্য হলে)
(5) কম্পিউটার সার্টিফিকেট (প্রযোজ্য হলে)
(6) আবেদন ফি জমার প্রমান
আবেদন ফিঃ
জেনারেলদের জন্য ১০০ টাকা। ST, SC, OBC এবং PH শ্রেনিদের জন্য ৫০ টাকা।
গুরুত্বপূর্ণ তারিখ | |
নোটিশ প্রকাশ | 21.12.2021 |
আবেদন শুরু | 21.12.2021 |
আবেদন শেষ | 05.01.2022 |
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
গুরুত্বপূর্ণ লিংক |
▶️ নিয়োগ সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট |
চাকরির আরো আপডেট |
বিঃদ্রঃ উপরের নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্যগুলি অফিসিয়াল নোটিশের ভিত্তিতে দেওয়া হয়েছে। আবেদন করার আগে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে, নিয়োগ সংক্রান্ত বিষয়টি আরো ভালো করে বুঝে নেবেন।