রাজ্যের বিদ্যুৎ দপ্তরে একাধিক পদে কর্মী নিয়োগ, মোট শূন্যপদ ৭৯৫ টি, বেতন ৩০,০০০/- টাকা

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

PGCIL Recruitment 2024: পশ্চিমবঙ্গ তথা গোটা দেশের চাকরিপ্রার্থীদের জন্য দুর্দান্ত সুখবর। রাজ্যের বিদ্যুৎ দপ্তরে একাধিক পদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (PGCIL)-এর তরফ থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

PGCIL হলো দেশের অন্যতম প্রধান বিদ্যুৎ সঞ্চালন সংস্থা, যা দেশের শক্তি খাতের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে কাজ করে। ভারতীয় নাগরিক হয়ে থাকলে পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন। 

আজকের এই প্রতিবেদনে এই নিয়োগ সম্পর্কিত বিস্তারিত তথ্য যেমন- পদের নাম, মোট শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা, বেতন, আবেদন পদ্ধতি সমস্ত বিষয় তুলে ধরা হল। 

নিয়োগকারী সংস্থাPGCIL 
পদের নামট্রেইনি 
মোট শূন্যপদ৭৯৫ টি
বেতন২৫,০০০/- থেকে ৩০,০০০/-
আবেদনের শেষ তারিখ১২/১১/২০২৪
আবেদন পদ্ধতিঅনলাইন

PGCIL Recruitment 2024: পদ এবং শূন্যপদের বিবরণ 

পদের নাম- এখানে যে যে পদে নিয়োগ হচ্ছে সেগুলি হল- 

  • ডিপ্লোমা ট্রেইনি (ইলেক্ট্রিক্যাল)
  • ডিপ্লোমা ট্রেইনি (সিভিল)
  • জুনিয়ার অফিসার ট্রেইনি (HR)
  • জুনিয়ার অফিসার ট্রেইনি (F&A)
  • সহকারী প্রশিক্ষণার্থী (Assistant Trainee)

এখানে মোট শূন্যপদের সংখ্যা ৭৯৫ টি। প্রত্যেকটি পদের জন্য আলাদা আলাদা শূন্যপদ রয়েছে। সেগুলি নিচে আলোচনা করা হলো- 

পদের নামশূন্যপদ
ডিপ্লোমা ট্রেইনি (ইলেক্ট্রিক্যাল)১০০ টি
ডিপ্লোমা ট্রেইনি (সিভিল)২০ টি
জুনিয়ার অফিসার ট্রেইনি (HR)৪০ টি
জুনিয়ার অফিসার ট্রেইনি (F&A)২৫ টি
সহকারী প্রশিক্ষণার্থী (Assistant Trainee)৬১০ টি

PGCIL Recruitment 2024: শিক্ষাগত যোগ্যতা 

এখানে প্রত্যেকটি পদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। নীচে সেগুলি আলোচনা করা হল- 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ডিপ্লোমা ট্রেইনি (ইলেক্ট্রিক্যাল)- এই পদে আবেদন করার জন্য আগ্রহী চাকরিপ্রার্থীকে যেকোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা ডিগ্রী অর্জন করে থাকতে হবে। 

ডিপ্লোমা ট্রেইনি (সিভিল)- এই পদে আবেদন করার জন্য আগ্রহী চাকরিপ্রার্থীকে যেকোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা ডিগ্রী অর্জন করে থাকতে হবে।

জুনিয়ার অফিসার ট্রেইনি (HR)- এই পদে আবেদন করার জন্য আগ্রহী চাকরিপ্রার্থীকে যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রী অর্জন করে থাকতে হবে।

জুনিয়ার অফিসার ট্রেইনি (F&A)- এই পদে আবেদন করার জন্য আগ্রহী চাকরিপ্রার্থীকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রী সহ CA/ICWA ডিগ্রী অর্জন করে থাকতে হবে। 

সহকারী প্রশিক্ষণার্থী (Assistant Trainee)- এই পদে আবেদন করার জন্য আগ্রহী চাকরিপ্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমার্সে স্নাতক ডিগ্রী অর্জন করে থাকতে হবে।

PGCIL Recruitment 2024: মাসিক বেতন

এখানে প্রত্যেকটি পদের জন্য আলাদা আলাদা বেতন কাঠামো রয়েছে। নিচে সেগুলি আলোচনা করা হল- 

পদের নামবেতন
ডিপ্লোমা ট্রেইনি (ইলেক্ট্রিক্যাল)২৫,০০০/-
ডিপ্লোমা ট্রেইনি (সিভিল)২৫,০০০/-
জুনিয়ার অফিসার ট্রেইনি (HR)৩০,০০০/-
জুনিয়ার অফিসার ট্রেইনি (F&A)৩০,০০০/-
সহকারী প্রশিক্ষণার্থী (Assistant Trainee)২৫,০০০/-

PGCIL Recruitment 2024: বয়স সীমা 

এই পদগুলিতে আবেদন করার জন্য আগ্রহী চাকরিপ্রার্থীর বয়স হতে হবে সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে। কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন। 

ক্যাটাগরিবয়সের ছাড়
SC/ST ৫ বছর
OBC ৩  বছর
PWD১০ বছর

PGCIL Recruitment 2024: নিয়োগ প্রক্রিয়া 

PGCIL-এর এই পদগুলির নিয়োগ প্রক্রিয়া কয়েকটি ধাপে সম্পন্ন হবে। ধাপগুলি হল-  

  • লিখিত পরীক্ষা,
  • কম্পিউটার টেস্ট বা কম্পিউটার দক্ষতা পরীক্ষা,
  • মেডিকেল পরীক্ষা,
  • মেধা তালিকার ভিত্তিক চূড়ান্ত বাছাই এবং
  • ইন্টারভিউ। 

PGCIL Recruitment 2024: আবেদন প্রক্রিয়া 

এই পদগুলোতে যারা আবেদন করতে চান তাদেরকে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন- 

  • সর্বপ্রথম PGCIL-এর অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিংক আমাদের প্রতিবেদনের নিচে দেওয়া রয়েছে। 
  • এরপর রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। 
  • তারপর মোবাইল নাম্বারইমেইল আইডি দিয়ে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। 
  • তারপর প্রাপ্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। 
  • এরপর নিজের সমস্ত ব্যক্তিগত তথ্য সঠিকভাবে পূরণ করে আবেদন ফরমটি ফিলাপ করতে হবে।
  • তারপর প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে। 
  • এরপর আবেদন ফি পরিশোধ করে সাবমিট বাটনে ক্লিক করলেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে।

আরও আপডেটঃ তাজ গ্রুপে বিনামূল্যে ইন্টার্নশিপ ট্রেনিং, আবেদন করলেই প্রতি মাসে ১০০০০ টাকা পাবেন

PGCIL Recruitment 2024: আবেদন ফি 

সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য আবেদন ফি ৩০০ টাকা ধার্য করা হয়েছে। কিন্তু অসংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের কোনরকম আবেদন ফি লাগবে না।

PGCIL Recruitment 2024: গুরুত্বপূর্ণ তারিখ 

যে সমস্ত প্রার্থীরা এখানে আবেদন করতে চান তাদেরকে ১২ নভেম্বর, ২০২৪ তারিখের মধ্যে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

PGCIL Recruitment 2024: গুরুত্বপূর্ণ লিঙ্ক

অফিশিয়াল ওয়েবসাইট- Visit Now

আবেদন করুন- Apply Now

অফিশিয়াল নোটিশ- Download Now

Leave a Comment